পাওয়ার ব্যাংক হিসেবেও কাজ করবে এই স্মার্টফোন

অনলাইন ডেস্ক
আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১৭: ৪৯
Thumbnail image
এটি ব্ল্যাক স্ট্রম নাইট (কালো) ও লাইটনিং গোল্ড ডং (সোনালি) রঙে পাওয়া যাবে। ছবি: রিয়েলমি

ভিয়েতনামের বাজারে রিয়েলমি সি৭৫ মডেল নিয়ে এল চীনের কোম্পানি রিয়েলমি। এতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিয়ো জি৯২ ম্যাক্স। স্মার্টফোনটির বিশেষ বৈশিষ্ট্য হলো এতে রিভার্স চার্জিং ফিচার রয়েছে। অর্থাৎ এতে ইউএসবি টাইপ সি যুক্ত করে অন্য স্মার্টফোনে চার্জ দেওয়া যাবে। ফলে ফোনটি একটি পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করবে।

স্মার্টফোনটিতে ৬০০০ এমএইচ ব্যাটারি রয়েছে, যা ৪৫ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে প্রধার ক্যামেরা হিসেবে রয়েছে–৫০ মেগাপিক্সেল। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে–৮ মেগাপিক্সেল। ধূলা ও পানি প্রতিলোধের জন্য এর আইপি ৬৯ রেটিং রয়েছে।

রিয়েলমি সি৭৫ এর দাম ও রঙ

রিয়েমি সি৭৫ এর ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টান্যাল স্টোরেজের দাম ৫৬ লাখ ৯০ হাজার ভিয়েতনামিজ ডং বা প্রায় ২৬ হাজার ৮৪৭ টাকা।

রিয়েলমি সি৭৫ এর ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টানাল স্টোরেজের দাম ৬৪ লাখ ৯০ হাজার ভিয়েতনামিজ ডং বা প্রায় ৩০ হাজার ৬২২ টাকা।

রিয়েলমি সি৭৫ এর ৮ জিবি র‍্যাম ও ৫১২ জিবি ইন্টানাল স্টোরেজের দাম ৭৪ লাখ ৯০ হাজার ভিয়েতনামিজ ডং বা প্রায় ৩৫ হাজার ৩৪০ টাকা।

ডিসেম্বরের ১ তারিখ থেকে ফোনটি ভিয়েতনামে বিক্রি শুরু হবে। এটি ব্ল্যাক স্ট্রম নাইট (কালো) ও লাইটনিং গোল্ড ডং (সোনালি) রঙে পাওয়া যাবে।

রিয়েলমি সি৭৫ এর স্পেসিফিকেশন

পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল

সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল

নেটওয়ার্ক: ডুয়াল ৪ জি

আয়তন: ১৬৫.৬৯ x ৭৬.২২ x ৭.৯৯ এমএম

ওজন: ১৯৬ গ্রাম

সিম: ডুয়াল সিম

ডিসপ্লে: ৬.৭২-ইঞ্চি ফুল-এইচডি+ (২,৪০০ x ১,০৮০ পিক্সেল) আইপিএস এলসিডি স্ক্রিন

রিফ্রেশ রেট: ৯০ হার্টজ

টাচ স্যাম্পলিং রেট: ১৮০ হার্টজ

সাইজ: ৬.৭২ ইঞ্চি

রেজল্যুশন: ২,৪০০ x ১,০৮০ পিক্সেল

ব্রাইটনেস: ৬৯০ নিটস (পিক ব্রাইটনেস)

অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪-ভিত্তিক রিয়েলমিইউআই ৫.০

চিপসেট: মিডিয়াটেক হেলিয়ো জি৯২ ম্যাক্স।

সিপিইউ: অক্টা-কোর

জিপিইউ: মালি–জি ৫৭

র‍্যাম: ৮ জিবি

ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি (যথেষ্ট বিস্তৃত স্টোরেজ)

স্পিকার: স্টেরিও স্পিকার

ব্লুটুথ: ৫.০

এনএফসি: নেই

জিপিএস: আছে

ইনফারেড পোর্ট: নেই

রেডিও: নেই

ইউএসবি: ইউএসবি টাইপ-সি

ফিচার: মিনি ক্যাপস্যুল ৩.০ (হোল-পাঞ্চ কাটআউটের চারপাশে এলার্ট এবং নোটিফিকেশন দেখানোর সুবিধা)

ব্যাটারি: ৬,০০০ এমএএইচ

চার্জিং: ৪৫ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং

রঙ: কালো, সাদা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত