ফিচার ডেস্ক
প্রযুক্তির প্রসারের ফলে নতুন গ্যাজেট বাজারে আসছে নিয়মিত। বিনোদন থেকে শুরু করে দৈনন্দিন জীবন এবং কর্মক্ষেত্রেও সেগুলোর ব্যবহার ছড়িয়ে পড়েছে। তাই ব্যবহারকারীরা আশায় থাকে, কখন কোন গ্যাজেট প্রযুক্তির দুনিয়ায় ঝড় তুলবে। এরই মধ্যে স্যামসাং, অ্যাপল, গুগল, আমাজনের মতো অনেক বিগ টেক কোম্পানি তাদের নতুন প্রযুক্তির ঘোষণা দিয়েছে।
স্যামসাং এআর গ্লাসেস
অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তির দিকে বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো নজর দিয়েছে। স্যামসাং কয়েক বছর ধরে এআর প্রযুক্তি নিয়ে কাজ করছে। এবার প্রতিষ্ঠানটি এআর গ্লাস বাজারে আনার ঘোষণা দিয়েছে। এই গ্লাসের মাধ্যমে ব্যবহারকারীরা ভার্চুয়াল মিটিং, রিয়েল-টাইম ট্রান্সলেশনসহ বিভিন্ন ধরনের কাজ করতে পারবে।
আইপ্যাড ১১ জেনারেশন
এখন পর্যন্ত বাজারে অনেক ব্র্যান্ডের ট্যাবলেট থাকলেও ব্যবহারকারীদের আস্থা যেন আইপ্যাডেই রয়ে গেছে। ২০২২ সালে অ্যাপল তাদের আইপ্যাডের শেষ সংস্করণ বাজারে এনেছিল। ২০২৫ সালের মার্চে আসতে যাচ্ছে আইপ্যাডের ১১ প্রজন্ম।
গুগল পিক্সেল ওয়াচ ৪
গুগল পিক্সেল ওয়াচ ৪ আসতে যাচ্ছে ২০২৫ সালে। ব্যবহারকারীরা এতে পাবেন আরও ভালো ব্যাটারি লাইফ এবং উন্নত ফিটনেস ট্র্যাকিং ফিচার। এর আগে গুগল পিক্সেল ওয়াচ সিরিজের প্রথম তিনটি মডেল ২০২২ সালের অক্টোবর থেকে বাজারে আসা শুরু হয়।
স্যামসাং গ্যালাক্সি এস ২৫
গ্যালাক্সি এস ২৫ স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন। ২০২৫ সালের জানুয়ারিতে বাজারে আসতে পারে এটি। এই মোবাইল ফোনে নতুন স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ চিপ, উন্নত ক্যামেরা প্রযুক্তি এবং দ্রুত সফটওয়্যার আপডেটের সুবিধা থাকবে।
আমাজন অ্যালেক্সা
২০২৪ সালে বাজারে আসার কথা ছিল আমাজন অ্যালেক্সার নতুন ভার্সন। কিন্তু কিছু কাজ বাকি থাকায় জানানো হয়, ২০২৫ সালে আসবে তাদের এই স্মার্ট স্পিকার। এতে ব্যবহার করা হয়েছে আরও উন্নত প্রযুক্তি ও ভয়েস ফিচার। এ ছাড়া থাকছে উন্নত জেনারেটিভ এআই প্রযুক্তি।
অ্যাপল ম্যাকবুক প্রো
অ্যাপল তাদের ম্যাকবুক প্রো সিরিজের এম ৫ চিপ সংস্করণ আনতে যাচ্ছে ২০২৫ সালে। এতে থাকবে আরও উন্নত পারফরম্যান্স এবং দীর্ঘ ব্যাটারি লাইফ।
এক্সবক্স অ্যাডাপটিভ জয়স্টিক
মাইক্রোসফট তাদের এক্সবক্স অ্যাডাপটিভ কন্ট্রোলারের পরিপূরক হিসেবে নতুন অ্যাডাপটিভ জয়স্টিক আনতে যাচ্ছে। অফিশিয়াল ঘোষণা অনুযায়ী ২০২৫ সালের শুরুর দিকে এটি বাজারে আসবে। বিশেষভাবে শারীরিক প্রতিবন্ধী ব্যবহারকারীদের জন্য তৈরি হয়েছে জয়স্টিক। এটি ব্যবহারকারীদের এক্সবক্স কনসোল অথবা পিসির সঙ্গে সংযুক্ত করা যাবে।
সূত্র: শ্ল্যাশগিয়ার
প্রযুক্তির প্রসারের ফলে নতুন গ্যাজেট বাজারে আসছে নিয়মিত। বিনোদন থেকে শুরু করে দৈনন্দিন জীবন এবং কর্মক্ষেত্রেও সেগুলোর ব্যবহার ছড়িয়ে পড়েছে। তাই ব্যবহারকারীরা আশায় থাকে, কখন কোন গ্যাজেট প্রযুক্তির দুনিয়ায় ঝড় তুলবে। এরই মধ্যে স্যামসাং, অ্যাপল, গুগল, আমাজনের মতো অনেক বিগ টেক কোম্পানি তাদের নতুন প্রযুক্তির ঘোষণা দিয়েছে।
স্যামসাং এআর গ্লাসেস
অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তির দিকে বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো নজর দিয়েছে। স্যামসাং কয়েক বছর ধরে এআর প্রযুক্তি নিয়ে কাজ করছে। এবার প্রতিষ্ঠানটি এআর গ্লাস বাজারে আনার ঘোষণা দিয়েছে। এই গ্লাসের মাধ্যমে ব্যবহারকারীরা ভার্চুয়াল মিটিং, রিয়েল-টাইম ট্রান্সলেশনসহ বিভিন্ন ধরনের কাজ করতে পারবে।
আইপ্যাড ১১ জেনারেশন
এখন পর্যন্ত বাজারে অনেক ব্র্যান্ডের ট্যাবলেট থাকলেও ব্যবহারকারীদের আস্থা যেন আইপ্যাডেই রয়ে গেছে। ২০২২ সালে অ্যাপল তাদের আইপ্যাডের শেষ সংস্করণ বাজারে এনেছিল। ২০২৫ সালের মার্চে আসতে যাচ্ছে আইপ্যাডের ১১ প্রজন্ম।
গুগল পিক্সেল ওয়াচ ৪
গুগল পিক্সেল ওয়াচ ৪ আসতে যাচ্ছে ২০২৫ সালে। ব্যবহারকারীরা এতে পাবেন আরও ভালো ব্যাটারি লাইফ এবং উন্নত ফিটনেস ট্র্যাকিং ফিচার। এর আগে গুগল পিক্সেল ওয়াচ সিরিজের প্রথম তিনটি মডেল ২০২২ সালের অক্টোবর থেকে বাজারে আসা শুরু হয়।
স্যামসাং গ্যালাক্সি এস ২৫
গ্যালাক্সি এস ২৫ স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন। ২০২৫ সালের জানুয়ারিতে বাজারে আসতে পারে এটি। এই মোবাইল ফোনে নতুন স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ চিপ, উন্নত ক্যামেরা প্রযুক্তি এবং দ্রুত সফটওয়্যার আপডেটের সুবিধা থাকবে।
আমাজন অ্যালেক্সা
২০২৪ সালে বাজারে আসার কথা ছিল আমাজন অ্যালেক্সার নতুন ভার্সন। কিন্তু কিছু কাজ বাকি থাকায় জানানো হয়, ২০২৫ সালে আসবে তাদের এই স্মার্ট স্পিকার। এতে ব্যবহার করা হয়েছে আরও উন্নত প্রযুক্তি ও ভয়েস ফিচার। এ ছাড়া থাকছে উন্নত জেনারেটিভ এআই প্রযুক্তি।
অ্যাপল ম্যাকবুক প্রো
অ্যাপল তাদের ম্যাকবুক প্রো সিরিজের এম ৫ চিপ সংস্করণ আনতে যাচ্ছে ২০২৫ সালে। এতে থাকবে আরও উন্নত পারফরম্যান্স এবং দীর্ঘ ব্যাটারি লাইফ।
এক্সবক্স অ্যাডাপটিভ জয়স্টিক
মাইক্রোসফট তাদের এক্সবক্স অ্যাডাপটিভ কন্ট্রোলারের পরিপূরক হিসেবে নতুন অ্যাডাপটিভ জয়স্টিক আনতে যাচ্ছে। অফিশিয়াল ঘোষণা অনুযায়ী ২০২৫ সালের শুরুর দিকে এটি বাজারে আসবে। বিশেষভাবে শারীরিক প্রতিবন্ধী ব্যবহারকারীদের জন্য তৈরি হয়েছে জয়স্টিক। এটি ব্যবহারকারীদের এক্সবক্স কনসোল অথবা পিসির সঙ্গে সংযুক্ত করা যাবে।
সূত্র: শ্ল্যাশগিয়ার
হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট একটি বিশেষ ধরনের অ্যাকাউন্ট, যা ব্যবসায়িক উদ্দেশ্যে তৈরি করা হয়। এটি সাধারণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মতো হলেও এর মধ্যে বেশ কিছু অতিরিক্ত ফিচার রয়েছে। এই অ্যাকাউন্টের মাধ্যমে ব্যবসায়ীরা তাঁদের পণ্য বা সেবা-সম্পর্কিত তথ্য গ্রাহকদের কাছে দ্রুত এবং পেশাদারভাবে পৌঁছাতে পারেন
৩ ঘণ্টা আগেচীনে অতিসম্প্রতি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট ‘মানুস’ (যার মূল শব্দ ল্যাটিন থেকে আসা এবং অর্থ হাত) বৈশ্বিক প্রযুক্তি খাতকে চমকে দিয়েছে। এই এআই এজেন্ট নিজের সক্ষমতা প্রমাণ করেছে ঐতিহ্যগতভাবে হোয়াইট-কলার (বিশেষজ্ঞ) কর্মীদের সম্পাদিত কাজ নিজে করার মাধ্যমে। হংকংভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া...
১৯ ঘণ্টা আগেচীনা কোম্পানি ভিভো তার পরবর্তী বড় ফ্ল্যাগশিপ ফোন এক্স ২০০ আলট্রা উন্মোচনের জন্য প্রস্তুত। এটি চীনের বাজারে এপ্রিলের মাঝামাঝি থেকে শেষের দিকে আসতে পারে। ডিভাইসটি ইতিমধ্যে অনেক খবরের শিরোনামে উঠে এসেছে।
১৯ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক নতুন ভিডিও লেন্স নিয়ে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপচ্যাপ। নিজস্ব এআই মডেল ব্যবহার করে এসব লেন্স তৈরি করেছে কোম্পানিটি। এটি ব্যবহারকারীদের আরও বিস্ময়কর এবং বিনোদনমূলক উপায়ে তাদের ছবি বা ভিডিও শেয়ার করার সুযোগ দেবে।
২০ ঘণ্টা আগে