মার্কিন সেনাবাহিনীর ২২ বিলিয়ন ডলারের কাজ পেল মাইক্রোসফট

প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২১, ১৭: ২৩

মার্কিন সেনাবাহিনীতে অগমেন্টেড রিয়েলিটি গিয়ার সরবরাহের কাজ পেয়েছে মাইক্রোসফট। আগামী এক দশকের মধ্যে ২ হাজার ২০০ কোটি (২২ বিলিয়ন) ডলার মূল্যমানের গিয়ার সরবরাহ করবে এ সফটওয়্যার জায়ান্ট।

গতকাল বুধবার মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদেনে জানানো হয়েছে, সেনাবাহিনীকে অগমেন্টেড রিয়েলিটি গিয়ার সরবরাহের জন্য টেন্ডারে সর্বনিম্ন দরদাতা হিসেবে মাইক্রোসফটকে বেছে নিয়েছে প্রতিরক্ষা বিভাগ।

এ ব্যাপারে মাইক্রোসফটের কর্মকর্তা অ্যালেক্স কিপম্যান জানান,  মাইক্রোসফটের রিয়েলিটি গিয়ারগুলো সেনাদেরকে অধিকতর নিরাপত্তা দেবে। সেই সঙ্গে তাদের দক্ষতায় যোগ করবে নতুন মাত্রা।

পেন্টাগনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, চুক্তিটি পাঁচ বছর পর  নবায়ন করার সুযোগ রাখা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত