অনলাইন ডেস্ক
ফিজিক্যাল রিটেইল স্টোর চালু করতে যাচ্ছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। সহজ করে বলতে গেলে দোকান খুলছে মেটা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বার্লিনগেমে মেটা স্টোর নামের এই দোকান আগামী ৯ মে থেকে চালু হবে।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, মেটা প্ল্যাটফর্ম স্থানীয় সময় বুধবার দোকানটির প্রাথমিক কিছু বর্ণনা দিয়েছে। দোকানে কাস্টমাররা সংস্থাটির একাধিক হার্ডওয়্যার প্রোডাক্ট পেয়ে যাবেন বলে জানা গেছে; যেমন রে-ব্যান স্মার্ট গ্ল্যাস, ভিডিও কলিং ডিভাইস, ভিআর হেডসেটসহ নানা গ্যাজেট ও এক্সেসরিজ। আপনি চাইলে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন। কিংবা মেটা স্টোরে গিয়ে সরাসরি কিনতে পারবেন এসব পণ্য।
মেটার প্রধান নির্বাহী মার্ক জ়াকারবার্গ বলেন, ‘আমাদের পণ্য মানুষকে কীভাবে সংযুক্ত করতে পারে, তার একটা ধারণা দেওয়ার জন্য এই স্টোর খোলা হচ্ছে। মেটাভার্স বিশ্বের পরবর্তী বড় কম্পিউটিং প্ল্যাটফর্ম হতে পারে এবং এর দ্বারা মানুষ কীভাবে উপকৃত হতে পারেন, তারও ইঙ্গিত মিলবে এই মেটা স্টোর থেকে।’
মেটা স্টোরের প্রধান মার্টিন গিলিয়ার্ড একটি বিবৃতির মাধ্যমে জানান, ‘কীভাবে আমাদের পণ্যগুলো ভবিষ্যতে মেটাভার্সের গেটওয়ে হয়ে উঠতে পারে, মানুষের সঙ্গে সেই সংযোগ তৈরি করতে সাহায্য করবে মেটা স্টোর।’
মেটা স্টোরের যন্ত্রাংশ নিয়ে কাজ করা প্রোডাক্ট ম্যানেজমেন্টের পরিচালক মিকাহ কলিন্স বলেন, কোম্পানিটি অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে যা ব্যবহারকারীদের হেডসেট ছাড়াই পোর্টালের মাধ্যমে নিজেদের অ্যাভাটারকে কনফারেন্সে যুক্ত করতে সক্ষম হবে।
কলিন্স আরও বলেন, ‘অনেক পণ্য এখনো খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে মেটা স্টোর নিয়ে আমরা খুব আত্মবিশ্বাসী।’
ফিজিক্যাল রিটেইল স্টোর চালু করতে যাচ্ছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। সহজ করে বলতে গেলে দোকান খুলছে মেটা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বার্লিনগেমে মেটা স্টোর নামের এই দোকান আগামী ৯ মে থেকে চালু হবে।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, মেটা প্ল্যাটফর্ম স্থানীয় সময় বুধবার দোকানটির প্রাথমিক কিছু বর্ণনা দিয়েছে। দোকানে কাস্টমাররা সংস্থাটির একাধিক হার্ডওয়্যার প্রোডাক্ট পেয়ে যাবেন বলে জানা গেছে; যেমন রে-ব্যান স্মার্ট গ্ল্যাস, ভিডিও কলিং ডিভাইস, ভিআর হেডসেটসহ নানা গ্যাজেট ও এক্সেসরিজ। আপনি চাইলে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন। কিংবা মেটা স্টোরে গিয়ে সরাসরি কিনতে পারবেন এসব পণ্য।
মেটার প্রধান নির্বাহী মার্ক জ়াকারবার্গ বলেন, ‘আমাদের পণ্য মানুষকে কীভাবে সংযুক্ত করতে পারে, তার একটা ধারণা দেওয়ার জন্য এই স্টোর খোলা হচ্ছে। মেটাভার্স বিশ্বের পরবর্তী বড় কম্পিউটিং প্ল্যাটফর্ম হতে পারে এবং এর দ্বারা মানুষ কীভাবে উপকৃত হতে পারেন, তারও ইঙ্গিত মিলবে এই মেটা স্টোর থেকে।’
মেটা স্টোরের প্রধান মার্টিন গিলিয়ার্ড একটি বিবৃতির মাধ্যমে জানান, ‘কীভাবে আমাদের পণ্যগুলো ভবিষ্যতে মেটাভার্সের গেটওয়ে হয়ে উঠতে পারে, মানুষের সঙ্গে সেই সংযোগ তৈরি করতে সাহায্য করবে মেটা স্টোর।’
মেটা স্টোরের যন্ত্রাংশ নিয়ে কাজ করা প্রোডাক্ট ম্যানেজমেন্টের পরিচালক মিকাহ কলিন্স বলেন, কোম্পানিটি অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে যা ব্যবহারকারীদের হেডসেট ছাড়াই পোর্টালের মাধ্যমে নিজেদের অ্যাভাটারকে কনফারেন্সে যুক্ত করতে সক্ষম হবে।
কলিন্স আরও বলেন, ‘অনেক পণ্য এখনো খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে মেটা স্টোর নিয়ে আমরা খুব আত্মবিশ্বাসী।’
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
২১ ঘণ্টা আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১ দিন আগেইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
১ দিন আগে