অনলাইন ডেস্ক
সকল অ্যাপে ডকুমেন্ট স্ক্যানার ব্যবহার করার সুবিধা নিয়ে এল গুগল। ফলে অনিরাপদ স্ক্যানার অ্যাপ ব্যবহারের পরিবর্তে গুগল ড্রাইভের স্ক্যানার ফিচার ব্যবহার করে ব্যবহারকারীরা নিজেদের ডেটা সুরক্ষিত রাখতে পারবেন।
এক্স (টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে অ্যান্ড্রয়েড ফোনের বিশেষজ্ঞ মিশাল রহমান বলেন, গুগল ডকুমেন্টের স্ক্যানারের এপিআই (অ্যাপলিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) এখন কোম্পানির মেশিন লার্নিং (এমএল) কিটের সঙ্গে যুক্ত করা হয়েছে। এর ফলে ডকুমেন্ট স্ক্যানার ফিচার অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহার করা যাবে ও স্ক্যানার ব্যবহারের জন্য প্রতিবার ক্যামেরা ব্যবহারের অনুমতি দিতে হবে না।
গুগল প্লে সার্ভিসের ক্যামেরা ব্যবহারের অনুমতি দিয়েই ড্রাইভের স্ক্যানার ফিচারটি কাজ করবে।
কোনো অ্যাপের স্ক্যানার অপশনটি নির্বাচন করলেই পছন্দমতো ডকুমেন্ট স্ক্যান করা যাবে। স্ক্যান করার পর প্রয়োজন অনুসারে ডকুমেন্টটি এডিট, ফিল্টার ব্যবহার করা যাবে ও কোনো ছায়া থাকলে তাও সরানো যাবে। ভুলক্রমে ডকুমেন্ট উল্টোভাবে স্ক্যান করলেও এটি রোটেট করা যাবে। ব্যবহারকারী নিজস্ব ডিভাইসে হবে তাই এতে নিরাপত্তা ঝুঁকি নেই।
গত বছরে আগে গুগল ড্রাইভের ডকুমেন্টকে ভার্চুয়ালি আরও ভালোভাবে গুছিয়ে রাখতে ড্রাইভে স্ক্যানিং ফিচারে নতুন দুই আপডেট। ক্রপ ও রোটেট, ফিল্টার (অটো, কালার ও গ্রেস্কেলের অপশন), রিটেক ও ডিলিটের মতো টুলগুলো নিয়ে আসা হয় এসব আপডেটে। অটো ক্যাপচার মোডের মাধ্যমে ডকুমেন্ট স্ক্যান করা আরও সহজ হয়। এর মাধ্যমে ডকুমেন্টের সীমানা প্রতিবার সঠিকভাবে ক্যামেরা নির্বাচন করতে পারে। স্ক্যানারের এসব পরিবর্তন ছোট হলেও ডকুমেন্ট ভালোভাবে স্ক্যানিংয়ের জন্য এগুলো গুরুত্বপূর্ণ।
সকল অ্যাপে ডকুমেন্ট স্ক্যানার ব্যবহার করার সুবিধা নিয়ে এল গুগল। ফলে অনিরাপদ স্ক্যানার অ্যাপ ব্যবহারের পরিবর্তে গুগল ড্রাইভের স্ক্যানার ফিচার ব্যবহার করে ব্যবহারকারীরা নিজেদের ডেটা সুরক্ষিত রাখতে পারবেন।
এক্স (টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে অ্যান্ড্রয়েড ফোনের বিশেষজ্ঞ মিশাল রহমান বলেন, গুগল ডকুমেন্টের স্ক্যানারের এপিআই (অ্যাপলিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) এখন কোম্পানির মেশিন লার্নিং (এমএল) কিটের সঙ্গে যুক্ত করা হয়েছে। এর ফলে ডকুমেন্ট স্ক্যানার ফিচার অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহার করা যাবে ও স্ক্যানার ব্যবহারের জন্য প্রতিবার ক্যামেরা ব্যবহারের অনুমতি দিতে হবে না।
গুগল প্লে সার্ভিসের ক্যামেরা ব্যবহারের অনুমতি দিয়েই ড্রাইভের স্ক্যানার ফিচারটি কাজ করবে।
কোনো অ্যাপের স্ক্যানার অপশনটি নির্বাচন করলেই পছন্দমতো ডকুমেন্ট স্ক্যান করা যাবে। স্ক্যান করার পর প্রয়োজন অনুসারে ডকুমেন্টটি এডিট, ফিল্টার ব্যবহার করা যাবে ও কোনো ছায়া থাকলে তাও সরানো যাবে। ভুলক্রমে ডকুমেন্ট উল্টোভাবে স্ক্যান করলেও এটি রোটেট করা যাবে। ব্যবহারকারী নিজস্ব ডিভাইসে হবে তাই এতে নিরাপত্তা ঝুঁকি নেই।
গত বছরে আগে গুগল ড্রাইভের ডকুমেন্টকে ভার্চুয়ালি আরও ভালোভাবে গুছিয়ে রাখতে ড্রাইভে স্ক্যানিং ফিচারে নতুন দুই আপডেট। ক্রপ ও রোটেট, ফিল্টার (অটো, কালার ও গ্রেস্কেলের অপশন), রিটেক ও ডিলিটের মতো টুলগুলো নিয়ে আসা হয় এসব আপডেটে। অটো ক্যাপচার মোডের মাধ্যমে ডকুমেন্ট স্ক্যান করা আরও সহজ হয়। এর মাধ্যমে ডকুমেন্টের সীমানা প্রতিবার সঠিকভাবে ক্যামেরা নির্বাচন করতে পারে। স্ক্যানারের এসব পরিবর্তন ছোট হলেও ডকুমেন্ট ভালোভাবে স্ক্যানিংয়ের জন্য এগুলো গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
৭ ঘণ্টা আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
৯ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
৯ ঘণ্টা আগেইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
১৩ ঘণ্টা আগে