
টিভিতে রসনা বিষয়ক অনুষ্ঠান হচ্ছে। দারুণ সব খাবারের ছবি ঘুরে বেড়াচ্ছে। এই দেখে যে কারও ইচ্ছে করতে পারে খাবারটি চেখে দেখার। কিন্তু হায় সে কেবলই টেলিভিশন। এই কপাল চাপড়ানোর দিন ফুরাল এবার। জাপানের এক প্রযুক্তিবিদ এমন প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে যে কেউ চাইলে টিভি স্ক্রিনের মাধ্যমে অন্তত দশ ধরনের স্বাদ নিতে পারবেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জাপানের মেইজি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোমেই মিয়াশিতা এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন যাকে তিনি বলছেন—টেস্ট দ্য টিভি। অর্থাৎ, টেলিভিশন স্ক্রিনের স্বাদ গ্রহণের আহ্বান জানাচ্ছেন তিনি। এ প্রযুক্তির মাধ্যমে টিভির পর্দা লেহন করে দর্শকেরা দশ ধরনের স্বাদ গ্রহণ করতে পারবেন।
সংবাদমাধ্যমগুলো অবশ্য এই প্রযুক্তির একটি জুতসই নামও দিয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে একে ‘নেটলিকস’ বলে উল্লেখ করা হচ্ছে।
অধ্যাপক হোমেই মিয়াশিতা এই প্রযুক্তির মাধ্যমে রাধুনিদের প্রশিক্ষিত করা যাবে বলে আশা প্রকাশ করেছেন। কিন্তু কত খরচা পড়বে? মিয়াশিতা বলছেন, বাণিজ্যিকভাবে তৈরি করলে এর দাম ৮৭৫ মার্কিন ডলার পড়তে পারে। নিজের তৈরি এই প্রযুক্তি সম্পর্কে তিনি রয়টার্সকে বলেন, নিজের ঘরে থেকেও দুনিয়ার আরেক প্রান্তের খাবারের স্বাদ যাতে মানুষ নিতে পারে, সে লক্ষ্যেই এ প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেন তিনি।
টিভি স্ক্রিনে স্বাদ ও গন্ধ স্প্রে করা ও তা থেকে স্বাদ গ্রহণের এই প্রযুক্তি নিয়ে অধ্যাপক মিয়াশিতা এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। তিনি এমন এক দুনিয়ার স্বপ্ন দেখেন, যেখানে মানুষ চাইলে সিনেমার মতোই স্বাদ ও গন্ধ ডাউনলোড করা যাবে।

টিভিতে রসনা বিষয়ক অনুষ্ঠান হচ্ছে। দারুণ সব খাবারের ছবি ঘুরে বেড়াচ্ছে। এই দেখে যে কারও ইচ্ছে করতে পারে খাবারটি চেখে দেখার। কিন্তু হায় সে কেবলই টেলিভিশন। এই কপাল চাপড়ানোর দিন ফুরাল এবার। জাপানের এক প্রযুক্তিবিদ এমন প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে যে কেউ চাইলে টিভি স্ক্রিনের মাধ্যমে অন্তত দশ ধরনের স্বাদ নিতে পারবেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জাপানের মেইজি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোমেই মিয়াশিতা এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন যাকে তিনি বলছেন—টেস্ট দ্য টিভি। অর্থাৎ, টেলিভিশন স্ক্রিনের স্বাদ গ্রহণের আহ্বান জানাচ্ছেন তিনি। এ প্রযুক্তির মাধ্যমে টিভির পর্দা লেহন করে দর্শকেরা দশ ধরনের স্বাদ গ্রহণ করতে পারবেন।
সংবাদমাধ্যমগুলো অবশ্য এই প্রযুক্তির একটি জুতসই নামও দিয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে একে ‘নেটলিকস’ বলে উল্লেখ করা হচ্ছে।
অধ্যাপক হোমেই মিয়াশিতা এই প্রযুক্তির মাধ্যমে রাধুনিদের প্রশিক্ষিত করা যাবে বলে আশা প্রকাশ করেছেন। কিন্তু কত খরচা পড়বে? মিয়াশিতা বলছেন, বাণিজ্যিকভাবে তৈরি করলে এর দাম ৮৭৫ মার্কিন ডলার পড়তে পারে। নিজের তৈরি এই প্রযুক্তি সম্পর্কে তিনি রয়টার্সকে বলেন, নিজের ঘরে থেকেও দুনিয়ার আরেক প্রান্তের খাবারের স্বাদ যাতে মানুষ নিতে পারে, সে লক্ষ্যেই এ প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেন তিনি।
টিভি স্ক্রিনে স্বাদ ও গন্ধ স্প্রে করা ও তা থেকে স্বাদ গ্রহণের এই প্রযুক্তি নিয়ে অধ্যাপক মিয়াশিতা এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। তিনি এমন এক দুনিয়ার স্বপ্ন দেখেন, যেখানে মানুষ চাইলে সিনেমার মতোই স্বাদ ও গন্ধ ডাউনলোড করা যাবে।

একসময় যুদ্ধ মানে ছিল সৈন্যের মুখোমুখি লড়াই। যুদ্ধক্ষেত্রে জয়-পরাজয় নির্ভর করত সৈন্যসংখ্যা, শারীরিক শক্তি ও সাহসের ওপর। কিন্তু সময় বদলেছে, বদলেছে যুদ্ধের গতি-প্রকৃতি। আধুনিক বিশ্বে যুদ্ধ শুধু রণাঙ্গনে সীমাবদ্ধ নেই; ছড়িয়ে পড়েছে মহাকাশ ও ডিজিটাল জগতে।
৪ ঘণ্টা আগে
সম্প্রতি এক সাইবার সিকিউরিটি গবেষক মাইক্রোসফট কোপাইলটে ত্রুটি খুঁজে পেয়েছেন, যা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে। ডেটা সিকিউরিটি রিসার্চ ফার্ম ভ্যারোনিস থ্রেট ল্যাবস একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
৫ ঘণ্টা আগে
আইফোন ১৬ থেকে অ্যাপল একটি নতুন ক্যামেরা কন্ট্রোল যুক্ত করেছে। এটি মোবাইল ফোনের পাশে থাকা একটি বিশেষ ধরনের কন্ট্রোল। শুরুতে অনেকে ভেবেছিলেন, এটি পেশাদার ক্যামেরার মতো শাটার বাটনের কাজ করবে। কিন্তু বাস্তবে তা হয়নি। তবু সঠিকভাবে ব্যবহার জানা থাকলে এই ক্যামেরা কন্ট্রোল বেশ কাজে লাগে।
৫ ঘণ্টা আগে
বাসায় গ্যাস নেই। আবার গ্যাস থাকলেও চাপ কম। এমন অবস্থা হলে ভাবতে হয় গ্যাসের বিকল্প কী হতে পারে। এ ক্ষেত্রে প্রথমে বিবেচনায় আসে ইনডাকশন ও ইনফ্রারেড চুলার কথা। দুটিই বিদ্যুতে চলে। তবে চুলা দুটির মধ্যে কিছু পার্থক্য রয়েছে।
৬ ঘণ্টা আগে