নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী ২৯ অক্টোবর থেকে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের আইফোন ১৩। কম্পিউটার প্রাইভেট লিমিটেডের (সিপিএল) মাধ্যমে একজন ক্রেতা ঢাকাসহ সারা দেশ থেকে আইফোন ১৩ মিনি, আইফোন ১৩, আইফোন ১৩ প্রো ও আইফোন ১৩ প্রো ম্যাক্স কেনার সুযোগ পাবেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আইফোন ১৩ এর প্রতিটি মডেলই ১২৮ ও ২৫৬ গিগাবাইট মেমোরিসহ পাওয়া যাবে। এ ছাড়া প্রথমবারের মতো ১ টেরাবাইট স্টোরেজ সুবিধা রাখছে আইফোন। এরই মধ্যে শুরু হয়েছে আইফোন ১৩ এর প্রি অর্ডার। অ্যাপলের বাংলাদেশে অনুমোদিত ই-কমার্স সাইট www.istore.bangladesh.com-এ ভিজিট করে দেওয়া যাবে প্রি-অর্ডার।
সিপিএলের চেয়ারম্যান রাকিবুল কবির বলেন, একজন ক্রেতা খুব সহজেই এই ওয়েবসাইটে প্রবেশ করে আইফোন ১৩ সিরিজের যে কোন মডেল প্রি-অর্ডার দিতে পারবেন। এ ছাড়া যে কোনো মডেলের আইফোনের আইএমইআই নম্বর দিয়ে চেক করে নিতে পারবেন আইফোন ১৩ আসল না নকল।
এ সময় নকল আইফোন কিনে প্রতারিত না হয়ে অনুমোদিত ডিলারের কাছ থেকে আইফোন কেনার পরামর্শ দেন রাকিবুল কবির।
নতুন আঙ্গিকে সাজানো আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স ব্যবহারকারীদের দিচ্ছে আইফোনের সর্বকালের সেরা প্রোক্যামেরা সিস্টেম, প্রো-মোশন সমৃদ্ধ সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে, উন্নত ব্যাটারি লাইফ এবং অ্যাপলের ডিজাইনকৃত ফাইভ-কোর জিপিইউ সংবলিত এ১৫ বায়োনিক চিপ। মসৃণ ও টেকসই ডিজাইনের আইফোন ১৩ ও আইফোন ১৩ মিনিতে ব্যবহারকারীরা পাচ্ছেন আইফোনের সর্বকালের সেরা ডুয়েল ক্যামেরা সিস্টেম এবং শক্তিশালী এ১৫ বায়োনিক চিপ। এ ছাড়া থাকছে ৫জি ইন্টারনেট ব্যবহারের সুবিধাও।
আইফোন ১৩ মিনি ও আইফোন ১৩ মডেলের ফোনগুলো গোলাপি, নীল, মিডনাইট, স্টারলাইট ও লাল কালারে পাওয়া যাবে। আইফোন ১৩ প্রো ও আইফোন ১৩ প্রো ম্যাক্স ফোনগুলো পাওয়া যাবে সিয়েরা ব্লু, সিলভার, গোল্ড ও গ্রাফাইট কালারে। এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টিসহ সিপিএল নির্ধারিত আইফোন ১৩ (১২৮ জিবি) এর দাম ১ লাখ ১৮ হাজার ৯৯৯ টাকা। আইফোন ১৩ (২৫৬ জিবি) এর দাম ১ লাখ ৩৩ হাজার ৪৯৯ টাকা। আইফোন ১৩ মিনি (১২৮ জিবি) এর দাম ১ লাখ ৩ হাজার টাকা। আইফোন ১৩ মিনি (২৫৬ জিবি) এর দাম ১ লাখ ১৮ হাজার ৯৯৯ টাকা। আইফোন ১৩ প্রো (১২৮ জিবি) এর দাম ১ লাখ ৪৭ হাজার ৯৯৯ টাকা। আইফোন ১৩ প্রো (২৫৬ জিবি) এর দাম ১ লাখ ৬২ হাজার ৯৯৯ টাকা। আইফোন ১৩ প্রো ম্যাক্স (১২৮ জিবি) এর দাম ১ লাখ ৬২ হাজার ৯৯৯ টাকা এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স (২৫৬ জিবি) এর দাম ১ লাখ ৭৬ হাজার ৯৯৯ টাকা।
ক্রেতাদের সুবিধার্থে আইফোন ১৩ সিরিজের হ্যান্ডসেটের প্রি-অর্ডারে থাকছে ২৪ মাস পর্যন্ত ইএমআই সুবিধা। এ ছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও সিটি ব্যাংকের কার্ডে থাকছে ১০ হাজার টাকা ক্যাশব্যাক অফার।
আগামী ২৯ অক্টোবর থেকে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের আইফোন ১৩। কম্পিউটার প্রাইভেট লিমিটেডের (সিপিএল) মাধ্যমে একজন ক্রেতা ঢাকাসহ সারা দেশ থেকে আইফোন ১৩ মিনি, আইফোন ১৩, আইফোন ১৩ প্রো ও আইফোন ১৩ প্রো ম্যাক্স কেনার সুযোগ পাবেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আইফোন ১৩ এর প্রতিটি মডেলই ১২৮ ও ২৫৬ গিগাবাইট মেমোরিসহ পাওয়া যাবে। এ ছাড়া প্রথমবারের মতো ১ টেরাবাইট স্টোরেজ সুবিধা রাখছে আইফোন। এরই মধ্যে শুরু হয়েছে আইফোন ১৩ এর প্রি অর্ডার। অ্যাপলের বাংলাদেশে অনুমোদিত ই-কমার্স সাইট www.istore.bangladesh.com-এ ভিজিট করে দেওয়া যাবে প্রি-অর্ডার।
সিপিএলের চেয়ারম্যান রাকিবুল কবির বলেন, একজন ক্রেতা খুব সহজেই এই ওয়েবসাইটে প্রবেশ করে আইফোন ১৩ সিরিজের যে কোন মডেল প্রি-অর্ডার দিতে পারবেন। এ ছাড়া যে কোনো মডেলের আইফোনের আইএমইআই নম্বর দিয়ে চেক করে নিতে পারবেন আইফোন ১৩ আসল না নকল।
এ সময় নকল আইফোন কিনে প্রতারিত না হয়ে অনুমোদিত ডিলারের কাছ থেকে আইফোন কেনার পরামর্শ দেন রাকিবুল কবির।
নতুন আঙ্গিকে সাজানো আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স ব্যবহারকারীদের দিচ্ছে আইফোনের সর্বকালের সেরা প্রোক্যামেরা সিস্টেম, প্রো-মোশন সমৃদ্ধ সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে, উন্নত ব্যাটারি লাইফ এবং অ্যাপলের ডিজাইনকৃত ফাইভ-কোর জিপিইউ সংবলিত এ১৫ বায়োনিক চিপ। মসৃণ ও টেকসই ডিজাইনের আইফোন ১৩ ও আইফোন ১৩ মিনিতে ব্যবহারকারীরা পাচ্ছেন আইফোনের সর্বকালের সেরা ডুয়েল ক্যামেরা সিস্টেম এবং শক্তিশালী এ১৫ বায়োনিক চিপ। এ ছাড়া থাকছে ৫জি ইন্টারনেট ব্যবহারের সুবিধাও।
আইফোন ১৩ মিনি ও আইফোন ১৩ মডেলের ফোনগুলো গোলাপি, নীল, মিডনাইট, স্টারলাইট ও লাল কালারে পাওয়া যাবে। আইফোন ১৩ প্রো ও আইফোন ১৩ প্রো ম্যাক্স ফোনগুলো পাওয়া যাবে সিয়েরা ব্লু, সিলভার, গোল্ড ও গ্রাফাইট কালারে। এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টিসহ সিপিএল নির্ধারিত আইফোন ১৩ (১২৮ জিবি) এর দাম ১ লাখ ১৮ হাজার ৯৯৯ টাকা। আইফোন ১৩ (২৫৬ জিবি) এর দাম ১ লাখ ৩৩ হাজার ৪৯৯ টাকা। আইফোন ১৩ মিনি (১২৮ জিবি) এর দাম ১ লাখ ৩ হাজার টাকা। আইফোন ১৩ মিনি (২৫৬ জিবি) এর দাম ১ লাখ ১৮ হাজার ৯৯৯ টাকা। আইফোন ১৩ প্রো (১২৮ জিবি) এর দাম ১ লাখ ৪৭ হাজার ৯৯৯ টাকা। আইফোন ১৩ প্রো (২৫৬ জিবি) এর দাম ১ লাখ ৬২ হাজার ৯৯৯ টাকা। আইফোন ১৩ প্রো ম্যাক্স (১২৮ জিবি) এর দাম ১ লাখ ৬২ হাজার ৯৯৯ টাকা এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স (২৫৬ জিবি) এর দাম ১ লাখ ৭৬ হাজার ৯৯৯ টাকা।
ক্রেতাদের সুবিধার্থে আইফোন ১৩ সিরিজের হ্যান্ডসেটের প্রি-অর্ডারে থাকছে ২৪ মাস পর্যন্ত ইএমআই সুবিধা। এ ছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও সিটি ব্যাংকের কার্ডে থাকছে ১০ হাজার টাকা ক্যাশব্যাক অফার।
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১ দিন আগে