অনলাইন ডেস্ক
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট কোপাইলটের সাবস্ক্রিপশন ফি কমিয়েছে মাইক্রোসফট। আগের প্ল্যানের চেয়ে ১০ ডলার কম দিয়ে এই চ্যাটবট ব্যবহার করতে পারবেন তাঁরা। বিক্রি বাড়াতে প্রযুক্তি প্রতিষ্ঠানটি এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিং সার্চ ইঞ্জিনে বিনামূল্যে ব্যবহারের জন্য গত বছর এআইভিত্তিক চ্যাটবট কোপাইলট চালু করে মাইক্রোসফট। তখন বড় কোম্পানির জন্য মাসে ৩০ ডলার সাবস্ক্রিপশন ফি ধরা ছিল। এবং অন্তত ৩০০ জন সদস্য থাকার শর্ত ছিল।
এখন স্বতন্ত্র ব্যবহারকারীদের কোপাইলট প্রো সাবস্ক্রিপশনে প্রতি মাসে ২০ ডলার খরচ করতে হবে। এই সাবস্ক্রিপশনের মাধ্যমে মাইক্রোসফটের জনপ্রিয় অ্যাপলিকেশন ওয়ার্ড ও এক্সেলে এআইভিত্তিক টেক্সট–ড্রাফটিং, সাধারণ গণনা করা যাবে। সেই সঙ্গে গ্রাহকদের নতুন টুল ও জিপিটি–৪ টার্বো এর মতো এআই মডেল ব্যবহারের সুবিধা দেবে।
এর আগে মাইক্রোসফটের এআই চ্যাটবটটির লক্ষ্য ছিল বৃহত্তর ব্যবসা। মূল্য নির্ধারণের কৌশলটি ছোট ব্যবসা ও সাধারণ ব্যক্তিদের বাইরে রাখা করা হয়েছিল। নতুন ঘোষণায় কোম্পানিটি এই শর্ত বাদ দিয়েছে।
করপোরেট ভাইস প্রেসিডেন্ট জ্যারেড স্পাতারো বলেন, সমস্ত ব্যবসায়িক গ্রাহক এখন কোপাইলটে সাইন আপ করবে বলে আশা করছে মাইক্রোসফট।
এআই প্রযুক্তি ও ক্লাউড সফটওয়্যারের ব্যবসায়িক গ্রাহকদের জন্য মাইক্রোসফটের সঙ্গে প্রতিযোগিতা করছে গুগল।
মাইক্রোসফটের কোপাইলট প্রো ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক ভোক্তা বাজারে প্রবেশ করছে। চ্যাটজিপিটি চ্যাটবটের প্রতিষ্ঠাতা কোম্পানি ওপেএআইতে গত বছর বিনিয়োগ করে মাইক্রোসফট। প্রায় এক বছর আগে চ্যাটজিপিটি প্লাস নামে ২০ ডলার সাবস্ক্রিপশন ঘোষণা করা হয়। এর মাধ্যমে এআইভিত্তিক নতুন ফিচার ব্যবহারের সুবিধা দেওয়া হয়।
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট কোপাইলটের সাবস্ক্রিপশন ফি কমিয়েছে মাইক্রোসফট। আগের প্ল্যানের চেয়ে ১০ ডলার কম দিয়ে এই চ্যাটবট ব্যবহার করতে পারবেন তাঁরা। বিক্রি বাড়াতে প্রযুক্তি প্রতিষ্ঠানটি এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিং সার্চ ইঞ্জিনে বিনামূল্যে ব্যবহারের জন্য গত বছর এআইভিত্তিক চ্যাটবট কোপাইলট চালু করে মাইক্রোসফট। তখন বড় কোম্পানির জন্য মাসে ৩০ ডলার সাবস্ক্রিপশন ফি ধরা ছিল। এবং অন্তত ৩০০ জন সদস্য থাকার শর্ত ছিল।
এখন স্বতন্ত্র ব্যবহারকারীদের কোপাইলট প্রো সাবস্ক্রিপশনে প্রতি মাসে ২০ ডলার খরচ করতে হবে। এই সাবস্ক্রিপশনের মাধ্যমে মাইক্রোসফটের জনপ্রিয় অ্যাপলিকেশন ওয়ার্ড ও এক্সেলে এআইভিত্তিক টেক্সট–ড্রাফটিং, সাধারণ গণনা করা যাবে। সেই সঙ্গে গ্রাহকদের নতুন টুল ও জিপিটি–৪ টার্বো এর মতো এআই মডেল ব্যবহারের সুবিধা দেবে।
এর আগে মাইক্রোসফটের এআই চ্যাটবটটির লক্ষ্য ছিল বৃহত্তর ব্যবসা। মূল্য নির্ধারণের কৌশলটি ছোট ব্যবসা ও সাধারণ ব্যক্তিদের বাইরে রাখা করা হয়েছিল। নতুন ঘোষণায় কোম্পানিটি এই শর্ত বাদ দিয়েছে।
করপোরেট ভাইস প্রেসিডেন্ট জ্যারেড স্পাতারো বলেন, সমস্ত ব্যবসায়িক গ্রাহক এখন কোপাইলটে সাইন আপ করবে বলে আশা করছে মাইক্রোসফট।
এআই প্রযুক্তি ও ক্লাউড সফটওয়্যারের ব্যবসায়িক গ্রাহকদের জন্য মাইক্রোসফটের সঙ্গে প্রতিযোগিতা করছে গুগল।
মাইক্রোসফটের কোপাইলট প্রো ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক ভোক্তা বাজারে প্রবেশ করছে। চ্যাটজিপিটি চ্যাটবটের প্রতিষ্ঠাতা কোম্পানি ওপেএআইতে গত বছর বিনিয়োগ করে মাইক্রোসফট। প্রায় এক বছর আগে চ্যাটজিপিটি প্লাস নামে ২০ ডলার সাবস্ক্রিপশন ঘোষণা করা হয়। এর মাধ্যমে এআইভিত্তিক নতুন ফিচার ব্যবহারের সুবিধা দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১৩ ঘণ্টা আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১৫ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১৬ ঘণ্টা আগেইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
১৯ ঘণ্টা আগে