অনলাইন ডেস্ক
অনেক সময় ব্যবহারকারীর অজান্তে পানি বা তরল পদার্থ কম্পিউটারে প্রবেশ করে ডিভাইসের ক্ষতি করতে পারে। এজন্য ‘লিউকুইডডিটেকশন’ নামে নতুন ফিচার নিয়ে এল অ্যাপল। ম্যাকের পোর্ট ও কিবোর্ডে পানি বা তরল পদার্থ ঢুকলে নতুন ফিচারটি ব্যবহারকারীকে সতর্ক করবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাও-এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ম্যাকওএস সোনোমার অপারেটিং সিস্টেমে নতুন ফিচারটি যুক্ত করা হয়েছে। এর ফলে ম্যাকের ডিভাইসের ক্ষতির সম্ভাবনা কমে যাবে।
ফিচারটি যেভাবে কাজ করে
লিউকুইডডিটেকশন একটি ব্যাকগ্রাউন্ড প্রক্রিয়া। এটি ম্যাকের টাইপ সি পোর্টে কাজ করে। পোর্টের ভেতর কোনো তরল পদার্থের উপস্থিতি যেমন–বৈদ্যুতিক প্রতিরোধের পরিবর্তন বা তাপমাত্রার পরিবর্তন চিহ্নিত করে এই ফিচার। কোনো তরল পদার্থ চিহ্নিত করলেই সঙ্গে সঙ্গে ব্যবহারকারীকে একটি নোটিফিকেশন পাঠাবে অ্যাপল। এর সঙ্গে যুক্ত অন্য ডিভাইসকে বিচ্ছিন্ন করার পরামর্শ দেবে অ্যাপল। ব্যবহারকারীদের তাৎক্ষণিক পদক্ষেপ নিতে এই নোটিফিকেশন পাঠানো হবে।
যেসব ম্যাক ব্যবহারকারী এই ধরনের ক্ষতি নিয়ে চিন্তিত তাদের টুলটি অনেক কাজে দেবে। টাইপ সি পোর্টে এমন পর্যবেক্ষণের মাধ্যমে ডিভাইস ঠিক করার ব্যয় কমানো যাবে এবং নষ্ট হওয়া থেকে ডিভাইসকে রক্ষা করা যাবে।
অ্যাপলের সীমিত ওয়ারেন্টি তরল পদার্থের ফলে সৃষ্ট ক্ষতিকে কভার করে না। এমনকি পানি নিরোধক আইফোন ও অ্যাপল ওয়াচের ক্ষেত্রেও ওয়ারেন্টি। এজন্য তরল পদার্থ চিহ্নিত করতে অ্যাপল বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে।
অ্যাপলের বিভিন্ন পণ্যে ‘লিকুইড কন্টাক্ট ইনডিকেটরস’ (এলসিআই) পাওয়া যায়। এগুলো এক ধরনের স্টিকার যেগুলো পানির সংস্পর্শে রং পরিবর্তন করে। প্রযুক্তিবিদদের জন্য এই সূচকগুলি ভিজ্যুয়াল সংকেত হিসাবে কাজ করে। কোনো ডিভাইস তরলের সংস্পর্শে এসেছে কিনা তা নির্ধারণ করতে এই স্টিকারগুলো সাহায্য করে।
অ্যাপল নিজস্ব ওয়েবসাইটে বলছে, ম্যাকের ল্যাপটপ, কম্পিউটার ও অ্যাপলের ওয়্যার ও ওয়্যারলেস কিবোর্ডে এলসিআই যুক্ত করা হয়েছে, যাতে এই পণ্যগুলি তরলের সংস্পর্শে এলে তা চিহ্নিত করা যায়।
অনেক সময় ব্যবহারকারীর অজান্তে পানি বা তরল পদার্থ কম্পিউটারে প্রবেশ করে ডিভাইসের ক্ষতি করতে পারে। এজন্য ‘লিউকুইডডিটেকশন’ নামে নতুন ফিচার নিয়ে এল অ্যাপল। ম্যাকের পোর্ট ও কিবোর্ডে পানি বা তরল পদার্থ ঢুকলে নতুন ফিচারটি ব্যবহারকারীকে সতর্ক করবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাও-এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ম্যাকওএস সোনোমার অপারেটিং সিস্টেমে নতুন ফিচারটি যুক্ত করা হয়েছে। এর ফলে ম্যাকের ডিভাইসের ক্ষতির সম্ভাবনা কমে যাবে।
ফিচারটি যেভাবে কাজ করে
লিউকুইডডিটেকশন একটি ব্যাকগ্রাউন্ড প্রক্রিয়া। এটি ম্যাকের টাইপ সি পোর্টে কাজ করে। পোর্টের ভেতর কোনো তরল পদার্থের উপস্থিতি যেমন–বৈদ্যুতিক প্রতিরোধের পরিবর্তন বা তাপমাত্রার পরিবর্তন চিহ্নিত করে এই ফিচার। কোনো তরল পদার্থ চিহ্নিত করলেই সঙ্গে সঙ্গে ব্যবহারকারীকে একটি নোটিফিকেশন পাঠাবে অ্যাপল। এর সঙ্গে যুক্ত অন্য ডিভাইসকে বিচ্ছিন্ন করার পরামর্শ দেবে অ্যাপল। ব্যবহারকারীদের তাৎক্ষণিক পদক্ষেপ নিতে এই নোটিফিকেশন পাঠানো হবে।
যেসব ম্যাক ব্যবহারকারী এই ধরনের ক্ষতি নিয়ে চিন্তিত তাদের টুলটি অনেক কাজে দেবে। টাইপ সি পোর্টে এমন পর্যবেক্ষণের মাধ্যমে ডিভাইস ঠিক করার ব্যয় কমানো যাবে এবং নষ্ট হওয়া থেকে ডিভাইসকে রক্ষা করা যাবে।
অ্যাপলের সীমিত ওয়ারেন্টি তরল পদার্থের ফলে সৃষ্ট ক্ষতিকে কভার করে না। এমনকি পানি নিরোধক আইফোন ও অ্যাপল ওয়াচের ক্ষেত্রেও ওয়ারেন্টি। এজন্য তরল পদার্থ চিহ্নিত করতে অ্যাপল বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে।
অ্যাপলের বিভিন্ন পণ্যে ‘লিকুইড কন্টাক্ট ইনডিকেটরস’ (এলসিআই) পাওয়া যায়। এগুলো এক ধরনের স্টিকার যেগুলো পানির সংস্পর্শে রং পরিবর্তন করে। প্রযুক্তিবিদদের জন্য এই সূচকগুলি ভিজ্যুয়াল সংকেত হিসাবে কাজ করে। কোনো ডিভাইস তরলের সংস্পর্শে এসেছে কিনা তা নির্ধারণ করতে এই স্টিকারগুলো সাহায্য করে।
অ্যাপল নিজস্ব ওয়েবসাইটে বলছে, ম্যাকের ল্যাপটপ, কম্পিউটার ও অ্যাপলের ওয়্যার ও ওয়্যারলেস কিবোর্ডে এলসিআই যুক্ত করা হয়েছে, যাতে এই পণ্যগুলি তরলের সংস্পর্শে এলে তা চিহ্নিত করা যায়।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
৭ ঘণ্টা আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
৯ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১০ ঘণ্টা আগেইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
১৩ ঘণ্টা আগে