অনলাইন ডেস্ক
বিদ্যমান ‘পাখি’ লোগোকে বিদায় জানাচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। আজ রোববার টুইটারের মালিক ইলন মাস্ক নিজেই একাধিক টুইটে বিষয়টি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, প্রতিষ্ঠানটি টুইটারের জন্য নতুন লোগো খুঁজছে। এমনকি তিনি একটি সম্ভাব্য লোগোর প্রস্তাবও করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে—ইলন মাস্ক তাঁর এক টুইটে প্রতিষ্ঠানটির নতুন করে ব্যান্ডিং করা হবে উল্লেখ করে লিখেছেন, ‘খুব শিগগিরই আমরা টুইটারের বর্তমান ব্যান্ডিংকে বিদায় জানাব এবং ধীরে ধীরে টুইটারের সব পাখিকেও (লোগো) বিদায় জানানো হবে।’
ইলন মাস্ক জানান, টুইটারের নতুন লোগো হতে পারে ‘এক্স’-এর মতো। শনিবার দিবাগত রাতে করা এক টুইটে ইলন মাস্ক বলেন, ‘যদি আজ রাতেই কেউ “এক্স”-এর মতো কোনো ভালো লোগো পোস্ট করতে পারেন, তবে আমরা আগামীকালই তা ছড়িয়ে দেব বিশ্বজুড়ে।’
সেই টুইটের একটু পর মাস্ক আরও একটি শর্ট ভিডিও শেয়ার করেন। যেই ভিডিওতে একটি ‘এক্স’-এর মতো লোগো চমকিত হতে দেখা যায়। এর আগে টুইটারের স্পেস অডিওতে বলেছিলেন, ‘আমাকে অনেক আগেই জিজ্ঞেস করা হয়েছিল যে টুইটারের লোগো বদলানো উচিত কি না। আসলে আরও আগেই করা উচিত ছিল।’
গত বছরের অক্টোবরে মাস্ক টুইটার কেনার পর থেকেই প্রতিষ্ঠানটি বেশ অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। মাস্ক মালিকানা গ্রহণের পর কোম্পানিটি তাঁর মালিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে এক্স-কর্প রেখেছে। প্রতিষ্ঠানটি সেই তখন থেকেই একটি ‘সুপার অ্যাপ’ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
এদিকে মাস্ক টুইটারের লোগো পরিবর্তনের ইঙ্গিত দিলেও টুইটার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি।
বিদ্যমান ‘পাখি’ লোগোকে বিদায় জানাচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। আজ রোববার টুইটারের মালিক ইলন মাস্ক নিজেই একাধিক টুইটে বিষয়টি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, প্রতিষ্ঠানটি টুইটারের জন্য নতুন লোগো খুঁজছে। এমনকি তিনি একটি সম্ভাব্য লোগোর প্রস্তাবও করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে—ইলন মাস্ক তাঁর এক টুইটে প্রতিষ্ঠানটির নতুন করে ব্যান্ডিং করা হবে উল্লেখ করে লিখেছেন, ‘খুব শিগগিরই আমরা টুইটারের বর্তমান ব্যান্ডিংকে বিদায় জানাব এবং ধীরে ধীরে টুইটারের সব পাখিকেও (লোগো) বিদায় জানানো হবে।’
ইলন মাস্ক জানান, টুইটারের নতুন লোগো হতে পারে ‘এক্স’-এর মতো। শনিবার দিবাগত রাতে করা এক টুইটে ইলন মাস্ক বলেন, ‘যদি আজ রাতেই কেউ “এক্স”-এর মতো কোনো ভালো লোগো পোস্ট করতে পারেন, তবে আমরা আগামীকালই তা ছড়িয়ে দেব বিশ্বজুড়ে।’
সেই টুইটের একটু পর মাস্ক আরও একটি শর্ট ভিডিও শেয়ার করেন। যেই ভিডিওতে একটি ‘এক্স’-এর মতো লোগো চমকিত হতে দেখা যায়। এর আগে টুইটারের স্পেস অডিওতে বলেছিলেন, ‘আমাকে অনেক আগেই জিজ্ঞেস করা হয়েছিল যে টুইটারের লোগো বদলানো উচিত কি না। আসলে আরও আগেই করা উচিত ছিল।’
গত বছরের অক্টোবরে মাস্ক টুইটার কেনার পর থেকেই প্রতিষ্ঠানটি বেশ অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। মাস্ক মালিকানা গ্রহণের পর কোম্পানিটি তাঁর মালিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে এক্স-কর্প রেখেছে। প্রতিষ্ঠানটি সেই তখন থেকেই একটি ‘সুপার অ্যাপ’ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
এদিকে মাস্ক টুইটারের লোগো পরিবর্তনের ইঙ্গিত দিলেও টুইটার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি।
ইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
২ ঘণ্টা আগেওপেনএআই-এর প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রোপিক–এ আরও ৪ বিলিয়ন বা ৪০০ কোটি ডলার বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানি আমাজন। বড় প্রযুক্তি প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (জেনএআই) প্রযুক্তি ব্যবহার করার প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার কারণে ই-কমার্স জায়ান্টটি এই বিনিয়োগ করেছে। সং
৩ ঘণ্টা আগেএক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
২১ ঘণ্টা আগে