Ajker Patrika

বিজ্ঞাপনমুক্ত ফেসবুকের জন্য ফি নেবে মেটা

অনলাইন ডেস্ক
ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নে বিজ্ঞাপনবিহীন সাবস্ক্রিপশন বিকল্প চালু করেছে মেটা। ছবি: সংগৃহীত
ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নে বিজ্ঞাপনবিহীন সাবস্ক্রিপশন বিকল্প চালু করেছে মেটা। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের ফেসবুক ব্যবহারকারীদের জন্য সাবস্ক্রিপশন প্ল্যান বিকল্প চালু করার বিবেচনা করছে ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা। এই পরিকল্পনা অনুযায়ী, ব্যবহারকারীরা একটি নির্দিষ্ট ফি প্রদান করলে বিজ্ঞাপন দেখা ছাড়াই ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো মেটার প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতে পারবেন।

প্রতিষ্ঠানটি জানায়, ব্রিটিশ ভোক্তারা বিনা মূল্যে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারে। কারণ এগুলো ব্যক্তিগত বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ উপার্জন করে। তবে সম্প্রতি যুক্তরাজ্যে আর এ ধরনের বিজ্ঞাপন দেখাবে না মেটা। তাই কোম্পানিটি এ ধরনের সাবস্ক্রিপশন-ভিত্তিক সেবা দেওয়ার কথা ভাবছে।

এর আগে ব্যক্তিগত ডেটার ওপর ভিত্তি করে বিজ্ঞাপন প্রদর্শনের জন্য মেটার বিরুদ্ধে মামলা দায়ের করেন মানবাধিকারকর্মী তানিয়া ও’কারল। মেটা এই মামলা নিষ্পত্তি করে এবং তানিয়াকে ব্যক্তিগত বিজ্ঞাপন দেখাবে না বলে কথা দেয়।

গত শনিবার তথ্য কমিশনার অফিস (আইসিও) জানায়, ‘মেটা তার ব্যবহারকারীর তথ্য সরাসরি বিপণনের উদ্দেশ্যে প্রক্রিয়াকরণ করে’ এবং এতে সংশ্লিষ্ট ব্যক্তির ‘যুক্তরাজ্যের জিডিপিআর আইনের অধীনে ডেটা ব্যবহার বন্ধের পূর্ণ অধিকার রয়েছে।’

আইসিও আরও যোগ করে, ‘প্রতিষ্ঠানগুলোকে মানুষের তথ্য ব্যবহারের বিষয়ে তাদের পছন্দের প্রতি সম্মান জানাতে হবে এবং তারা মেটার সঙ্গে এ বিষয়ে আরও আলোচনা চালিয়ে যাবে।

নিজের লিংকডইনে তানিয়া ও’কারল বলেন, ‘মামলার নিষ্পত্তির মাধ্যমে মেটা সম্মত হয়েছে আমার ব্যক্তিগত ডেটা সরাসরি বিপণনের জন্য ব্যবহার করবে না। সহজ ভাষায়, এর মানে হলো যে আমাকে আর ফেসবুকে নজরদারিভিত্তিক বিজ্ঞাপন দেখানো হবে না।’

তিনি আরও বলেন, ‘এটি শুধু আমার জন্য নয়, বরং প্রতিটি যুক্তরাজ্য ও ইউরোপীয় নাগরিকের জন্য একটি জয়। এটি ওয়েবের অন্যান্য জায়গায়ও নজরদারি বিজ্ঞাপনের বিরুদ্ধে দাঁড়ানোর পথ উন্মুক্ত করবে।’

মেটার এক মুখপাত্র জানান, ‘তাঁরা এই দীর্ঘস্থায়ী মামলার একটি পরিষ্কার সমাপ্তি টানতে পেরে খুশি। তিনি আরও জানান, ‘আমরা তানিয়া ও’কারলের দাবির সঙ্গে একমত নই। কোনো ব্যবসাপ্রতিষ্ঠানকে তার সেবা বিনা মূল্যে দিতে বাধ্য করা উচিত নয়।’

ফেসবুকের মূল কোম্পানি মেটা বলে, ‘আমরা যুক্তরাজ্যের জিডিপিআর বাধ্যবাধকতাকে গুরুত্বের সঙ্গে নিই এবং আমাদের ব্যবহারকারীদের তাদের ডেটা ও বিজ্ঞাপন পছন্দের নিয়ন্ত্রণের জন্য শক্তিশালী সেটিংস ও টুলস প্রদান করি।’

মেটা আরও জানায়, ‘ফেসবুক ও ইনস্টাগ্রাম নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করতে প্রচুর অর্থ ব্যয় হয় এবং এই সেবা ব্রিটিশ ভোক্তাদের জন্য বিনা মূল্যে উপলব্ধ থাকে শুধু ব্যক্তিগতকৃত বিজ্ঞাপনের মাধ্যমে।’

ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নে বিজ্ঞাপনবিহীন সাবস্ক্রিপশনের বিকল্প চালু করেছে মেটা।

আইসিওর এক মুখপাত্র বলেছেন, ‘মানুষের অধিকার রয়েছে তাদের ব্যক্তিগত তথ্য সরাসরি বিপণনের জন্য ব্যবহার না করার বিষয়ে আপত্তি জানানো। আমরা পরিষ্কারভাবে বলেছি যে, অনলাইন লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন সরাসরি বিপণন হিসেবে বিবেচিত হওয়া উচিত।’

এ ছাড়া, তিনি উল্লেখ করেছেন, ‘যদি মানুষ মনে করেন কোনো প্রতিষ্ঠান তাঁদের ডেটা ব্যবহার বন্ধ করার অনুরোধ মানছে না, তাঁরা আমাদের কাছে অভিযোগ দায়ের করতে পারেন। আমরা মেটার সঙ্গে এ বিষয়ে আরও আলোচনা চালিয়ে যাব।’

তথ্যসূত্র: দ্য ইনডিপেন্ডেন্ট ইউকে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিয়াবাড়ীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের জিএমের রক্তাক্ত মরদেহ

ফেসবুকের রাজনীতি আর মাঠের রাজনীতি এক নয়: জারাকে সারজিসের জবাব

কিছুদিন আগে মানিব্যাগও ছিল না, এখন বিশাল শোডাউন কীভাবে—সারজিসকে ডা. তাসনিম

‘সারজিস নাগরিক পার্টি করতে পারলে আমরা কেন ছাত্রদল করতে পারব না’

চীনের আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস: দ্য হিন্দুকে প্রেস সচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত