অনলাইন ডেস্ক
ছবি ও ভিডিও সংরক্ষণের প্ল্যাটফর্ম গুগল ফটোজের ওয়েব সংস্করণে একটি নতুন ব্যাকআপ ফিচার নিয়ে এসেছে গুগল। ফিচারটি কম্পিউটার থেকে ফোল্ডারকে ‘স্বয়ংক্রিয়ভাবে আপলোড’ করতে পারবে।
নতুন আপডেটের ফলে গুগল ফোটেজের ওয়েবসাইটে প্রবেশ করলেই গুগল কম্পিউটারের ফোল্ডারগুলোতে নতুন ছবি ও ভিডিও খুঁজে দেখবে এবং সেগুলো আপলোড করবে। এটি মূলত গুগল ড্রাইভের ডেস্কটপ অ্যাপের মতোই কাজ করবে। তবে এই সময়ে নিজের গুগল অ্যাকাউন্টে সাইন ইন থাকতে হবে।
এই ফিচারটি চালু করতে অ্যাপ বারে আপলোড বোতামে ট্যাপ ক্লিক করতে হবে এবং ‘ফোল্ডার ব্যাক আপ করুন’ অপশন নির্বাচন করুন। এর ফলে কম্পিউটারের ফোল্ডারগুলো ব্রাউজ করতে পারবেন এবং পছন্দের ফোল্ডার নির্বাচন করতে পারবেন। এরপর গুগল ফটোজকে আপনার নির্বাচিত ফোল্ডার ব্যাক আপ করার অনুমতি দিতে হবে।
আবার এই মেনু খুললে ‘ফোল্ডার ব্যাকআপ’ উইন্ডো দেখা যাবে। যেখানে নির্বাচিত ফাইলগুলো দেখা যাবে। প্রয়োজনমতো ফোল্ডারগুলো মুছে ফেলা যাবে এবং নতুন ফোল্ডার যুক্ত করা যাবে।
গুগল ফটোজের ‘ফোল্ডার ব্যাকআপ’ ফিচারটি এখন ডেস্কটপের ক্রোম ব্রাউজারে দেখা যাচ্ছে। এর মধ্যে ক্রোমবুকও অন্তর্ভুক্ত। স্মার্টফোনের ক্ষেত্রে এই ধরনের সুবিধা অনেক আগে থেকেই পাওয়া যায়।
তবে নতুন এই ফিচারের বেশ কিছু অসুবিধাও রয়েছে। গুগল ড্রাইভ ডেস্কটপ অ্যাপ ব্যাকগ্রাউন্ডে কাজ করে। তবে এই নতুন ফিচারের জন্য আপনাকে এখনো মাঝে মাঝে গুগল ফটোজের ওয়েবসাইটে যেতে হবে। তবে, এই ওয়েব ভিত্তিক ফিচারটি বেশ সুবিধাজনক।
পর্যায়ক্রমে সব ব্যবহারকারীরা এই সুবিধা পাবে।
ছবি ও ভিডিও সংরক্ষণের প্ল্যাটফর্ম গুগল ফটোজের ওয়েব সংস্করণে একটি নতুন ব্যাকআপ ফিচার নিয়ে এসেছে গুগল। ফিচারটি কম্পিউটার থেকে ফোল্ডারকে ‘স্বয়ংক্রিয়ভাবে আপলোড’ করতে পারবে।
নতুন আপডেটের ফলে গুগল ফোটেজের ওয়েবসাইটে প্রবেশ করলেই গুগল কম্পিউটারের ফোল্ডারগুলোতে নতুন ছবি ও ভিডিও খুঁজে দেখবে এবং সেগুলো আপলোড করবে। এটি মূলত গুগল ড্রাইভের ডেস্কটপ অ্যাপের মতোই কাজ করবে। তবে এই সময়ে নিজের গুগল অ্যাকাউন্টে সাইন ইন থাকতে হবে।
এই ফিচারটি চালু করতে অ্যাপ বারে আপলোড বোতামে ট্যাপ ক্লিক করতে হবে এবং ‘ফোল্ডার ব্যাক আপ করুন’ অপশন নির্বাচন করুন। এর ফলে কম্পিউটারের ফোল্ডারগুলো ব্রাউজ করতে পারবেন এবং পছন্দের ফোল্ডার নির্বাচন করতে পারবেন। এরপর গুগল ফটোজকে আপনার নির্বাচিত ফোল্ডার ব্যাক আপ করার অনুমতি দিতে হবে।
আবার এই মেনু খুললে ‘ফোল্ডার ব্যাকআপ’ উইন্ডো দেখা যাবে। যেখানে নির্বাচিত ফাইলগুলো দেখা যাবে। প্রয়োজনমতো ফোল্ডারগুলো মুছে ফেলা যাবে এবং নতুন ফোল্ডার যুক্ত করা যাবে।
গুগল ফটোজের ‘ফোল্ডার ব্যাকআপ’ ফিচারটি এখন ডেস্কটপের ক্রোম ব্রাউজারে দেখা যাচ্ছে। এর মধ্যে ক্রোমবুকও অন্তর্ভুক্ত। স্মার্টফোনের ক্ষেত্রে এই ধরনের সুবিধা অনেক আগে থেকেই পাওয়া যায়।
তবে নতুন এই ফিচারের বেশ কিছু অসুবিধাও রয়েছে। গুগল ড্রাইভ ডেস্কটপ অ্যাপ ব্যাকগ্রাউন্ডে কাজ করে। তবে এই নতুন ফিচারের জন্য আপনাকে এখনো মাঝে মাঝে গুগল ফটোজের ওয়েবসাইটে যেতে হবে। তবে, এই ওয়েব ভিত্তিক ফিচারটি বেশ সুবিধাজনক।
পর্যায়ক্রমে সব ব্যবহারকারীরা এই সুবিধা পাবে।
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১২ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১৪ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
১৭ ঘণ্টা আগে