প্রযুক্তি ডেস্ক
প্রথমবারের মতো নিজেদের এআর (অগমেন্টেড রিয়্যালিটি) প্রযুক্তির হেডসেট তৈরি করেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। স্পেনের বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের (এমডব্লিওসি) প্রথম দিনে হেডসেটটি প্রদর্শন করে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, শাওমির হেডসেটে এক জোড়া মাইক্রো ওএলইডি ডিসপ্লে রয়েছে। শাওমি এটিকে একটি ‘রেটিনা-লেভেল’ ডিসপ্লে বলে দাবি করছে। হেডসেটটিতে দুটি মাইক্রোওএলইডি প্রযুক্তির কাচ থাকায় স্বচ্ছন্দে অগমেন্টেড রিয়্যালিটির ছবি দেখতে পাবেন ব্যবহারকারী। স্ন্যাপড্রাগন এক্সআর২ জেনারেশন ওয়ান প্রসেসরে চলা হেডসেটটি হাতের নড়াচড়ায় নিয়ন্ত্রণ করা যাবে।
শাওমির জানিয়েছে, ওয়্যারলেস প্রযুক্তি থাকায় নির্দিষ্ট মডেলের মোবাইল ফোনের সঙ্গে সংযুক্ত করে ব্যবহার করা যাবে হেডসেটটি। ফলে ফোনে থাকা বিভিন্ন অ্যাপ চালু বা বন্ধ করার পাশাপাশি ইউটিউব ও টিকটক ভিডিও বড় পর্দায় দেখার সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
বিশ্বের মুঠোফোন অপারেটরদের সংগঠন জিএসএমএ আয়োজিত চার দিনের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নিজেদের তৈরি হালনাগাদ প্রযুক্তিপণ্যের পাশাপাশি ভবিষ্যতে আসতে যাওয়া প্রযুক্তি প্রদর্শন করছে বিভিন্ন প্রতিষ্ঠান।
অনার, শাওমি এবং ওয়ানপ্লাস-এর মতো ব্র্যান্ডগুলো তাদের নতুন ডিভাইসগুলো এই মেলায় উন্মোচন করেছে। ওয়ানপ্লাস তাদের প্রথম ট্যাব ‘ওয়ানপ্লাস প্যাড’ প্রদর্শন করে। বুলিট গ্রুপ তাদের স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগে সক্ষম ‘মটোরোলা ডিফাই’ স্মার্টফোন প্রদর্শন করেছে এই মেলায়।
প্রথমবারের মতো নিজেদের এআর (অগমেন্টেড রিয়্যালিটি) প্রযুক্তির হেডসেট তৈরি করেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। স্পেনের বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের (এমডব্লিওসি) প্রথম দিনে হেডসেটটি প্রদর্শন করে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, শাওমির হেডসেটে এক জোড়া মাইক্রো ওএলইডি ডিসপ্লে রয়েছে। শাওমি এটিকে একটি ‘রেটিনা-লেভেল’ ডিসপ্লে বলে দাবি করছে। হেডসেটটিতে দুটি মাইক্রোওএলইডি প্রযুক্তির কাচ থাকায় স্বচ্ছন্দে অগমেন্টেড রিয়্যালিটির ছবি দেখতে পাবেন ব্যবহারকারী। স্ন্যাপড্রাগন এক্সআর২ জেনারেশন ওয়ান প্রসেসরে চলা হেডসেটটি হাতের নড়াচড়ায় নিয়ন্ত্রণ করা যাবে।
শাওমির জানিয়েছে, ওয়্যারলেস প্রযুক্তি থাকায় নির্দিষ্ট মডেলের মোবাইল ফোনের সঙ্গে সংযুক্ত করে ব্যবহার করা যাবে হেডসেটটি। ফলে ফোনে থাকা বিভিন্ন অ্যাপ চালু বা বন্ধ করার পাশাপাশি ইউটিউব ও টিকটক ভিডিও বড় পর্দায় দেখার সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
বিশ্বের মুঠোফোন অপারেটরদের সংগঠন জিএসএমএ আয়োজিত চার দিনের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নিজেদের তৈরি হালনাগাদ প্রযুক্তিপণ্যের পাশাপাশি ভবিষ্যতে আসতে যাওয়া প্রযুক্তি প্রদর্শন করছে বিভিন্ন প্রতিষ্ঠান।
অনার, শাওমি এবং ওয়ানপ্লাস-এর মতো ব্র্যান্ডগুলো তাদের নতুন ডিভাইসগুলো এই মেলায় উন্মোচন করেছে। ওয়ানপ্লাস তাদের প্রথম ট্যাব ‘ওয়ানপ্লাস প্যাড’ প্রদর্শন করে। বুলিট গ্রুপ তাদের স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগে সক্ষম ‘মটোরোলা ডিফাই’ স্মার্টফোন প্রদর্শন করেছে এই মেলায়।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ নতুন চারটি ফিচার চালু করল গুগল। প্রতারণামূলক বা স্ক্যাম বার্তা থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি ফিচারগুলো নিরাপদে লোকেশন শেয়ারের সুবিধা, ওয়েব ব্রাউজিংয়ের সময় দাম দেখা ও গাড়ি পার্ক করা অবস্থায় বিনোদন পাওয়ার সুযোগ দেবে।
৩ ঘণ্টা আগেসেমিকন্ডাক্টর শিল্পের ভর্তুকি আইন বাতিল করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য গত মঙ্গলবার মার্কিন আইনপ্রণেতাদের উদ্দ্যেশ্য তিনি বলেন, তাঁদের উচিত ২০২২ সালের ঐতিহাসিক দ্বিদলীয় আইনটি বাতিল করা। সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন ও তৈরির জন্য ৫২ দশমিক ৭ বিলিয়ন বা ৫ হাজার ২৭০ কোটি ডলার...
৪ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারসহ নতুন আইপ্যাড এয়ার উন্মোচন করেছে অ্যাপল। এই ডিভাইসে এম ৩ চিপ ব্যবহার করা হয়েছে। আইপ্যাড এয়ার এর এই নতুন সংস্করণটি ২০২২ সালের এম ১ আইপ্যাড এয়ার–এর চেয়েও দ্বিগুণ গতিতে কাজ করবে।
৫ ঘণ্টা আগেআমরা প্রায়ই হোয়াটসঅ্যাপে ছবি ও ভিডিও পাঠাই। তবে অনেক সময় পাঠানো ফাইলের গুণমান বা রেজল্যুশন কমে যায়। বিশেষ করে গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও শেয়ার করার সময় এটি সমস্যার কারণ হতে পারে। তবে হোয়াটসঅ্যাপে একটি সহজ সেটিং পরিবর্তন করলেই এই সমস্যা এড়িয়ে যাওয়া সম্ভব।
৯ ঘণ্টা আগে