অনলাইন ডেস্ক
অ্যান্ড্রয়েড স্মার্টফোনের স্টোরেজ বাঁচাতে অ্যাপ আর্কাইভ করার সুবিধা নিয়ে আসছে গুগল। এর ফলে কম ব্যবহৃত অ্যাপগুলোকে আর আনইনস্টল করতে হবে না। অ্যান্ড্রয়েড ১৫ আপডেটে এই ফিচার যুক্ত করবে গুগল।
এখন গুগল প্লে স্টোরে অ্যাপ আর্কাইভ করার ফিচার আছে। তবে এ জন্য অ্যাপগুলো গুগল মার্কেটপ্লেস থেকে ডাউনলোড করতে হয়। এই ফিচারে কোনো ম্যানুয়াল কন্ট্রোল নেই। অন্যান্য মার্কেটপ্লেস থেকে ডাউনলোড করা অ্যাপগুলো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আর্কাইভ করা যায় না।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদক মিশাল রহমান সর্বপ্রথম ফিচারটি লক্ষ্য করেন। অ্যান্ড্রয়েড ১৪ কিউপিআর ২ বেটা ২ আপডেটের কিছু কোডে এই ফিচার দেখা যায়। কোডের ভেতরে ‘আর্কাইভ’ ও ‘রিস্টোর’ অপশনও দেখতে পান মিশাল। অফিশিয়ালভাবে যুক্ত করা না হলেও ফিচারটি এসব কোডে দেখা গিয়েছে। মিশাল রহমান একটি অ্যাপ আর্কাইভ ও রিস্টোর করে দেখেন যে, ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর ডেটা জমা করে রাখে। তাই অ্যাপ রিস্টোরের পর ব্যবহারকারীকে পুনরায় সাইন ইন করতে হবে না। ফলে অ্যাপ আর্কাইভ করলে ডেটা হারানোর ভয়ও থাকবে না।
এই পরীক্ষায় রহমান নিজের উবার অ্যাপ আর্কাইভ করে দেখেন। এই অ্যাপ তার ফোনের ৩৮৭ এমবি স্টোরেজ দখল করে রাখে। আর্কাইভ করার পরে অ্যাপের সাইজ কমে ১৭ দশমিক ৬৪ এমবি হয়। অ্যাপের আইকোনের ওপরে একটি ক্লাউড আইকোনও দেখা যায়। অ্যাপে ক্লিক করলে পুনরায় অ্যাপটি দ্রুত ডাউনলোড ও ইনস্টল হবে। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে ক্লাউড আইকোনটি হারিয়ে যাবে। । আর অ্যাপটি চালু করলে নিজের অ্যাকাউন্টে সাইন ইন করা দেখাচ্ছিল।
গুগল প্লে স্টোর থেকে ফিচারটি ব্যবহার করার জন্য অ্যাপ স্টোরে ঢুকে নিজের প্রোফাইল আইকোনে ট্যাপ করুন। এর সেটিংস অপশন থেকে অটোমেটিক্যালি আর্কাইভ অ্যাপ অপশনে প্রবেশ করুন। তবে অ্যান্ড্রয়েড ফোনে ফিচারটি শুধু গুগলের প্লে স্টোরে ডাউনলোড করা অ্যাপের জন্য প্রযোজ্য যাবে।
যেসব স্মার্টফোনে স্টোরেজ কম সেগুলোর জন্য এই ফিচার কাজে লাগবে। জরুরি কারণে নতুন কোনো অ্যাপ ডাউনলোড করতে হলে বা উচ্চ মানের ছবি ও ভিডিও ধারণ করার জন্য ইনস্টল করা অ্যাপগুলো আর্কাইভ করা যাবে।
এই ফিচার ব্যবহার করার সুবিধা আইফোনে পাওয়া যায়। একে অ্যাপল ‘অ্যাপ অফলোডিং’ ফিচার বলে। তবে এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। কোন অ্যাপগুলো আর্কাইভ করা হবে তা ব্যবহারকারীরা নিয়ন্ত্রণ করতে পারে না।
সামনের কয়েকমাসের মধ্যে অ্যান্ড্রয়েড ১৫ ফিচার উন্মোচন করা হবে।
অ্যান্ড্রয়েড স্মার্টফোনের স্টোরেজ বাঁচাতে অ্যাপ আর্কাইভ করার সুবিধা নিয়ে আসছে গুগল। এর ফলে কম ব্যবহৃত অ্যাপগুলোকে আর আনইনস্টল করতে হবে না। অ্যান্ড্রয়েড ১৫ আপডেটে এই ফিচার যুক্ত করবে গুগল।
এখন গুগল প্লে স্টোরে অ্যাপ আর্কাইভ করার ফিচার আছে। তবে এ জন্য অ্যাপগুলো গুগল মার্কেটপ্লেস থেকে ডাউনলোড করতে হয়। এই ফিচারে কোনো ম্যানুয়াল কন্ট্রোল নেই। অন্যান্য মার্কেটপ্লেস থেকে ডাউনলোড করা অ্যাপগুলো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আর্কাইভ করা যায় না।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদক মিশাল রহমান সর্বপ্রথম ফিচারটি লক্ষ্য করেন। অ্যান্ড্রয়েড ১৪ কিউপিআর ২ বেটা ২ আপডেটের কিছু কোডে এই ফিচার দেখা যায়। কোডের ভেতরে ‘আর্কাইভ’ ও ‘রিস্টোর’ অপশনও দেখতে পান মিশাল। অফিশিয়ালভাবে যুক্ত করা না হলেও ফিচারটি এসব কোডে দেখা গিয়েছে। মিশাল রহমান একটি অ্যাপ আর্কাইভ ও রিস্টোর করে দেখেন যে, ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর ডেটা জমা করে রাখে। তাই অ্যাপ রিস্টোরের পর ব্যবহারকারীকে পুনরায় সাইন ইন করতে হবে না। ফলে অ্যাপ আর্কাইভ করলে ডেটা হারানোর ভয়ও থাকবে না।
এই পরীক্ষায় রহমান নিজের উবার অ্যাপ আর্কাইভ করে দেখেন। এই অ্যাপ তার ফোনের ৩৮৭ এমবি স্টোরেজ দখল করে রাখে। আর্কাইভ করার পরে অ্যাপের সাইজ কমে ১৭ দশমিক ৬৪ এমবি হয়। অ্যাপের আইকোনের ওপরে একটি ক্লাউড আইকোনও দেখা যায়। অ্যাপে ক্লিক করলে পুনরায় অ্যাপটি দ্রুত ডাউনলোড ও ইনস্টল হবে। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে ক্লাউড আইকোনটি হারিয়ে যাবে। । আর অ্যাপটি চালু করলে নিজের অ্যাকাউন্টে সাইন ইন করা দেখাচ্ছিল।
গুগল প্লে স্টোর থেকে ফিচারটি ব্যবহার করার জন্য অ্যাপ স্টোরে ঢুকে নিজের প্রোফাইল আইকোনে ট্যাপ করুন। এর সেটিংস অপশন থেকে অটোমেটিক্যালি আর্কাইভ অ্যাপ অপশনে প্রবেশ করুন। তবে অ্যান্ড্রয়েড ফোনে ফিচারটি শুধু গুগলের প্লে স্টোরে ডাউনলোড করা অ্যাপের জন্য প্রযোজ্য যাবে।
যেসব স্মার্টফোনে স্টোরেজ কম সেগুলোর জন্য এই ফিচার কাজে লাগবে। জরুরি কারণে নতুন কোনো অ্যাপ ডাউনলোড করতে হলে বা উচ্চ মানের ছবি ও ভিডিও ধারণ করার জন্য ইনস্টল করা অ্যাপগুলো আর্কাইভ করা যাবে।
এই ফিচার ব্যবহার করার সুবিধা আইফোনে পাওয়া যায়। একে অ্যাপল ‘অ্যাপ অফলোডিং’ ফিচার বলে। তবে এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। কোন অ্যাপগুলো আর্কাইভ করা হবে তা ব্যবহারকারীরা নিয়ন্ত্রণ করতে পারে না।
সামনের কয়েকমাসের মধ্যে অ্যান্ড্রয়েড ১৫ ফিচার উন্মোচন করা হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
৫ ঘণ্টা আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
৬ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
৭ ঘণ্টা আগেইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
১০ ঘণ্টা আগে