আইফোনের নতুন ও সাশ্রয়ী মডেল আনছে অ্যাপল, কিন্তু নাম বদলাচ্ছে

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ১৪: ৩৬
Thumbnail image
আইফোন এস ৩ বাজারে আসে ২০২২ সালে। ছবি: অ্যাপল

চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে চতুর্থ প্রজন্মের আইফোন এসই উন্মোচিত হওয়ার আশা করা হচ্ছে। এর আগেই মডেলটি নিয়ে বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে, যার মধ্যে ডিজাইন এবং স্পেসিফিকেশন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। তবে নতুন একটি তথ্যসূত্র অনুযায়ী, আইফোন এসই ৪ এর নাম পরিবর্তন করবে অ্যাপল। সাশ্রয়ী বাজেটের নতুন ফোনটির নাম হবে—আইফোন ১৬ ই।

এই নতুন নাম ইঙ্গিত দেয় যে, অ্যাপল নতুন সাশ্রয়ী আইফোনকে আইফোন ১৬ সিরিজের একটি এক্সটেনশন হিসেবে গণ্য করতে পারে। এই মডেলে আইফোন ১৬ এর মতো এ ১৮ চিপসেট চালানোর সম্ভাবনা রয়েছে, এবং অ্যাপল ইন্টেলিজেন্স ফিচারগুলোও এতে থাকতে পারে।

আইফোনের তথ্য আগাম ফাঁস করে খ্যাতি পাওয়া টিপস্টার মাজিন বু জানায়, আসন্ন আইফোন এসই–এর নাম আইফোন ১৬ই রাখবে অ্যাপল। এই নামটি আইফোন ১৬ সিরিজের মডেলগুলো সঙ্গে সংগতিপূর্ণ। এগুলো সেপ্টেম্বর মাসে উন্মোচিত হয়েছিল।

আইফোন ১৬ই নামটি এর আগেও ইন্টারনেটে দেখা গিয়েছিল। গত ডিসেম্বরে চীনের সামাজিক মাধ্যম ওয়েবুতে টিপস্টার ফিক্সড ফোকাস ডিজিটাল বলেন, পরবর্তী এসই ফোনটির নাম পরিবর্তন হয়ে ‘আইফোন ১৬–ই’ হতে পারে, এমন একটি সম্ভাবনা প্রকাশ করেছিলেন।

আইফোন এসই ৪ বা আইফোন ১৬ই এর কিছু কেস ডিজাইনের ছবি শেয়ার করেন তিনি। এই ছবিতে ফোনটির পেছনে বাম দিকে ক্যামেরার ইউনিটের জন্য একটি কাটআউট (গর্ত) দেখা গেছে। ধারণা করা হচ্ছে যে, এই ফোনটির ডিজাইনটি আইফোন ১৪–এর ওপর ভিত্তি করে তৈরি হবে।

এই ছবি থেকে ধারণা করা হচ্ছে যে, আইফোন এসই ৪ বা আইফোন ১৬ই র ডিজাইন হবে আইফোন ১৪ এর মতো এবং ফোনের পেছনে ক্যামেরার জন্য একটি নির্দিষ্ট জায়গা থাকবে।

আগামী মার্চে আইফোন এসই ৪ বা আইফোন ১৬ই আনুষ্ঠানিকভাবে উন্মোচনের সম্ভাবনা রয়েছে। সম্ভবত আইফোন ১৬ সিরিজের এন্ট্রি-লেভেলর মডেলে ব্যবহৃত প্রসেসর এতে ব্যবহার করা হবে। এর ফলে নতুন ফোনে অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা অ্যাপল ইন্টেলিজেন্সের ফিচারগুলো ব্যবহার করা যাবে। এতে থাকতে পারে ৮ জিবি র‍্যাম এবং ৬ দশমিক ০৬ ইঞ্চি (১,১৭০ x ২,৫৩২ পিক্সেল) এলটিপিস ওলেড স্ক্রিন, যার পিক ব্রাইটনেস ৮০০ নিটস। ফোন আনলকের জন্য ফেস আইডি ফিচারও যুক্ত হতে পারে। এতে ৩ হাজার ২৭৯ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এ ছাড়া, আইফোন ১৬ এর মতো একটি ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে।

নতুন আইফোন এসই বা আইফোন ১৬ই এর মূল্য ৫০০ ডলারের হবে বলে ধারণা করা হচ্ছে। প্রথম প্রজন্মের আইফোন এসই বাজারে আসে ২০১৬, তারপর ২০২০ সালে দ্বিতীয়টি এবং ২০২২ সালে তৃতীয়টি আনা হয়। তাই দুই বছরের বেশি সময় পর এই বছরে আইফোন ১৬ই নিয়ে আসতে পারে অ্যাপল।

তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমালোচকদের ধুয়ে দিলেন রোহিত

আজহারীর মাহফিলে অসংখ্য মানুষের স্বর্ণালংকার-মোবাইল খোয়া, থানায় জিডির হিড়িক

মানিকগঞ্জে বিএনপি নেতার বাড়ি ভাঙচুর মামলায় গ্রেপ্তার আসামির ঢামেকে মৃত্যু

টিউলিপকে লন্ডনের ফ্ল্যাটদাতা কে এই মোতালিফ, কীভাবে তিনি হাসিনা-ঘনিষ্ঠ

টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে লন্ডনে ফ্ল্যাট দেন আ.লীগ সরকার-ঘনিষ্ঠ ব্যবসায়ী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত