অনলাইন ডেস্ক
এক অস্ট্রেলীয় রাজনীতিবিদের বিরুদ্ধে ইউটিউবে প্রচারিত মানহানিকর কনটেন্ট অপসারণে ব্যর্থ হওয়ায় গুগলকে জরিমানা করেছে অস্ট্রেলিয়ার আদালত। স্থানীয় সময় সোমবার দেশটির একটি আদালত এক রায়ে গুগলকে অস্ট্রেলীয় রাজনীতিবিদকে ৫ লাখ ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আদালত জানিয়েছে, তাঁরা দেখতে পেয়েছেন—গুগলের মাতৃপ্রতিষ্ঠান অ্যালফাবেটের নিয়ন্ত্রণাধীন ইউটিউবে নিউ সাউথ ওয়েলসের সাবেক উপপ্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনবরত বর্ণবাদী, নিন্দনীয়, অপমানজনক এবং মানহানিকর প্রচারণা চালানো হয়েছে। যা সরিয়ে ফেলতে ব্যর্থ হয়েছে অ্যালফাবেট। আর এ কারণে ওই ব্যক্তির রাজনৈতিক ক্যারিয়ারই শেষ হয়ে গিয়েছে।
আদালত আরও জেনেছে, জর্ডান শ্যাঙ্কস নামে এক অস্ট্রেলীয় কনটেন্ট ক্রিয়েটর নিউ সাউথ ওয়েলসের তৎকালীন উপপ্রধানমন্ত্রী জন বারিলারোর বিরুদ্ধে ভিডিও আপলোড করেন। ভিডিওতে শ্যাঙ্কস বারিলারোকে ক্রমাগত ‘দুর্নীতিবাজ’ আখ্যা দেন। তবে শ্যাঙ্কস তাঁর দাবির সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি। আদালত, জন বারিলারোর বিরুদ্ধে শ্যাঙ্কসের এসব কার্যক্রম ‘কোনোভাবেই ঘৃণাত্মক বক্তব্যের চেয়ে কম নয়’ বলে আখ্যা দিয়েছেন।
আদালত আরও জানিয়েছে, ২০২০ সালের শেষ দিকে ইউটিউবে আপলোড করা ওই ভিডিওটি ৮ লাখ বারেরও বেশি বার দেখা হয়েছে। এবং এ কারণে, আদালত গুগলের মাতৃপ্রতিষ্ঠান অ্যালফাবেটকে অস্ট্রেলিয়ার মুদ্রায় ৭ লাখ ১৫ হাজার ডলার জরিমানা করেছে।
তবে, এই বিষয়ে গুগল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
এর আগেও, গুগল একাধিকবারে এমন অভিযোগে অভিযুক্ত হয়েছে। সেসময় অভিযোগগুলো গুগলের সরবরাহ করা লিংক এবং সার্চের ফলাফলের দিকে ছিল। এবার অভিযোগ উঠল ইউটিউবের দিকে।
প্রযুক্তি সম্পর্কিত খবর পড়ুন:
এক অস্ট্রেলীয় রাজনীতিবিদের বিরুদ্ধে ইউটিউবে প্রচারিত মানহানিকর কনটেন্ট অপসারণে ব্যর্থ হওয়ায় গুগলকে জরিমানা করেছে অস্ট্রেলিয়ার আদালত। স্থানীয় সময় সোমবার দেশটির একটি আদালত এক রায়ে গুগলকে অস্ট্রেলীয় রাজনীতিবিদকে ৫ লাখ ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আদালত জানিয়েছে, তাঁরা দেখতে পেয়েছেন—গুগলের মাতৃপ্রতিষ্ঠান অ্যালফাবেটের নিয়ন্ত্রণাধীন ইউটিউবে নিউ সাউথ ওয়েলসের সাবেক উপপ্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনবরত বর্ণবাদী, নিন্দনীয়, অপমানজনক এবং মানহানিকর প্রচারণা চালানো হয়েছে। যা সরিয়ে ফেলতে ব্যর্থ হয়েছে অ্যালফাবেট। আর এ কারণে ওই ব্যক্তির রাজনৈতিক ক্যারিয়ারই শেষ হয়ে গিয়েছে।
আদালত আরও জেনেছে, জর্ডান শ্যাঙ্কস নামে এক অস্ট্রেলীয় কনটেন্ট ক্রিয়েটর নিউ সাউথ ওয়েলসের তৎকালীন উপপ্রধানমন্ত্রী জন বারিলারোর বিরুদ্ধে ভিডিও আপলোড করেন। ভিডিওতে শ্যাঙ্কস বারিলারোকে ক্রমাগত ‘দুর্নীতিবাজ’ আখ্যা দেন। তবে শ্যাঙ্কস তাঁর দাবির সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি। আদালত, জন বারিলারোর বিরুদ্ধে শ্যাঙ্কসের এসব কার্যক্রম ‘কোনোভাবেই ঘৃণাত্মক বক্তব্যের চেয়ে কম নয়’ বলে আখ্যা দিয়েছেন।
আদালত আরও জানিয়েছে, ২০২০ সালের শেষ দিকে ইউটিউবে আপলোড করা ওই ভিডিওটি ৮ লাখ বারেরও বেশি বার দেখা হয়েছে। এবং এ কারণে, আদালত গুগলের মাতৃপ্রতিষ্ঠান অ্যালফাবেটকে অস্ট্রেলিয়ার মুদ্রায় ৭ লাখ ১৫ হাজার ডলার জরিমানা করেছে।
তবে, এই বিষয়ে গুগল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
এর আগেও, গুগল একাধিকবারে এমন অভিযোগে অভিযুক্ত হয়েছে। সেসময় অভিযোগগুলো গুগলের সরবরাহ করা লিংক এবং সার্চের ফলাফলের দিকে ছিল। এবার অভিযোগ উঠল ইউটিউবের দিকে।
প্রযুক্তি সম্পর্কিত খবর পড়ুন:
বৈদ্যুতিক গাড়ি বা ইভি চার্জিংয়ের জন্য নতুন ধরনের সোলার পেইন্ট (সূর্যশক্তি শোষণকারী রং) তৈরি করছে জার্মানির গাড়ি প্রস্তুতকারক কোম্পানি মার্সিডিজ-বেঞ্চ। এই বিশেষ রঙটিতে ফোটোভোলটাইক সেল (সোলার প্যানেল) রয়েছে, যা সূর্যালোক শোষণ করে
৪ ঘণ্টা আগেইন্টেল ও এএমডি এর মতো মহাকাশে চিপ পাঠিয়েছে চীনের চিপ প্রস্তুতকারক কোম্পানিটি লুনসন। এটি মহাকাশে পাঠানো ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মগুলোর জন্য কাজ করবে। গত শুক্রবার কোম্পানিটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগেভুলক্রমে বয়ফ্রেন্ডের ৫৬৯ মিলিয়ন বা ৫৬ কোটি ৯০ লাখ পাউন্ডের মূল্যের বিটকয়েন ‘কী’ ভাগাড়ে ফেলে দিয়েছিলেন এক নারী। এখন বয়ফ্রেন্ড বিটকয়েনগুলো ফিরে পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। এমনকি বিষয়টি আদালত পর্যন্ত টেনে নেওয়া হচ্ছে।
৬ ঘণ্টা আগেপ্রযুক্তির জগতের অন্যতম পরিচিত নাম চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া এর প্রতিষ্ঠাতা এবং সিইও জেনসেন হুয়াং। তবে শুধু এনভিডিয়ার সাফল্যই তাঁর পুরো জীবনের গল্প নয়, বরং কলেজজীবনের একটি রোমান্টিক ও মজাদার অধ্যায়ও হুয়াংয়ের রয়েছে। যখন ১৭ বছর বয়সী কলেজ ছাত্র হুয়াং তাঁর ১৯ বছরের হবু স্ত্রী লরি হুয়াংয়ের মন জয়...
৭ ঘণ্টা আগে