নওরোজ চৌধুরী
শাওমি ১৩ সিরিজের একাধিক মোবাইল ফোন বাজার মাতিয়েছে সাম্প্রতিক সময়ে। এবার একসঙ্গে বাজারে এসেছে শাওমি ১৩ ও শাওমি ১৩ প্রো। এই দুটি মোবাইল ফোনেই রয়েছে কোয়ালকমের সব থেকে শক্তিশালী প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেন ২। ফোনের পেছনের ক্যামেরা তৈরিতে শাওমিকে সাহায্য করেছে বিশ্বখ্যাত ক্যামেরা প্রস্তুতকারী সংস্থা লাইকা।
এই দুটি মোবাইল ফোনে রয়েছে ১২০ হার্জ ওএলইডি ডিসপ্লে। শাওমির দাবি, ১৩ সিরিজের ডিভাইসে ব্যবহৃত ডিসপ্লে উন্নত মানের এবং ব্যবহারকারীরা কোনো কিছুর অভাব অনুভব করবেন না। এগুলোর সর্বোচ্চ উজ্জ্বলতা ১ হাজার ৯০০ নিটস পর্যন্ত পৌঁছাতে সক্ষম, যেখানে বৈশ্বিকভাবে উজ্জ্বলতার হার ১ হাজার ২০০ নিটস। অথচ এই উজ্জ্বলতা পেতে ডিসপ্লেতে শক্তির ব্যবহার ২২ শতাংশ কম হবে। এই স্মার্টফোনে স্যামসাংয়ের হালনাগাদ ই৬ স্ক্রিন উপাদান ব্যবহার করা হয়েছে। শাওমি ১৩ সিরিজে থাকছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়া যাবে আইপি৬৮ ওয়াটার ও ডাস্ট রেসিস্ট্যান্স রেটিং।
শাওমি ১৩ প্রো দেখতে স্লিক হলেও একটি জায়ান্ট ক্যামেরা মডিউলের সঙ্গে আসছে মোবাইল ফোনটি। মডেলটির সাইড কার্ভের জন্য বেশ হ্যান্ডি এটি। ফোনের সঙ্গেই মিলছে একটি ট্রান্সপারেন্ট কেস। আইপি৬৮ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং এটির। তার সঙ্গে থাকছে বায়োসিরামিক বডি। ডুয়েল সিম অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে এটি। এই মোবাইল ফোনে রয়েছে ৬.৭৩ ইঞ্চি ওএলইডি ২কে ডিসপ্লে। সঙ্গে থাকছে ডলবি ভিশন ও এইচডিআর ১০+ সাপোর্ট। পাশাপাশি ৪০ হার্টজ টাচ স্যাম্পলিং ও ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট। সিরামিক হোয়াইট ও সিরামিক ব্ল্যাক—দুটি রঙে মিলবে ফোনটি।
এই মোবাইল ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরের সঙ্গে পাওয়া যাবে ১২ জিবি এলপিডিডিআর ৫×৮৫৩৩ এমবিপিএস র্যাম। তবে ইন্টারনাল স্টোরেজের দুটি ভেরিয়েন্ট মিলছে ফোনটির। একটি ২৫৬ জিবি ও অন্যটি ৫১২ জিবি ইউএফএস ৪.০ ইন্টারনাল মেমরি।
এই প্রথমবার নোটিফিকেশন শেডকে দুটি ভাগে ভেঙে নিতে পারবেন ইউজার। ডান দিকের উইন্ডোতে দেখাবে নোটিফিকেশন, বাঁ দিকেরটায় থাকছে কুইক সেটিং। এর ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৯৮৯ প্রাইমারি ক্যামেরার সঙ্গে থাকছে ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গল ও ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। থাকছে লাইকার স্পেশাল ফটোগ্রাফিক স্টাইব ফিচার। পোর্ট্রেট মোডেও ছবি হবে দুর্দান্ত।
৮কে ভিডিও রেকর্ডিংয়ের সঙ্গেই থাকছে ৩২ মেগাপিক্সেল ইন ডিসপ্লে সেলফি ক্যামেরা। ১২০ ওয়াট হাইপার চার্জ সাপোর্ট। রয়েছে আবার বুস্ট মোড। যেখানে মাত্র ১৯ সেকেন্ডে ফুল চার্জ হবে। স্ট্যান্ডার্ড মোডে ২৪ মিনিটেই হয়ে যাবে ফুল চার্জ। এতে ৫০ ওয়াট ওয়্যারলেস টার্বো চার্জিংয়ের সঙ্গে থাকছে ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা। ৪৮২০ এমএএইচ ব্যাটারির সঙ্গে এসেছে ফোনটি।
শাওমির অনুমোদিত ডিলার ও যেকোনো শোরুমে পাওয়া যাবে শাওমি ১৩ ও শাওমি ১৩ প্রো। দাম ১ লাখ টাকা এবং ১ লাখ ৩৩ হাজার টাকা।
শাওমি ১৩ সিরিজের একাধিক মোবাইল ফোন বাজার মাতিয়েছে সাম্প্রতিক সময়ে। এবার একসঙ্গে বাজারে এসেছে শাওমি ১৩ ও শাওমি ১৩ প্রো। এই দুটি মোবাইল ফোনেই রয়েছে কোয়ালকমের সব থেকে শক্তিশালী প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেন ২। ফোনের পেছনের ক্যামেরা তৈরিতে শাওমিকে সাহায্য করেছে বিশ্বখ্যাত ক্যামেরা প্রস্তুতকারী সংস্থা লাইকা।
এই দুটি মোবাইল ফোনে রয়েছে ১২০ হার্জ ওএলইডি ডিসপ্লে। শাওমির দাবি, ১৩ সিরিজের ডিভাইসে ব্যবহৃত ডিসপ্লে উন্নত মানের এবং ব্যবহারকারীরা কোনো কিছুর অভাব অনুভব করবেন না। এগুলোর সর্বোচ্চ উজ্জ্বলতা ১ হাজার ৯০০ নিটস পর্যন্ত পৌঁছাতে সক্ষম, যেখানে বৈশ্বিকভাবে উজ্জ্বলতার হার ১ হাজার ২০০ নিটস। অথচ এই উজ্জ্বলতা পেতে ডিসপ্লেতে শক্তির ব্যবহার ২২ শতাংশ কম হবে। এই স্মার্টফোনে স্যামসাংয়ের হালনাগাদ ই৬ স্ক্রিন উপাদান ব্যবহার করা হয়েছে। শাওমি ১৩ সিরিজে থাকছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়া যাবে আইপি৬৮ ওয়াটার ও ডাস্ট রেসিস্ট্যান্স রেটিং।
শাওমি ১৩ প্রো দেখতে স্লিক হলেও একটি জায়ান্ট ক্যামেরা মডিউলের সঙ্গে আসছে মোবাইল ফোনটি। মডেলটির সাইড কার্ভের জন্য বেশ হ্যান্ডি এটি। ফোনের সঙ্গেই মিলছে একটি ট্রান্সপারেন্ট কেস। আইপি৬৮ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং এটির। তার সঙ্গে থাকছে বায়োসিরামিক বডি। ডুয়েল সিম অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে এটি। এই মোবাইল ফোনে রয়েছে ৬.৭৩ ইঞ্চি ওএলইডি ২কে ডিসপ্লে। সঙ্গে থাকছে ডলবি ভিশন ও এইচডিআর ১০+ সাপোর্ট। পাশাপাশি ৪০ হার্টজ টাচ স্যাম্পলিং ও ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট। সিরামিক হোয়াইট ও সিরামিক ব্ল্যাক—দুটি রঙে মিলবে ফোনটি।
এই মোবাইল ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরের সঙ্গে পাওয়া যাবে ১২ জিবি এলপিডিডিআর ৫×৮৫৩৩ এমবিপিএস র্যাম। তবে ইন্টারনাল স্টোরেজের দুটি ভেরিয়েন্ট মিলছে ফোনটির। একটি ২৫৬ জিবি ও অন্যটি ৫১২ জিবি ইউএফএস ৪.০ ইন্টারনাল মেমরি।
এই প্রথমবার নোটিফিকেশন শেডকে দুটি ভাগে ভেঙে নিতে পারবেন ইউজার। ডান দিকের উইন্ডোতে দেখাবে নোটিফিকেশন, বাঁ দিকেরটায় থাকছে কুইক সেটিং। এর ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৯৮৯ প্রাইমারি ক্যামেরার সঙ্গে থাকছে ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গল ও ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। থাকছে লাইকার স্পেশাল ফটোগ্রাফিক স্টাইব ফিচার। পোর্ট্রেট মোডেও ছবি হবে দুর্দান্ত।
৮কে ভিডিও রেকর্ডিংয়ের সঙ্গেই থাকছে ৩২ মেগাপিক্সেল ইন ডিসপ্লে সেলফি ক্যামেরা। ১২০ ওয়াট হাইপার চার্জ সাপোর্ট। রয়েছে আবার বুস্ট মোড। যেখানে মাত্র ১৯ সেকেন্ডে ফুল চার্জ হবে। স্ট্যান্ডার্ড মোডে ২৪ মিনিটেই হয়ে যাবে ফুল চার্জ। এতে ৫০ ওয়াট ওয়্যারলেস টার্বো চার্জিংয়ের সঙ্গে থাকছে ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা। ৪৮২০ এমএএইচ ব্যাটারির সঙ্গে এসেছে ফোনটি।
শাওমির অনুমোদিত ডিলার ও যেকোনো শোরুমে পাওয়া যাবে শাওমি ১৩ ও শাওমি ১৩ প্রো। দাম ১ লাখ টাকা এবং ১ লাখ ৩৩ হাজার টাকা।
ফেসবুক, ইনস্টাগ্রামসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া জায়ান্টেদের ওপর বৈশ্বিক আয়ের ৫ শতাংশ পর্যন্ত জরিমানা আরোপ করার পরিকল্পনা প্রত্যাহার করেছে অস্ট্রেলিয়া। চলতি বছরের প্রস্তাবিত একটি আইন অনুযায়ী, কোম্পানিগুলোর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জরিমানা আরোপ করার পরিকল্পনা করেছিল দেশটি।
২ ঘণ্টা আগেমার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
১৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
২ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
২ দিন আগে