অলকানন্দা রায়, ঢাকা
তোমারেই যেন ভালোবাসিয়াছি
শত রূপে শত বার
জনমে জনমে, যুগে যুগে অনিবার। …
—রবীন্দ্রনাথ ঠাকুর
আজ ভালোবাসার দিন। এই দিনে ভালোবাসার মানুষটিকে উপহার দিতে ভালোবাসেন প্রায় সবাই। অন্তহীন ভালোবাসার মানুষটির জন্য দারুণ কিছু উপহার কিনে দেওয়ার জন্য আপনার মনটিও নিশ্চয় আনচান করে।
আমাদের দৈনন্দিন জীবনে প্রযুক্তির ব্যবহার বেড়েছে অনেকখানি। দিনভর বিভিন্ন ধরনের গ্যাজেট ব্যবহার দেখলেই সেটা বোঝা যায়। এ কারণে প্রিয় মানুষটিকে কোনো একটি গ্যাজেট উপহার দিয়ে তাঁর জীবনে স্বচ্ছন্দ আনতে সাহায্য করতে পারেন।
মোবাইল ফোন
উপহার হিসেবে মোবাইল ফোনের তুলনা খুব কমই আছে। যাঁকে দিচ্ছেন, তাঁর কাজের ধরন, রুচি অনুযায়ী কিংবা সে মানুষটি পছন্দ করে এমন একটি মোবাইল ফোন উপহার দিতে পারেন। প্রিয়জনের ব্যক্তিত্বের সঙ্গে মিল রেখে মোবাইল কভারও উপহার দিতে ভুলবেন না।
ভিআর হেডসেট
ভার্চুয়াল রিয়েলিটির জনপ্রিয়তাও বেড়েছে। সম্প্রতি মেটাভার্সের ঘোষণার পরে ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আগ্রহ বেড়েছে আরও। এ সময় প্রিয় মানুষটিকে উপহার হিসেবে দিতে পারেন একটি ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট।
পোর্টেবল স্পিকার
যেকোনো জায়গায় গান শোনা কিংবা ভিডিও দেখার কাজ আরও উপভোগ্য করে তুলতে পারে একটি পোর্টেবল স্পিকার। ব্লুটুথের মাধ্যমে এই স্পিকারগুলো স্মার্টফোন ও অন্যান্য ডিভাইসের সঙ্গে সংযুক্ত হয়।
প্রিয় মানুষটি যদি গান শুনতে ভালোবাসেন, তবে তাঁকে উপহার দিন একটি পোর্টেবল ব্লুটুথ স্পিকার।
স্মার্টওয়াচ
স্বাস্থ্য সচেতনতার এই সময়ে স্মার্টওয়াচ হতে পারে দারুণ উপহার। প্রতিদিন ব্যবহার করা সামগ্রী হওয়ার কারণে প্রিয় মানুষটির সঙ্গে সব সময় থাকার দুর্লভ সুযোগ হাতছাড়া করাটা ঠিক হবে না। বাজারে এখন অনেক ব্র্যান্ডের ফ্যাশনেবল ডিজাইনের স্মার্টওয়াচ পাওয়া যায়। ফিচার বেছে সুন্দর ডিজাইনের একটি স্মার্টওয়াচ উপহার দিন প্রিয়জনকে।
ডিজিটাল ফটো ফ্রেম
ডিজিটাল ফটো ফ্রেম এখন স্মার্ট উপহার। নিজেদের কাটানো দারুণ সব স্মৃতি ধরে রাখা যাবে এই ডিজিটাল অ্যালবামে। নিজেদের সব সুখময় স্মৃতি ভালোবাসা হয়ে ভেসে উঠবে এসব ফ্রেমে।
বই পড়ার ডিভাইস
যাঁরা বই পড়তে পছন্দ করেন, তাঁদের উপহার দেওয়া যেতে পারে বই পড়ার বিভিন্ন ডিভাইস। বিভিন্ন ব্র্যান্ডের ডিভাইস পাওয়া যায় বাজারে। এগুলোর মধ্যে আছে আমাজনের কিন্ডলে, অ্যাপলের আইপ্যাড, বার্নস এবং নোবেলসের নুক, অনিক্স বক্স, পকেট বুক। এ ছাড়া আছে কোবোর বিভিন্ন মডেলের ই-রিডার, যেমন ক্লারা, ফরমা, লিবরা এইচ২ ও, নিয়া ইত্যাদি।
সেলফি স্টিক ও গিম্বলডেটে গিয়ে সেলফি বা কোনো ছবি তোলেন না এমন কাপলের দেখা মেলা ভার। সব কাপলই চান তাঁদের দেখা করার দিনগুলো ছবিতে ধরে রাখতে। আবার অনেক কাপল আছেন, যাঁরা সেলফি তুলতে ভালোবাসেন। মুহূর্তগুলো বৈচিত্র্যময় করে ধরে রাখার জন্য চাইলে সেলফিস্টিক আপনার ভালো অনুষঙ্গ হতে পারে। তা ছাড়া এখন যুগটা হলো ভিডিওর। তাই উপহার দেওয়ার তালিকায় থাকতে পারে গিম্বল। এ গ্যাজেট ভিডিও করার বিষয়টি আরও মসৃণ করে তুলতে পারে খুব সহজে।
অ্যাপল হোম পড
অ্যাপল হোম পডে পেয়ে যাবেন দুর্দান্ত সাউন্ড। বাড়িতে স্মার্ট ডিভাইস কানেক্ট করার ইচ্ছা থাকলে এই স্মার্ট স্পিকার আপনার প্রিয় মানুষটির জন্য একটি আদর্শ উপহার হয়ে উঠতে পারে। থাকছে টাচ কন্ট্রোল ও ভয়েস অ্যাসিস্ট্যান্ট।
সনির ওয়াকম্যান
আপনার প্রিয় মানুষটি যদি নব্বইয়ের দশকের হন, তবে আপনার ভালোবাসা দিবসের উপহার সনির ওয়াকম্যান তাঁকে শৈশবে নিয়ে যাবে। ওয়াকম্যানে ইন্টারনেট থেকে গান নামিয়ে শোনার সুবিধা দিচ্ছে সনি। নতুন ওয়াকম্যান চলবে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে। এতে থাকছে তারহীন ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুবিধা। ফলে ইন্টারনেট থেকে পছন্দের গান নামিয়ে শোনা যায়। শুধু তা-ই নয়, অনলাইন মিউজিক স্ট্রিমিং অ্যাপ স্পটিফাই বা ইউটিউব থেকে সরাসরি গানও শোনা সম্ভব। ৩২ গিগাবাইট ধারণক্ষমতার ওয়াকম্যানটি আসলে ডিজিটাল মিউজিক প্লেয়ার। কারণ, এতে এসডি কার্ডও ব্যবহার করা যায়।
মিউটক মাইক্রোফোন
ভিডিও গেম খেলার সময় নিজের অজান্তেই জোরে চিৎকার করেন অনেকে। আবার ইউটিউবাররা ভিডিও করার সময় কথা বলেন সব সময়। এসব কারণে আশপাশে থাকা ব্যক্তিরা বেশ বিরক্ত হন। আপনার প্রিয় মানুষটির এসব অভ্যাস থাকলে নিরুৎসাহিত না করে বরং উপহার দিন মিউটক নামের এ মাইক্রোফোনটি। এটি মুখের সঙ্গে যুক্ত করে যত জোরেই শব্দ করুক না কেন, কেউ শুনতে পাবে না।
সনির ভ্লগিং ক্যামেরা
আপনার ভালোবাসার মানুষটি যদি ঘরে বসে খাবার-রূপচর্চা ইত্যাদির ভিডিও তৈরির পাশাপাশি ভ্রমণের ভ্লগিং করেন, তবে তাঁকে উপহার দিতে পারেন জেভি-ওয়ানএফ মডেলের নতুন ভ্লগিং ক্যামেরা।
এসব ছাড়াও উপহার হতে পারে পাওয়ার ব্যাংক, ইয়ার বাড, ব্লুটুথ হেডফোন, ট্রিমার, ব্লুটুথ গেমপ্যাড, স্যামসাং টি৭ শিল্ড, পাসওয়ার্ডসহ পেন ড্রাইভ, স্মার্ট গগলস ইত্যাদি।
তোমারেই যেন ভালোবাসিয়াছি
শত রূপে শত বার
জনমে জনমে, যুগে যুগে অনিবার। …
—রবীন্দ্রনাথ ঠাকুর
আজ ভালোবাসার দিন। এই দিনে ভালোবাসার মানুষটিকে উপহার দিতে ভালোবাসেন প্রায় সবাই। অন্তহীন ভালোবাসার মানুষটির জন্য দারুণ কিছু উপহার কিনে দেওয়ার জন্য আপনার মনটিও নিশ্চয় আনচান করে।
আমাদের দৈনন্দিন জীবনে প্রযুক্তির ব্যবহার বেড়েছে অনেকখানি। দিনভর বিভিন্ন ধরনের গ্যাজেট ব্যবহার দেখলেই সেটা বোঝা যায়। এ কারণে প্রিয় মানুষটিকে কোনো একটি গ্যাজেট উপহার দিয়ে তাঁর জীবনে স্বচ্ছন্দ আনতে সাহায্য করতে পারেন।
মোবাইল ফোন
উপহার হিসেবে মোবাইল ফোনের তুলনা খুব কমই আছে। যাঁকে দিচ্ছেন, তাঁর কাজের ধরন, রুচি অনুযায়ী কিংবা সে মানুষটি পছন্দ করে এমন একটি মোবাইল ফোন উপহার দিতে পারেন। প্রিয়জনের ব্যক্তিত্বের সঙ্গে মিল রেখে মোবাইল কভারও উপহার দিতে ভুলবেন না।
ভিআর হেডসেট
ভার্চুয়াল রিয়েলিটির জনপ্রিয়তাও বেড়েছে। সম্প্রতি মেটাভার্সের ঘোষণার পরে ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আগ্রহ বেড়েছে আরও। এ সময় প্রিয় মানুষটিকে উপহার হিসেবে দিতে পারেন একটি ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট।
পোর্টেবল স্পিকার
যেকোনো জায়গায় গান শোনা কিংবা ভিডিও দেখার কাজ আরও উপভোগ্য করে তুলতে পারে একটি পোর্টেবল স্পিকার। ব্লুটুথের মাধ্যমে এই স্পিকারগুলো স্মার্টফোন ও অন্যান্য ডিভাইসের সঙ্গে সংযুক্ত হয়।
প্রিয় মানুষটি যদি গান শুনতে ভালোবাসেন, তবে তাঁকে উপহার দিন একটি পোর্টেবল ব্লুটুথ স্পিকার।
স্মার্টওয়াচ
স্বাস্থ্য সচেতনতার এই সময়ে স্মার্টওয়াচ হতে পারে দারুণ উপহার। প্রতিদিন ব্যবহার করা সামগ্রী হওয়ার কারণে প্রিয় মানুষটির সঙ্গে সব সময় থাকার দুর্লভ সুযোগ হাতছাড়া করাটা ঠিক হবে না। বাজারে এখন অনেক ব্র্যান্ডের ফ্যাশনেবল ডিজাইনের স্মার্টওয়াচ পাওয়া যায়। ফিচার বেছে সুন্দর ডিজাইনের একটি স্মার্টওয়াচ উপহার দিন প্রিয়জনকে।
ডিজিটাল ফটো ফ্রেম
ডিজিটাল ফটো ফ্রেম এখন স্মার্ট উপহার। নিজেদের কাটানো দারুণ সব স্মৃতি ধরে রাখা যাবে এই ডিজিটাল অ্যালবামে। নিজেদের সব সুখময় স্মৃতি ভালোবাসা হয়ে ভেসে উঠবে এসব ফ্রেমে।
বই পড়ার ডিভাইস
যাঁরা বই পড়তে পছন্দ করেন, তাঁদের উপহার দেওয়া যেতে পারে বই পড়ার বিভিন্ন ডিভাইস। বিভিন্ন ব্র্যান্ডের ডিভাইস পাওয়া যায় বাজারে। এগুলোর মধ্যে আছে আমাজনের কিন্ডলে, অ্যাপলের আইপ্যাড, বার্নস এবং নোবেলসের নুক, অনিক্স বক্স, পকেট বুক। এ ছাড়া আছে কোবোর বিভিন্ন মডেলের ই-রিডার, যেমন ক্লারা, ফরমা, লিবরা এইচ২ ও, নিয়া ইত্যাদি।
সেলফি স্টিক ও গিম্বলডেটে গিয়ে সেলফি বা কোনো ছবি তোলেন না এমন কাপলের দেখা মেলা ভার। সব কাপলই চান তাঁদের দেখা করার দিনগুলো ছবিতে ধরে রাখতে। আবার অনেক কাপল আছেন, যাঁরা সেলফি তুলতে ভালোবাসেন। মুহূর্তগুলো বৈচিত্র্যময় করে ধরে রাখার জন্য চাইলে সেলফিস্টিক আপনার ভালো অনুষঙ্গ হতে পারে। তা ছাড়া এখন যুগটা হলো ভিডিওর। তাই উপহার দেওয়ার তালিকায় থাকতে পারে গিম্বল। এ গ্যাজেট ভিডিও করার বিষয়টি আরও মসৃণ করে তুলতে পারে খুব সহজে।
অ্যাপল হোম পড
অ্যাপল হোম পডে পেয়ে যাবেন দুর্দান্ত সাউন্ড। বাড়িতে স্মার্ট ডিভাইস কানেক্ট করার ইচ্ছা থাকলে এই স্মার্ট স্পিকার আপনার প্রিয় মানুষটির জন্য একটি আদর্শ উপহার হয়ে উঠতে পারে। থাকছে টাচ কন্ট্রোল ও ভয়েস অ্যাসিস্ট্যান্ট।
সনির ওয়াকম্যান
আপনার প্রিয় মানুষটি যদি নব্বইয়ের দশকের হন, তবে আপনার ভালোবাসা দিবসের উপহার সনির ওয়াকম্যান তাঁকে শৈশবে নিয়ে যাবে। ওয়াকম্যানে ইন্টারনেট থেকে গান নামিয়ে শোনার সুবিধা দিচ্ছে সনি। নতুন ওয়াকম্যান চলবে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে। এতে থাকছে তারহীন ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুবিধা। ফলে ইন্টারনেট থেকে পছন্দের গান নামিয়ে শোনা যায়। শুধু তা-ই নয়, অনলাইন মিউজিক স্ট্রিমিং অ্যাপ স্পটিফাই বা ইউটিউব থেকে সরাসরি গানও শোনা সম্ভব। ৩২ গিগাবাইট ধারণক্ষমতার ওয়াকম্যানটি আসলে ডিজিটাল মিউজিক প্লেয়ার। কারণ, এতে এসডি কার্ডও ব্যবহার করা যায়।
মিউটক মাইক্রোফোন
ভিডিও গেম খেলার সময় নিজের অজান্তেই জোরে চিৎকার করেন অনেকে। আবার ইউটিউবাররা ভিডিও করার সময় কথা বলেন সব সময়। এসব কারণে আশপাশে থাকা ব্যক্তিরা বেশ বিরক্ত হন। আপনার প্রিয় মানুষটির এসব অভ্যাস থাকলে নিরুৎসাহিত না করে বরং উপহার দিন মিউটক নামের এ মাইক্রোফোনটি। এটি মুখের সঙ্গে যুক্ত করে যত জোরেই শব্দ করুক না কেন, কেউ শুনতে পাবে না।
সনির ভ্লগিং ক্যামেরা
আপনার ভালোবাসার মানুষটি যদি ঘরে বসে খাবার-রূপচর্চা ইত্যাদির ভিডিও তৈরির পাশাপাশি ভ্রমণের ভ্লগিং করেন, তবে তাঁকে উপহার দিতে পারেন জেভি-ওয়ানএফ মডেলের নতুন ভ্লগিং ক্যামেরা।
এসব ছাড়াও উপহার হতে পারে পাওয়ার ব্যাংক, ইয়ার বাড, ব্লুটুথ হেডফোন, ট্রিমার, ব্লুটুথ গেমপ্যাড, স্যামসাং টি৭ শিল্ড, পাসওয়ার্ডসহ পেন ড্রাইভ, স্মার্ট গগলস ইত্যাদি।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
৩ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
২০ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১ দিন আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১ দিন আগে