প্রযুক্তি ডেস্ক
আজ মঙ্গলবার ভারতের মুম্বাইয়ে অ্যাপলের প্রথম শো-রুম উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সিইও টিম কুক। উদ্বোধনকালে অ্যাপল ভক্তদের থেকে প্রচণ্ড সাড়া পান কুক। এই উদ্বোধন দেখতে সুদূর গুজরাট ও রাজস্থান থেকেও এসেছেন অ্যাপল ভক্তরা। অনেকেই আগের দিন সন্ধ্যা থেকে এখানে অপেক্ষা করছিলেন। একজন ভক্ত বলেন, তাঁরা ঘণ্টার পর ঘণ্টা খাবার এবং গোসল ছাড়াই দোকানের বাইরে ক্যাম্পিং করেছেন।
ভক্তরা কুককে তাঁদের অ্যাপল পণ্য দেখাচ্ছিলেন। এর মধ্যে একজন ৪০ বছরের পুরোনো একটি অ্যাপল কম্পিউটার নিয়ে আসেন। পুরোনো এই কম্পিউটার দেখে কুকের চেহারায় আনন্দ ছিল একদম স্পষ্ট।
ভক্তটি বলেন, ‘আমি ১৯৮৪ সালে এই কম্পিউটারটি কিনেছিলাম। এর পর থেকেই অ্যাপল পণ্য ব্যবহার করছি। আমি অ্যাপলের উন্নতির যাত্রা দেখাতে এটি নিয়ে এসেছি। এটি একটি ২ মেগাবাইটের, সাদাকালো কম্পিউটার। তবে এখন অ্যাপল ৪কে এমনকি ৮কে রেজ্যুলেশনের ডিসপ্লেও তৈরি করছে। অ্যাপল অনেক দূর এগিয়েছে।’
আরেকজন ভক্ত জানান, তিনি রাজস্থান থেকে এসেছেন। তিনি বলেন, ‘আমি সত্যিই অভিভূত কারণ আমি টিম কুকের সঙ্গে দেখা করার সুযোগ পেতে পারি। আমি ১০ বছর ধরে অ্যাপল পণ্য ব্যবহার করছি। আমার মনে হয় আমি আজকে কিছু কিনব, তবে এখনো নিশ্চিত না।’
তিনি আরও জানান, তিনি রাজস্থান থেকে মুম্বাইয়ে বিমানে এসেছেন এবং অ্যাপলের দ্বিতীয় স্টোরের উদ্বোধনের জন্য তিনি পরবর্তীতে দিল্লিও যাবেন।
আজ মঙ্গলবার ভারতের মুম্বাইয়ে অ্যাপলের প্রথম শো-রুম উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সিইও টিম কুক। উদ্বোধনকালে অ্যাপল ভক্তদের থেকে প্রচণ্ড সাড়া পান কুক। এই উদ্বোধন দেখতে সুদূর গুজরাট ও রাজস্থান থেকেও এসেছেন অ্যাপল ভক্তরা। অনেকেই আগের দিন সন্ধ্যা থেকে এখানে অপেক্ষা করছিলেন। একজন ভক্ত বলেন, তাঁরা ঘণ্টার পর ঘণ্টা খাবার এবং গোসল ছাড়াই দোকানের বাইরে ক্যাম্পিং করেছেন।
ভক্তরা কুককে তাঁদের অ্যাপল পণ্য দেখাচ্ছিলেন। এর মধ্যে একজন ৪০ বছরের পুরোনো একটি অ্যাপল কম্পিউটার নিয়ে আসেন। পুরোনো এই কম্পিউটার দেখে কুকের চেহারায় আনন্দ ছিল একদম স্পষ্ট।
ভক্তটি বলেন, ‘আমি ১৯৮৪ সালে এই কম্পিউটারটি কিনেছিলাম। এর পর থেকেই অ্যাপল পণ্য ব্যবহার করছি। আমি অ্যাপলের উন্নতির যাত্রা দেখাতে এটি নিয়ে এসেছি। এটি একটি ২ মেগাবাইটের, সাদাকালো কম্পিউটার। তবে এখন অ্যাপল ৪কে এমনকি ৮কে রেজ্যুলেশনের ডিসপ্লেও তৈরি করছে। অ্যাপল অনেক দূর এগিয়েছে।’
আরেকজন ভক্ত জানান, তিনি রাজস্থান থেকে এসেছেন। তিনি বলেন, ‘আমি সত্যিই অভিভূত কারণ আমি টিম কুকের সঙ্গে দেখা করার সুযোগ পেতে পারি। আমি ১০ বছর ধরে অ্যাপল পণ্য ব্যবহার করছি। আমার মনে হয় আমি আজকে কিছু কিনব, তবে এখনো নিশ্চিত না।’
তিনি আরও জানান, তিনি রাজস্থান থেকে মুম্বাইয়ে বিমানে এসেছেন এবং অ্যাপলের দ্বিতীয় স্টোরের উদ্বোধনের জন্য তিনি পরবর্তীতে দিল্লিও যাবেন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১৮ ঘণ্টা আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
২০ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
২০ ঘণ্টা আগেইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
১ দিন আগে