অনলাইন ডেস্ক
চলতি বছরেই উন্মোচন হতে পারে শাওমির ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সর্বশেষ সংযোজন শাওমি ১৫ প্রো। এই মডেল শাওমি ১৪ প্রো এর উত্তরসূরী যা গত বছর নভেম্বর বাজারে আসে। সম্প্রতি শাওমি ১৫ প্রোর রঙ এবং অন্যান্য ফিচার সম্পর্কিত কিছু তথ্য ফাঁস হয়েছে। নতুন মডেলটিতে জার্মানির জনপ্রিয় ক্যামেরা কোম্পানি লাইকার তৈরি তিনটি ক্যামেরা থাকতে পারে, যার মাধ্যমে আরও আকষর্ণীয় ছবি তোলা যাবে। এছাড়া ফাঁস হওয়া ছবি অনুযায়ী ফোনটি তিনটি রঙে পাওয়া যাবে।
রঙ
এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) তথ্য ফাঁসকারী বা টিপস্টার হিসেবে পরিচিতি অ্যাকাউন্ট ‘@That_Kartikey’ এবং প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্মার্টপ্রিক্স যৌথভাবে শাওমি ১৫ প্রো–এর ছবিগুলো প্রকাশ করে। ছবিতে দেখা যায় ফোনটি কালো, সাদা ও ধূসর রঙে থাকবে। এছাড়া শাওমি ১৪ প্রো–এর মতো একটি টাইটানিয়াম সংস্করণও নিয়ে আসা হতে পারে।
ডিজাইন
ছবি থেকে ক্যামেরার অবস্থানও বোঝা যায়। এলইডি ফ্ল্যাশসহ তিনটি ক্যামেরা ফোনটির পেছনে বাম পাশে কোনায় থাকবে। আবার ফোনটির বাম পাশের নিচের দিকে শাওমি ব্র্যান্ডের নামও লেখা থাকবে।
আর মডেলটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। অর্থাৎ স্ক্রিনের ওপরের আঙুলের ছাপ দিলেই ফোনটি খুলে যাবে।
শাওমি ১৫ প্রো এর সম্ভাব্য স্পেসিফিকেশন
স্মার্টপ্রিক্সের প্রতিবেদন অনুযায়ী ফোনটির স্পেসিফিকেশন তুলে ধরা হলো—
পেছনের ক্যামেরা: তিনটি ক্যামেরা থাকবে—লাইট ফিউসন ৯০০ সিরিজ সেন্সরসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, সনি এআইএমএক্স ৮৫৮ লেন্সসহ ৫০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও ৫ এক্স অপটিক্যাল জুমসহ টেলিফটো ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে ম্যাক্রো মোডও ছবি তোলা যাবে।
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
ডিসপ্লে: ৬ দশমিক ৭৮ ইঞ্চি ২কে কার্ভ অ্যামলেড স্ক্রিন
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪
র্যাম: ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১ টিবি (টেরাবাইট)
ব্যাটারি: ৬০০০ এমএএইচ
চার্জিং: ৯০ ওয়াট (ওয়্যারড) ও ৮০ ওয়াট (ওয়্যারলেস) ও ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং
অবশ্য নতুন স্মার্টফোনটিকে ঘিরে শাওমির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
চলতি বছরেই উন্মোচন হতে পারে শাওমির ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সর্বশেষ সংযোজন শাওমি ১৫ প্রো। এই মডেল শাওমি ১৪ প্রো এর উত্তরসূরী যা গত বছর নভেম্বর বাজারে আসে। সম্প্রতি শাওমি ১৫ প্রোর রঙ এবং অন্যান্য ফিচার সম্পর্কিত কিছু তথ্য ফাঁস হয়েছে। নতুন মডেলটিতে জার্মানির জনপ্রিয় ক্যামেরা কোম্পানি লাইকার তৈরি তিনটি ক্যামেরা থাকতে পারে, যার মাধ্যমে আরও আকষর্ণীয় ছবি তোলা যাবে। এছাড়া ফাঁস হওয়া ছবি অনুযায়ী ফোনটি তিনটি রঙে পাওয়া যাবে।
রঙ
এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) তথ্য ফাঁসকারী বা টিপস্টার হিসেবে পরিচিতি অ্যাকাউন্ট ‘@That_Kartikey’ এবং প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্মার্টপ্রিক্স যৌথভাবে শাওমি ১৫ প্রো–এর ছবিগুলো প্রকাশ করে। ছবিতে দেখা যায় ফোনটি কালো, সাদা ও ধূসর রঙে থাকবে। এছাড়া শাওমি ১৪ প্রো–এর মতো একটি টাইটানিয়াম সংস্করণও নিয়ে আসা হতে পারে।
ডিজাইন
ছবি থেকে ক্যামেরার অবস্থানও বোঝা যায়। এলইডি ফ্ল্যাশসহ তিনটি ক্যামেরা ফোনটির পেছনে বাম পাশে কোনায় থাকবে। আবার ফোনটির বাম পাশের নিচের দিকে শাওমি ব্র্যান্ডের নামও লেখা থাকবে।
আর মডেলটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। অর্থাৎ স্ক্রিনের ওপরের আঙুলের ছাপ দিলেই ফোনটি খুলে যাবে।
শাওমি ১৫ প্রো এর সম্ভাব্য স্পেসিফিকেশন
স্মার্টপ্রিক্সের প্রতিবেদন অনুযায়ী ফোনটির স্পেসিফিকেশন তুলে ধরা হলো—
পেছনের ক্যামেরা: তিনটি ক্যামেরা থাকবে—লাইট ফিউসন ৯০০ সিরিজ সেন্সরসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, সনি এআইএমএক্স ৮৫৮ লেন্সসহ ৫০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও ৫ এক্স অপটিক্যাল জুমসহ টেলিফটো ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে ম্যাক্রো মোডও ছবি তোলা যাবে।
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
ডিসপ্লে: ৬ দশমিক ৭৮ ইঞ্চি ২কে কার্ভ অ্যামলেড স্ক্রিন
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪
র্যাম: ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১ টিবি (টেরাবাইট)
ব্যাটারি: ৬০০০ এমএএইচ
চার্জিং: ৯০ ওয়াট (ওয়্যারড) ও ৮০ ওয়াট (ওয়্যারলেস) ও ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং
অবশ্য নতুন স্মার্টফোনটিকে ঘিরে শাওমির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
নতুন বছরের শুরুতে একাধিক সংকল্প বা রেজল্যুশন নির্ধারণ করেন অনেকেই। বছরের প্রথম দিন থেকেই নতুন অভ্যাস গঠন ও পুরোনো বদভ্যাস বাদ দেওয়ার চেষ্টা করা হয়। তবে এসব সংকল্প বাস্তবায়নের জন্য আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়াই যায়। সংকল্পগুলো ডায়েরি থেকে বাস্তবে রূপ নিতে সাহায্য করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা...
১৩ ঘণ্টা আগেচলতি বছরের প্রথম ত্রৈমাসিকে চতুর্থ প্রজন্মের আইফোন এসই উন্মোচিত হওয়ার আশা করা হচ্ছে। এর আগেই মডেলটি নিয়ে বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে, যার মধ্যে ডিজাইন এবং স্পেসিফিকেশন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। তবে নতুন একটি তথ্যসূত্র অনুযায়ী, আইফোন এসই ৪ এর নাম পরিবর্তন করবে অ্যাপল। সাশ্রয়ী বাজ
১৬ ঘণ্টা আগেবিশ্বের সেরা বৈদ্যুতিক গাড়ি (ইভি) প্রস্তুতকারক হওয়ার জন্য ইলন মাস্কের টেসলার সঙ্গে প্রতিযোগিতা করছে চীনের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। তবে এই প্রতিযোগিতায় নিজের অবস্থার আরও শক্তিশালি করেছে কোম্পানিটি। কারণ গত বছরের শেষদিকে বিওয়াইডি–এর ইভি বিক্রি রেকর্ড পরিমাণে বেড়েছে।
১৮ ঘণ্টা আগেবিশ্বের বিভিন্ন দেশের ওপর প্রযুক্তিগত নির্ভরশীলতা কমাতে চেষ্টা করছে রাশিয়া। এরই ধারাবাহিকতায় গেমিং কনসোল তৈরির উদ্যোগ নিয়েছে দেশটি। গত ২৫ শে ডিসেম্বর ঘরোয়া ভিডিও গেইম কনসোল সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেছেন রাশিয়ার ‘স্টেট ডুমা কমিটি অন ইনফরমেশন পলিসি’র ডেপুটি চেয়ারম্যান অ্যান্টন গোরেলকিন। শিল্প ও বাণ
২০ ঘণ্টা আগে