অনলাইন ডেস্ক
চীনের ওপর নির্ভরতা কমানোর প্রচেষ্টায় ২০২৩ সালে আইফোনের প্রায় ১৪ শতাংশ ভারতে তৈরি করেছে অ্যাপল। এজন্য ভারতে অনেক অর্থ বিনিয়োগ করেছে এই প্রযুক্তি কোম্পানি।
অ্যাপলের তথ্যদাতা ওয়েবসাইট নাইনটুফাইভম্যাক এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
প্রযুক্তিবিষয়ক বিশ্লেষক মিং–চি কু গত বুধবার বলেন, বিশ্বব্যাপী আইফোন রপ্তানির প্রায় ১২ থেকে ১৪ শতাংশ ভারতে সংযোজিত হয়েছে। ভারতে ৮০ শতাংশ আইফোন তৈরি করে ফক্সকন।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের মধ্যে চীনের চেংচৌ প্রদেশে ফক্সকনের উৎপাদন ৪৫ শতাংশ থেকে কমে ৩৫ শতাংশ হবে। থাই-ইউয়েন প্রদেশেও এই উৎপাদন ৮৫ শতাংশ থেকে কমে ৭৫ শতাংশ হতে পারে। লাক্সশেয়ার নামের আরেক কোম্পানিও আইফোন উৎপাদনের জন্য ভারতে ব্যবসা সরিয়ে নিচ্ছে।
বহু বছর ধরে আইফোন উৎপাদনের জন্য চীনের ওপর নির্ভর করত অ্যাপল। কিন্তু করোনা মহামারির পর স্বাস্থ্য ঝুঁকির জন্য চীনে আইফোনের সংযোজন বন্ধ করে অ্যাপল। এর ফলে প্রতি সপ্তাহে কয়েক বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয় কোম্পানিটি। এছাড়া যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব অ্যাপলের চীনের সরবরাহের ওপর প্রভাব ফেলে।
সম্প্রতি উৎপাদনে বৈচিত্র্য আনার কথা বিবেচনা করছে অ্যাপল। এ জন্য ব্রাজিল ও ভিয়েতনামে নতুন কারখানা স্থাপনের বিষয়ে ভাবছে। এছাড়া দীর্ঘমেয়াদে চীনকে প্রতিস্থাপন করার বিশাল সম্ভাবনা দেখিয়েছে ভারত।
প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে প্রায় ৭০০ কোটি ডলার মূল্যের আইফোনের উৎপাদন ভারতে সরিয়ে নিয়েছে অ্যাপল। আগামী পাঁচ বছরের মধ্যে এই সংখ্যা প্রায় ৪ হাজার কোটি ডলারে নিতে চায় অ্যাপল। প্রথমবারের মত চীনে উৎপাদনের পর কয়েক সপ্তাহের মধ্যে ভারতে আইফোন সংযোজন শুরু করে অ্যাপল।
প্রযুক্তিবিষয়ক কু বলছেন, ২০২৪ সালের শেষ দিকে ভারতের কারখানায় আইফোন ১৭ এর প্রাথমিক উৎপাদন শুরু হবে। এর ফলে চীনের ওপর অ্যাপলের নির্ভরতা আরও কমবে।
চীনের ওপর নির্ভরতা কমানোর প্রচেষ্টায় ২০২৩ সালে আইফোনের প্রায় ১৪ শতাংশ ভারতে তৈরি করেছে অ্যাপল। এজন্য ভারতে অনেক অর্থ বিনিয়োগ করেছে এই প্রযুক্তি কোম্পানি।
অ্যাপলের তথ্যদাতা ওয়েবসাইট নাইনটুফাইভম্যাক এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
প্রযুক্তিবিষয়ক বিশ্লেষক মিং–চি কু গত বুধবার বলেন, বিশ্বব্যাপী আইফোন রপ্তানির প্রায় ১২ থেকে ১৪ শতাংশ ভারতে সংযোজিত হয়েছে। ভারতে ৮০ শতাংশ আইফোন তৈরি করে ফক্সকন।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের মধ্যে চীনের চেংচৌ প্রদেশে ফক্সকনের উৎপাদন ৪৫ শতাংশ থেকে কমে ৩৫ শতাংশ হবে। থাই-ইউয়েন প্রদেশেও এই উৎপাদন ৮৫ শতাংশ থেকে কমে ৭৫ শতাংশ হতে পারে। লাক্সশেয়ার নামের আরেক কোম্পানিও আইফোন উৎপাদনের জন্য ভারতে ব্যবসা সরিয়ে নিচ্ছে।
বহু বছর ধরে আইফোন উৎপাদনের জন্য চীনের ওপর নির্ভর করত অ্যাপল। কিন্তু করোনা মহামারির পর স্বাস্থ্য ঝুঁকির জন্য চীনে আইফোনের সংযোজন বন্ধ করে অ্যাপল। এর ফলে প্রতি সপ্তাহে কয়েক বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয় কোম্পানিটি। এছাড়া যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব অ্যাপলের চীনের সরবরাহের ওপর প্রভাব ফেলে।
সম্প্রতি উৎপাদনে বৈচিত্র্য আনার কথা বিবেচনা করছে অ্যাপল। এ জন্য ব্রাজিল ও ভিয়েতনামে নতুন কারখানা স্থাপনের বিষয়ে ভাবছে। এছাড়া দীর্ঘমেয়াদে চীনকে প্রতিস্থাপন করার বিশাল সম্ভাবনা দেখিয়েছে ভারত।
প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে প্রায় ৭০০ কোটি ডলার মূল্যের আইফোনের উৎপাদন ভারতে সরিয়ে নিয়েছে অ্যাপল। আগামী পাঁচ বছরের মধ্যে এই সংখ্যা প্রায় ৪ হাজার কোটি ডলারে নিতে চায় অ্যাপল। প্রথমবারের মত চীনে উৎপাদনের পর কয়েক সপ্তাহের মধ্যে ভারতে আইফোন সংযোজন শুরু করে অ্যাপল।
প্রযুক্তিবিষয়ক কু বলছেন, ২০২৪ সালের শেষ দিকে ভারতের কারখানায় আইফোন ১৭ এর প্রাথমিক উৎপাদন শুরু হবে। এর ফলে চীনের ওপর অ্যাপলের নির্ভরতা আরও কমবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
৭ ঘণ্টা আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
৯ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১০ ঘণ্টা আগেইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
১৩ ঘণ্টা আগে