শামীম সৈকত
প্রযুক্তির নিত্যনতুন উদ্ভাবন যেমন বিস্ময়কর, তেমনি সেগুলো ব্যস্ত জীবনকে করে সহজ ও দুশ্চিন্তামুক্ত। এমনই একটি উদ্ভাবন ‘প্রহরী’। এর মাধ্যমে আপনার প্রিয় গাড়িটি সুরক্ষিত থাকবে সহজে। গাড়ির লাইভ ট্র্যাকিং, মাইলেজ রিপোর্টসহ প্রতিদিন একটি গাড়ির সব ধরনের রিপোর্ট পাওয়া যাবে প্রহরী থেকে।
প্রহরী কী
প্রহরী হচ্ছে দেশে তৈরি প্রথম ভেহিকল ট্র্যাকার। এর মাধ্যমে ড্রাইভার ও গাড়ির নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতে। বাংলাদেশে ব্যবহৃত প্রায় সব ব্র্যান্ড ও মডেলের গাড়িতেই প্রহরী ব্যবহার করা যায় এবং সব জায়গা থেকে এটি ব্যবহার করা যায়।
প্রহরীর যত ফিচার
আপনার প্রিয় গাড়ির নিরাপত্তায় প্রহরী স্বল্পমূল্যে নিয়ে এসেছে অনন্য সব সেবা।
লাইভ ট্র্যাকিং
প্রহরীর লাইভ ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে জানা যাবে গাড়িটি যেখানে থাকার কথা সেখানে আছে কি না, গন্তব্যে পৌঁছেছে কি না। এতে লাইভ দেখা যাবে গাড়ি কোথায় এবং কোন রুট ব্যবহার করছে।
ইঞ্জিন লক
চুরি হওয়ার সঙ্গে সঙ্গে মোবাইলে এসএমএসের মাধ্যমে গাড়ির ইঞ্জিন অফ করে দেওয়া যাবে।
লাউড হর্ন
চোর গাড়ি চুরি করতে গেলেই লাউড হর্ন বেজে উঠবে।
এসি অন বা অফ নোটিফিকেশন
এসি কখন অন বা অফ করা হয়েছে, কতটুকু সময় চালানো হয়েছে, এসব তথ্য পাওয়া যাবে নোটিফিকেশনের মাধ্যমে।
মাইলেজ রিপোর্ট
গাড়ি কোন দিন কত কিলোমিটার চলেছে, একপলকে তা জানা যাবে মাইলেজ রিপোর্টে। এক বছরের মাইলেজ রিপোর্ট প্রহরীতে সংরক্ষণ থাকবে।
ফুয়েল মনিটরিং সিস্টেম
এর মাধ্যমে জানা যাবে, কোথায়, কতটুকু ফুয়েল বা তেল খরচ হয়েছে।
ডেইলি সামারি
সারা দিনে গাড়ি কোন পথে, কত পথ অতিক্রম করেছে, কতটুকু তেল খরচ হয়েছে, কতবার ইঞ্জিন অন বা অফ করা হয়েছে, এসি কতক্ষণ চালানো হয়েছে, এমনকি কোন দরজা কতবার খোলা হয়েছে—দিন শেষে এসএমএসের মাধ্যমে তা জানিয়ে দেবে প্রহরী।
ডেসটিনেশন অ্যালার্ট
আপনার সেট করে দেওয়া গন্তব্যে গাড়ি পৌঁছে গেছে কি না, তা অফিসে বা বাড়িতে বসে জানা যাবে এর মাধ্যমে।
ট্রাভেল হিস্টোরি মনিটরিং
গাড়ি কখন কোথায় আসা-যাওয়ার জন্য কোন পথ ব্যবহার করছে, তা এক ক্লিকেই মোবাইল ফোনে দেখা যাবে।
প্যানিক বাটন
ড্রাইভার যেকোনো ধরনের বিপদে পড়লে প্রহরীর দেওয়া প্যানিক বাটন আপনাকে সঙ্গে সঙ্গে সেটা জানতে সাহায্য করবে।
প্যাকেজ
অনেকেই নিজে গাড়ি চালান, কেউ আবার ড্রাইভার রাখেন। কিছু গাড়ি শুধু একজন ব্যবহার করেন, কিছু ব্যবহার করেন একাধিক মানুষ। ফ্লিট ম্যানেজারের ক্ষেত্রে সংখ্যাটা আবার কয়েক শ হতে পারে। ব্যবহারের এ ভিন্নতাকে বিবেচনায় রেখে লাইট, বেসিক, স্ট্যান্ডার্ড ও প্রিমিয়াম এই চার ধরনের সুপার সেভার প্যাকেজ দিচ্ছে প্রহরী ভেহিকল ট্র্যাকার।
লাইট প্যাকেজ মূল্য ৪,৯৯৯ টাকা এবং মাসিক চার্জ ৪৫০ টাকা, বেসিক প্যাকেজ মূল্য ৬,৯৯৯ টাকা এবং মাসিক চার্জ ৫০০ টাকা, স্ট্যান্ডার্ড প্যাকেজ মূল্য ৮,৯৯৯ টাকা এবং মাসিক চার্জ ৫৯৯ টাকা, প্রিমিয়াম ১১,৯৯৯ টাকা এবং মাসিক চার্জ ৬৯৯ টাকা। তবে চাইলে প্যাকেজ কাস্টমাইজ করে নেওয়া যাবে।
তথ্যসূত্র: প্রহরী ডট কম
প্রযুক্তির নিত্যনতুন উদ্ভাবন যেমন বিস্ময়কর, তেমনি সেগুলো ব্যস্ত জীবনকে করে সহজ ও দুশ্চিন্তামুক্ত। এমনই একটি উদ্ভাবন ‘প্রহরী’। এর মাধ্যমে আপনার প্রিয় গাড়িটি সুরক্ষিত থাকবে সহজে। গাড়ির লাইভ ট্র্যাকিং, মাইলেজ রিপোর্টসহ প্রতিদিন একটি গাড়ির সব ধরনের রিপোর্ট পাওয়া যাবে প্রহরী থেকে।
প্রহরী কী
প্রহরী হচ্ছে দেশে তৈরি প্রথম ভেহিকল ট্র্যাকার। এর মাধ্যমে ড্রাইভার ও গাড়ির নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতে। বাংলাদেশে ব্যবহৃত প্রায় সব ব্র্যান্ড ও মডেলের গাড়িতেই প্রহরী ব্যবহার করা যায় এবং সব জায়গা থেকে এটি ব্যবহার করা যায়।
প্রহরীর যত ফিচার
আপনার প্রিয় গাড়ির নিরাপত্তায় প্রহরী স্বল্পমূল্যে নিয়ে এসেছে অনন্য সব সেবা।
লাইভ ট্র্যাকিং
প্রহরীর লাইভ ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে জানা যাবে গাড়িটি যেখানে থাকার কথা সেখানে আছে কি না, গন্তব্যে পৌঁছেছে কি না। এতে লাইভ দেখা যাবে গাড়ি কোথায় এবং কোন রুট ব্যবহার করছে।
ইঞ্জিন লক
চুরি হওয়ার সঙ্গে সঙ্গে মোবাইলে এসএমএসের মাধ্যমে গাড়ির ইঞ্জিন অফ করে দেওয়া যাবে।
লাউড হর্ন
চোর গাড়ি চুরি করতে গেলেই লাউড হর্ন বেজে উঠবে।
এসি অন বা অফ নোটিফিকেশন
এসি কখন অন বা অফ করা হয়েছে, কতটুকু সময় চালানো হয়েছে, এসব তথ্য পাওয়া যাবে নোটিফিকেশনের মাধ্যমে।
মাইলেজ রিপোর্ট
গাড়ি কোন দিন কত কিলোমিটার চলেছে, একপলকে তা জানা যাবে মাইলেজ রিপোর্টে। এক বছরের মাইলেজ রিপোর্ট প্রহরীতে সংরক্ষণ থাকবে।
ফুয়েল মনিটরিং সিস্টেম
এর মাধ্যমে জানা যাবে, কোথায়, কতটুকু ফুয়েল বা তেল খরচ হয়েছে।
ডেইলি সামারি
সারা দিনে গাড়ি কোন পথে, কত পথ অতিক্রম করেছে, কতটুকু তেল খরচ হয়েছে, কতবার ইঞ্জিন অন বা অফ করা হয়েছে, এসি কতক্ষণ চালানো হয়েছে, এমনকি কোন দরজা কতবার খোলা হয়েছে—দিন শেষে এসএমএসের মাধ্যমে তা জানিয়ে দেবে প্রহরী।
ডেসটিনেশন অ্যালার্ট
আপনার সেট করে দেওয়া গন্তব্যে গাড়ি পৌঁছে গেছে কি না, তা অফিসে বা বাড়িতে বসে জানা যাবে এর মাধ্যমে।
ট্রাভেল হিস্টোরি মনিটরিং
গাড়ি কখন কোথায় আসা-যাওয়ার জন্য কোন পথ ব্যবহার করছে, তা এক ক্লিকেই মোবাইল ফোনে দেখা যাবে।
প্যানিক বাটন
ড্রাইভার যেকোনো ধরনের বিপদে পড়লে প্রহরীর দেওয়া প্যানিক বাটন আপনাকে সঙ্গে সঙ্গে সেটা জানতে সাহায্য করবে।
প্যাকেজ
অনেকেই নিজে গাড়ি চালান, কেউ আবার ড্রাইভার রাখেন। কিছু গাড়ি শুধু একজন ব্যবহার করেন, কিছু ব্যবহার করেন একাধিক মানুষ। ফ্লিট ম্যানেজারের ক্ষেত্রে সংখ্যাটা আবার কয়েক শ হতে পারে। ব্যবহারের এ ভিন্নতাকে বিবেচনায় রেখে লাইট, বেসিক, স্ট্যান্ডার্ড ও প্রিমিয়াম এই চার ধরনের সুপার সেভার প্যাকেজ দিচ্ছে প্রহরী ভেহিকল ট্র্যাকার।
লাইট প্যাকেজ মূল্য ৪,৯৯৯ টাকা এবং মাসিক চার্জ ৪৫০ টাকা, বেসিক প্যাকেজ মূল্য ৬,৯৯৯ টাকা এবং মাসিক চার্জ ৫০০ টাকা, স্ট্যান্ডার্ড প্যাকেজ মূল্য ৮,৯৯৯ টাকা এবং মাসিক চার্জ ৫৯৯ টাকা, প্রিমিয়াম ১১,৯৯৯ টাকা এবং মাসিক চার্জ ৬৯৯ টাকা। তবে চাইলে প্যাকেজ কাস্টমাইজ করে নেওয়া যাবে।
তথ্যসূত্র: প্রহরী ডট কম
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
২ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
২ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
২ দিন আগে