অনলাইন ডেস্ক
চীনের বাজার মাতানোর পর বিশ্বের বিভিন্ন দেশে আগামী ২৫ ফেব্রুয়ারি শাওমি ১৪ সিরিজ ছাড়া হবে। এই সিরিজের মধ্যে শাওমি ১৪ ও শাওমি ১৪ প্রো মডেল অন্তর্ভুক্ত। প্রথমবারের মতো শাওমির নতুন অপারেটিং সিস্টেম হাইপারওএস মডেলগুলোতে ব্যবহার করা হয়েছে। এছাড়া বিভিন্ন তথ্যসূত্রের মতে, এই সিরিজের সঙ্গে শাওমি আলট্রা মডেলও বাজারে আনা হতে পারে।
এক্সের পোস্টে শাওমির সিইও লি জুন বলেন, বিশ্ববাজারে ২৫ ফেব্রুয়ারি শাওমি ১৪ সিরিজ চালু করা হবে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডাব্লুসি) ২০২৪ ইভেন্ট আগেই সিরিজটি নিয়ে আসা হবে। এই ইভেন্ট ২৬–২৯ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে আলট্রা মডেলের উন্মোচনের তারিখ সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য দেয়নি কোম্পানিটি।
শাওমি ১৪ আলট্রাকে সম্প্রতি গিকবেঞ্চে দেখা গেছে। মডেলটি নিয়ে কিছু তথ্য ফাঁস হয়েছে।
শাওমি ১৪ আলট্রার সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: চারটি ক্যামেরা থাকবে। এর মধ্যে প্রধান ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি ৯০০ প্রাইমারি সেন্সর
ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি অ্যামোলেড
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩
জিপিইউ: অ্যাডরেনো ৭৫০
মেমোরি: ১৬ জিবি
ব্যাটারি: ৫,১৮০ এমএএইচ
চার্জিং: ৯০ ওয়াট ওয়্যারড ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং
শাওমি ১৪ ও শাওমি ১৪ প্রো চীনের বাজারে ছাড়া ফোনগুলোর মতো একই স্পেসিফিকেশনের হবে।
শাওমি ১৪ প্রো মডেলের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: লেসিয়া ব্র্যান্ডের তিনটি ক্যামেরা। ৫০ মেগাপিক্সেল অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস), ৫০ মেগাপিক্সেল টেলিফটো শুটার, ৫০ মেগাপিক্সেল সেন্সরের সঙ্গে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
ডিসপ্লে: ৬ দশমিক ৭৩ ইঞ্চি ২ কে এলটিপিও স্ক্রিন
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩
মেমোরি: ১৬ জিবি এলপিডিডিআর ৫ এক্স র্যাম
ইন্টারনাল স্টোরেজ: ১ টিবি পর্যন্ত
ব্যাটারি: ৪,৮৮০ এমএএইচ
চার্জিং: ১২০ ওয়াট ওয়্যারড, ৫০ ওয়াট ওয়্যারলেস ও ১০ ওয়াট ওয়্যারলেস রিভার্স চার্জিং
শাওমি ১৪ মডেলের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: লেসিয়া ব্র্যান্ডের তিনটি ক্যামেরা। ৫০ মেগাপিক্সেল অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস), ৫০ মেগাপিক্সেল টেলিফটো শুটার, ৫০ মেগাপিক্সেল সেন্সরের সঙ্গে আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স।
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
ডিসপ্লে: ৬ দশমিক ৩৬ ইঞ্চি এলপিটিও অ্যামোলেড
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩
ব্যাটারি: ৪,৬১০ এমএএইচ
চার্জিং: ৯০ ওয়াট ওয়্যারড, ৫০ ওয়াট ওয়্যারলেস ও ১০ ওয়াট ওয়্যারলেস রিভার্স চার্জিং
চীনে শাওমি ১৪ ও শাওমি ১৪ প্রো মডেলের দাম থেকে অন্যান্য জায়গায় দাম কেমন হবে তা ধারণা করা যায়।
চীনে শাওমি ১৪ ও শাওমি ১৪ প্রো মডেলের দাম
শাওমি ১৪ মডেলের ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ভার্সনের দাম ৫৪৬ ডলার, ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজের দাম ৫৮৭ ডলার।
আবার ১৬ জিবি ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ এবং ১৬ জিবি ও ৫১২ জিবি ইন্টারন্যাল স্টোরেজের দাম যথাক্রমে ৬২৮ ও ৬৮৩ ডলার।
এদিকে শাওমি ১৪ প্রোর দাম একটু বেশি। ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম ৬৮৩ ডলার এবং ১৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম ৭৫০ ডলার।
আবার শাওমি ১৪ প্রোর ১৬ জিবি ও ১ টিবি স্টোরেজ ভার্সনের দাম ৮১৯ ডলার। তবে টাইটেনিয়াম অ্যালয় ফ্রেমসহ ১৬ জিবি ও ১ টিবি ভার্সনের দাম ৮৮৮ ডলার।
সূত্র: গ্যাজেটস ৩৬০
চীনের বাজার মাতানোর পর বিশ্বের বিভিন্ন দেশে আগামী ২৫ ফেব্রুয়ারি শাওমি ১৪ সিরিজ ছাড়া হবে। এই সিরিজের মধ্যে শাওমি ১৪ ও শাওমি ১৪ প্রো মডেল অন্তর্ভুক্ত। প্রথমবারের মতো শাওমির নতুন অপারেটিং সিস্টেম হাইপারওএস মডেলগুলোতে ব্যবহার করা হয়েছে। এছাড়া বিভিন্ন তথ্যসূত্রের মতে, এই সিরিজের সঙ্গে শাওমি আলট্রা মডেলও বাজারে আনা হতে পারে।
এক্সের পোস্টে শাওমির সিইও লি জুন বলেন, বিশ্ববাজারে ২৫ ফেব্রুয়ারি শাওমি ১৪ সিরিজ চালু করা হবে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডাব্লুসি) ২০২৪ ইভেন্ট আগেই সিরিজটি নিয়ে আসা হবে। এই ইভেন্ট ২৬–২৯ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে আলট্রা মডেলের উন্মোচনের তারিখ সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য দেয়নি কোম্পানিটি।
শাওমি ১৪ আলট্রাকে সম্প্রতি গিকবেঞ্চে দেখা গেছে। মডেলটি নিয়ে কিছু তথ্য ফাঁস হয়েছে।
শাওমি ১৪ আলট্রার সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: চারটি ক্যামেরা থাকবে। এর মধ্যে প্রধান ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি ৯০০ প্রাইমারি সেন্সর
ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি অ্যামোলেড
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩
জিপিইউ: অ্যাডরেনো ৭৫০
মেমোরি: ১৬ জিবি
ব্যাটারি: ৫,১৮০ এমএএইচ
চার্জিং: ৯০ ওয়াট ওয়্যারড ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং
শাওমি ১৪ ও শাওমি ১৪ প্রো চীনের বাজারে ছাড়া ফোনগুলোর মতো একই স্পেসিফিকেশনের হবে।
শাওমি ১৪ প্রো মডেলের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: লেসিয়া ব্র্যান্ডের তিনটি ক্যামেরা। ৫০ মেগাপিক্সেল অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস), ৫০ মেগাপিক্সেল টেলিফটো শুটার, ৫০ মেগাপিক্সেল সেন্সরের সঙ্গে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
ডিসপ্লে: ৬ দশমিক ৭৩ ইঞ্চি ২ কে এলটিপিও স্ক্রিন
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩
মেমোরি: ১৬ জিবি এলপিডিডিআর ৫ এক্স র্যাম
ইন্টারনাল স্টোরেজ: ১ টিবি পর্যন্ত
ব্যাটারি: ৪,৮৮০ এমএএইচ
চার্জিং: ১২০ ওয়াট ওয়্যারড, ৫০ ওয়াট ওয়্যারলেস ও ১০ ওয়াট ওয়্যারলেস রিভার্স চার্জিং
শাওমি ১৪ মডেলের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: লেসিয়া ব্র্যান্ডের তিনটি ক্যামেরা। ৫০ মেগাপিক্সেল অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস), ৫০ মেগাপিক্সেল টেলিফটো শুটার, ৫০ মেগাপিক্সেল সেন্সরের সঙ্গে আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স।
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
ডিসপ্লে: ৬ দশমিক ৩৬ ইঞ্চি এলপিটিও অ্যামোলেড
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩
ব্যাটারি: ৪,৬১০ এমএএইচ
চার্জিং: ৯০ ওয়াট ওয়্যারড, ৫০ ওয়াট ওয়্যারলেস ও ১০ ওয়াট ওয়্যারলেস রিভার্স চার্জিং
চীনে শাওমি ১৪ ও শাওমি ১৪ প্রো মডেলের দাম থেকে অন্যান্য জায়গায় দাম কেমন হবে তা ধারণা করা যায়।
চীনে শাওমি ১৪ ও শাওমি ১৪ প্রো মডেলের দাম
শাওমি ১৪ মডেলের ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ভার্সনের দাম ৫৪৬ ডলার, ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজের দাম ৫৮৭ ডলার।
আবার ১৬ জিবি ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ এবং ১৬ জিবি ও ৫১২ জিবি ইন্টারন্যাল স্টোরেজের দাম যথাক্রমে ৬২৮ ও ৬৮৩ ডলার।
এদিকে শাওমি ১৪ প্রোর দাম একটু বেশি। ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম ৬৮৩ ডলার এবং ১৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম ৭৫০ ডলার।
আবার শাওমি ১৪ প্রোর ১৬ জিবি ও ১ টিবি স্টোরেজ ভার্সনের দাম ৮১৯ ডলার। তবে টাইটেনিয়াম অ্যালয় ফ্রেমসহ ১৬ জিবি ও ১ টিবি ভার্সনের দাম ৮৮৮ ডলার।
সূত্র: গ্যাজেটস ৩৬০
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
১৪ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১৬ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১৬ ঘণ্টা আগে