অনলাইন ডেস্ক
যদি বলা হয়, মহাসমুদ্রে বিচরণ করা জাহাজে কোনো মানুষ নেই, তাহলে হয়তো বিষয়টি কল্পকাহিনির মতো শোনাবে। তবে কল্পকাহিনি বা ভবিষ্যৎ যেটাই বলা হোক না কেন, সেদিন আর খুব বেশি দূরে নয়। যখন মানুষ ছাড়াই একটি জাহাজ নিজে নিজেই সাগর-মহাসাগরগুলোতে ভেসে বেড়াতে পারবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, বর্তমানে নরওয়ের উপকূলের একটি খাঁড়িতে সবুজ রঙের এই জাহাজের দেখা মিলবে। তবে আনুষ্ঠানিকভাবে এটি এখনো যাত্রা শুরু করেনি। প্রথম দেখায় এটিকে আর দশটা জাহাজের মতোই দেখাবে। কিন্তু সেখানে আছে আধুনিক প্রযুক্তির ক্যামেরা, মাইক্রোফোন, রাডার, জিপিএস এবং প্রায় সব ধরনের স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে কার্যক্রম পরিচালনা করা বহুজাতিক কোম্পানি ওশান ইনফিনিটির রিমোট সিস্টেমের প্রধান কলিন ফিল্ড এই নতুন জাহাজটির সম্পর্কে বলেন, ‘জাহাজটিতে আমরা বেশ কিছু অত্যাধুনিক যন্ত্রপাতি যোগ করেছি এবং এটিকে এমনভাবে সাজিয়েছি, যাকে আমরা “রোবট” বলছি।’
ওশান ইনফিনিটির নতুন ‘আরমাডা’ প্রকল্পের অংশ হিসেবে জাহাজটি সমুদ্রে জরিপ ও তলদেশে তেল-গ্যাস অনুসন্ধানে ব্যবহার করা হবে। জাহাজটির দৈর্ঘ্য ৭৮ মিটার। এতে ১৬ জন মানুষের জায়গা হবে। সাধারণত এই আকারের এ ধরনের একটি জাহাজ পরিচালনার জন্য ৪০-৫০ জন মানুষের প্রয়োজন হতো। কোম্পানিটি মনে করছে, তারা আরও কম মানুষ দিয়ে জাহাজটি পরিচালনা করতে পারবে। কারণ, অধিকাংশ কাজই শত শত মাইল দূর থেকে পরিচালনা করা সম্ভব।
জাহাজটি নরওয়ের খাঁড়িতে থাকলেও সেটিকে পরিচালনা করা হচ্ছে ইংল্যান্ডের সাউদাম্পটনের ছোট একটি ঘর থেকে। ঘরটি দেখে মনে হতে পারে, কোনো সিনেমার সেটে কর্মযজ্ঞ চলছে। সেখানে ২০টি পৃথক স্টেশনের প্রতিটিতেই আছে গেমিং কনসোল ও টাচ স্ক্রিন। এই স্টেশনগুলো থেকেই সরাসরি জাহাজের ক্যামেরা ও সেনসর ব্যবহার করে পরিচালনার কাজ করা যায়।
যদি বলা হয়, মহাসমুদ্রে বিচরণ করা জাহাজে কোনো মানুষ নেই, তাহলে হয়তো বিষয়টি কল্পকাহিনির মতো শোনাবে। তবে কল্পকাহিনি বা ভবিষ্যৎ যেটাই বলা হোক না কেন, সেদিন আর খুব বেশি দূরে নয়। যখন মানুষ ছাড়াই একটি জাহাজ নিজে নিজেই সাগর-মহাসাগরগুলোতে ভেসে বেড়াতে পারবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, বর্তমানে নরওয়ের উপকূলের একটি খাঁড়িতে সবুজ রঙের এই জাহাজের দেখা মিলবে। তবে আনুষ্ঠানিকভাবে এটি এখনো যাত্রা শুরু করেনি। প্রথম দেখায় এটিকে আর দশটা জাহাজের মতোই দেখাবে। কিন্তু সেখানে আছে আধুনিক প্রযুক্তির ক্যামেরা, মাইক্রোফোন, রাডার, জিপিএস এবং প্রায় সব ধরনের স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে কার্যক্রম পরিচালনা করা বহুজাতিক কোম্পানি ওশান ইনফিনিটির রিমোট সিস্টেমের প্রধান কলিন ফিল্ড এই নতুন জাহাজটির সম্পর্কে বলেন, ‘জাহাজটিতে আমরা বেশ কিছু অত্যাধুনিক যন্ত্রপাতি যোগ করেছি এবং এটিকে এমনভাবে সাজিয়েছি, যাকে আমরা “রোবট” বলছি।’
ওশান ইনফিনিটির নতুন ‘আরমাডা’ প্রকল্পের অংশ হিসেবে জাহাজটি সমুদ্রে জরিপ ও তলদেশে তেল-গ্যাস অনুসন্ধানে ব্যবহার করা হবে। জাহাজটির দৈর্ঘ্য ৭৮ মিটার। এতে ১৬ জন মানুষের জায়গা হবে। সাধারণত এই আকারের এ ধরনের একটি জাহাজ পরিচালনার জন্য ৪০-৫০ জন মানুষের প্রয়োজন হতো। কোম্পানিটি মনে করছে, তারা আরও কম মানুষ দিয়ে জাহাজটি পরিচালনা করতে পারবে। কারণ, অধিকাংশ কাজই শত শত মাইল দূর থেকে পরিচালনা করা সম্ভব।
জাহাজটি নরওয়ের খাঁড়িতে থাকলেও সেটিকে পরিচালনা করা হচ্ছে ইংল্যান্ডের সাউদাম্পটনের ছোট একটি ঘর থেকে। ঘরটি দেখে মনে হতে পারে, কোনো সিনেমার সেটে কর্মযজ্ঞ চলছে। সেখানে ২০টি পৃথক স্টেশনের প্রতিটিতেই আছে গেমিং কনসোল ও টাচ স্ক্রিন। এই স্টেশনগুলো থেকেই সরাসরি জাহাজের ক্যামেরা ও সেনসর ব্যবহার করে পরিচালনার কাজ করা যায়।
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৩ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১৬ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
১৮ ঘণ্টা আগে