Ajker Patrika

ঈদে স্যামসাং বাংলাদেশের বিশেষ অফার

নিজস্ব প্রতিবেদক
ঈদে স্যামসাং বাংলাদেশের বিশেষ অফার

স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশ গ্রাহকদের জন্য ঈদুল ফিতর ক্যাম্পেইন নিয়ে এসেছে। ‘ঈদ হোক ঈদের মতো’ শীর্ষক এই ক্যাম্পেইন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

এই ক্যাম্পেইনের মাধ্যমে টিভি, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেনসহ অসংখ্য প্রযুক্তি পণ্যের ওপর স্যামসাং গ্রাহকবান্ধব অফার নিয়ে এসেছে। অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এসব পণ্য গ্রাহকদের মধ্যে সহজে পৌঁছে দিতে চায় স্যামসাং।

এই ক্যাম্পেইনে স্যামসাংয়ের টি-সিরিজের ৭৫ ইঞ্চি বা ৫৫ ইঞ্চি কিউএলইডি অথবা ইউএইচডি টিভি কেনার ক্ষেত্রে রয়েছে ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার। আর এই ক্যাম্পেইনে নির্দিষ্ট কিছু টিভি কিনলে সাউন্ড বারে পাওয়া যাবে ৫০ শতাংশ ছাড়। টি-সিরিজের ৭৫ ইঞ্চি বা ৫৫ ইঞ্চি কিউএলইডি অথবা ইউএইচডি টিভি এবং সাউন্ড বারের মাধ্যমে ঘরের মধ্যে সিনেমা হলের আমেজ সৃষ্টি করা যায় বলে জানালেন স্যামসাং বাংলাদেশের কর্মকর্তারা। নির্দিষ্ট কিছু মডেল ও সাইজের টিভি কেনার ক্ষেত্রে গ্রাহকেরা পাবেন বিনা সূদে ৩৬ মাসের ইএমআই সুবিধা।

স্যামসাং বাংলাদেশ জানায়, রেফ্রিজারেটর কেনার ক্ষেত্রে গ্রাহকেরা পাবেন ক্যাশব্যাক অফার। রেফ্রিজারেটর কিনতে গেলে ক্রেতারা পাবেন ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং একচেঞ্জ অফারে সাইড-বাই-সাইড রেফ্রিজারেটরে অতিরিক্ত ২৩ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এ ছাড়া এয়ার কন্ডিশনারে ১২ শতাংশ, ওয়াশিং মেশিনে ১৬ শতাংশ, মাইক্রোওয়েভ ওভেনে  ৩ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন ক্রেতারা।

এই ঈদুল ফিতর ক্যাম্পেইনের সব অফার স্যামসাং স্মার্টপ্লাজা, ট্রান্সকম ডিজিটাল, ইলেক্ট্রা, ফেয়ার ইলেকট্রনিকস ও র‍্যাংগস ইন্ডাস্ট্রিজের সব শো–রুমে পাওয়া যাবে। চাইলে অনলাইন প্ল্যাটফর্ম থেকেও গ্রাহকেরা একই অফারে পণ্য কিনতে পারবেন। বিস্তারিত জানা যাবে ০৮০০০৩০০৩০০ নম্বরে যোগাযোগ করে।

ঈদুল ফিতর ক্যাম্পেইন উপলক্ষ্যে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস বিভাগের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘আমরা গ্রাহকদের চাহিদার দিকে তাকিয়ে অফারগুলো নিয়ে এসেছি। স্যামসাংয়ের ক্রেতারা সাশ্রয়ী মূল্যে তাদের প্রয়োজনীয় পণ্যের সংগ্রহ বাড়ানোর সুযোগ পাবেন।’

বিষয়:

স্যামসাং
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত