আইওএসের নতুন আপডেটে সারানো হয়েছে ৩০টি নিরাপত্তা ত্রুটি 

প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৩, ১৩: ১৬
আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৩: ৫৫

গত সোমবার (২৭ মার্চ) আইওএস ১৬ দশমিক ৪ এবং অন্যান্য সফটওয়্যারের আপডেট এনেছে অ্যাপল। একাধিক নতুন বৈশিষ্ট্য যেমন— নতুন ইমোজি, ওয়েব অ্যাপের নোটিফিকেশন ও অ্যাক্সেসিবিলিটিতে উন্নতির পাশাপাশি ৩০টির বেশি নিরাপত্তা ত্রুটি সারানো হয়েছে নতুন আপডেটে। 

অ্যাপলের ওয়েবসাইট অনুযায়ী, আইওএস ১৬ দশমিক ৪, ম্যাকওএস ভেনচুরা ১৩ দশমিক ৩, ওয়াচ ওএস ৯ দশমিক ৪ ও টিভি ওএস ১৬ দশমিক ৪ —     এ কয়েক ডজন নিরাপত্তা ত্রুটি ঠিক করা হয়েছে। উদাহরণস্বরূপ, অ্যাক্সেসিবিলিটি’র ফিচারগুলোতে একটি নিরাপত্তা ত্রুটি ছিল— এর মাধ্যমে তৃতীয় পক্ষের অ্যাপগুলো ব্যবহারকারীর ‘কন্টাক্ট’ এর তথ্য হাতিয়ে নিতে পারত। আরেকটি ত্রুটির ফলে তৃতীয় পক্ষের অ্যাপগুলো ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার সুযোগ পেত।  

অন্যান্য ত্রুটি অ্যাপল নিউরাল ইঞ্জিন, ক্যালেন্ডার, ক্যামেরা, কারপ্লে, ব্লুটুথ, ফাইন্ড মাই, আইক্লাউড, ফটো, পডকাস্ট ও সাফারির মতো  অংশগুলোকে আক্রান্ত করে। এগুলো সারিয়েছে অ্যাপল। এ ছাড়া কার্নেলে পাওয়া ত্রুটিও সারানো হয়েছে।

এদিকে অ্যাপল মিউজিকে সম্প্রতি দেখা দেয় নতুন এক ত্রুটি। এই ত্রুটির ফলে ব্যবহারকারীরা নিজের লাইব্রেরিতে ব্যবহারকারীর প্লেলিস্ট ও গান দেখতে পাচ্ছেন। রেডিটে এমন অভিযোগ জানিয়েছেন অনেক ব্যবহারকারী। এর মধ্যে কয়েকজন জানিয়েছেন, তাঁদের প্লেলিস্ট একেবারে উধাও বা অন্য কারও সঙ্গে অদলবদল হয়ে গেছে। 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ ম্যাকের প্রতিবেদন অনুযায়ী, এই ত্রুটি শুধু আইওএস অপারেটিং সিস্টেমে চালিত অ্যাপল মিউজিক অ্যাপেই দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এটি আইক্লাউডজনিত কোনো সমস্যা। অনেকে রেডিটে লিখেছেন, অ্যাপটির ‘আইক্লাউড সিংক’ সুবিধা বন্ধ করে পুনরায় চালুর পর সমস্যার সমাধান হয়েছে। 

অতীতেও একই ধরনের ‘আইক্লাউড সিংক’ সমস্যার মুখে পড়েছিল অ্যাপল। আইফোন-১৩ উন্মোচনের পরপরই যাঁরা অন্য কোনো ফোন থেকে ডেটা স্থানান্তর করেছিলেন তাঁরা তাঁদের মিউজিক লাইব্রেরিতে আর প্রবেশ করতে পারছিলেন না।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

ভারত ও তরুণ প্রজন্মের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত