অনলাইন ডেস্ক
চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে চতুর্থ প্রজন্মের আইফোন এসই উন্মোচিত হওয়ার আশা করা হচ্ছে। এর আগেই মডেলটি নিয়ে বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে, যার মধ্যে ডিজাইন এবং স্পেসিফিকেশন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। তবে নতুন একটি তথ্যসূত্র অনুযায়ী, আইফোন এসই ৪ এর নাম পরিবর্তন করবে অ্যাপল। সাশ্রয়ী বাজেটের নতুন ফোনটির নাম হবে—আইফোন ১৬ ই।
এই নতুন নাম ইঙ্গিত দেয় যে, অ্যাপল নতুন সাশ্রয়ী আইফোনকে আইফোন ১৬ সিরিজের একটি এক্সটেনশন হিসেবে গণ্য করতে পারে। এই মডেলে আইফোন ১৬ এর মতো এ ১৮ চিপসেট চালানোর সম্ভাবনা রয়েছে, এবং অ্যাপল ইন্টেলিজেন্স ফিচারগুলোও এতে থাকতে পারে।
আইফোনের তথ্য আগাম ফাঁস করে খ্যাতি পাওয়া টিপস্টার মাজিন বু জানায়, আসন্ন আইফোন এসই–এর নাম আইফোন ১৬ই রাখবে অ্যাপল। এই নামটি আইফোন ১৬ সিরিজের মডেলগুলো সঙ্গে সংগতিপূর্ণ। এগুলো সেপ্টেম্বর মাসে উন্মোচিত হয়েছিল।
আইফোন ১৬ই নামটি এর আগেও ইন্টারনেটে দেখা গিয়েছিল। গত ডিসেম্বরে চীনের সামাজিক মাধ্যম ওয়েবুতে টিপস্টার ফিক্সড ফোকাস ডিজিটাল বলেন, পরবর্তী এসই ফোনটির নাম পরিবর্তন হয়ে ‘আইফোন ১৬–ই’ হতে পারে, এমন একটি সম্ভাবনা প্রকাশ করেছিলেন।
আইফোন এসই ৪ বা আইফোন ১৬ই এর কিছু কেস ডিজাইনের ছবি শেয়ার করেন তিনি। এই ছবিতে ফোনটির পেছনে বাম দিকে ক্যামেরার ইউনিটের জন্য একটি কাটআউট (গর্ত) দেখা গেছে। ধারণা করা হচ্ছে যে, এই ফোনটির ডিজাইনটি আইফোন ১৪–এর ওপর ভিত্তি করে তৈরি হবে।
এই ছবি থেকে ধারণা করা হচ্ছে যে, আইফোন এসই ৪ বা আইফোন ১৬ই র ডিজাইন হবে আইফোন ১৪ এর মতো এবং ফোনের পেছনে ক্যামেরার জন্য একটি নির্দিষ্ট জায়গা থাকবে।
আগামী মার্চে আইফোন এসই ৪ বা আইফোন ১৬ই আনুষ্ঠানিকভাবে উন্মোচনের সম্ভাবনা রয়েছে। সম্ভবত আইফোন ১৬ সিরিজের এন্ট্রি-লেভেলর মডেলে ব্যবহৃত প্রসেসর এতে ব্যবহার করা হবে। এর ফলে নতুন ফোনে অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা অ্যাপল ইন্টেলিজেন্সের ফিচারগুলো ব্যবহার করা যাবে। এতে থাকতে পারে ৮ জিবি র্যাম এবং ৬ দশমিক ০৬ ইঞ্চি (১,১৭০ x ২,৫৩২ পিক্সেল) এলটিপিস ওলেড স্ক্রিন, যার পিক ব্রাইটনেস ৮০০ নিটস। ফোন আনলকের জন্য ফেস আইডি ফিচারও যুক্ত হতে পারে। এতে ৩ হাজার ২৭৯ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এ ছাড়া, আইফোন ১৬ এর মতো একটি ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে।
নতুন আইফোন এসই বা আইফোন ১৬ই এর মূল্য ৫০০ ডলারের হবে বলে ধারণা করা হচ্ছে। প্রথম প্রজন্মের আইফোন এসই বাজারে আসে ২০১৬, তারপর ২০২০ সালে দ্বিতীয়টি এবং ২০২২ সালে তৃতীয়টি আনা হয়। তাই দুই বছরের বেশি সময় পর এই বছরে আইফোন ১৬ই নিয়ে আসতে পারে অ্যাপল।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে চতুর্থ প্রজন্মের আইফোন এসই উন্মোচিত হওয়ার আশা করা হচ্ছে। এর আগেই মডেলটি নিয়ে বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে, যার মধ্যে ডিজাইন এবং স্পেসিফিকেশন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। তবে নতুন একটি তথ্যসূত্র অনুযায়ী, আইফোন এসই ৪ এর নাম পরিবর্তন করবে অ্যাপল। সাশ্রয়ী বাজেটের নতুন ফোনটির নাম হবে—আইফোন ১৬ ই।
এই নতুন নাম ইঙ্গিত দেয় যে, অ্যাপল নতুন সাশ্রয়ী আইফোনকে আইফোন ১৬ সিরিজের একটি এক্সটেনশন হিসেবে গণ্য করতে পারে। এই মডেলে আইফোন ১৬ এর মতো এ ১৮ চিপসেট চালানোর সম্ভাবনা রয়েছে, এবং অ্যাপল ইন্টেলিজেন্স ফিচারগুলোও এতে থাকতে পারে।
আইফোনের তথ্য আগাম ফাঁস করে খ্যাতি পাওয়া টিপস্টার মাজিন বু জানায়, আসন্ন আইফোন এসই–এর নাম আইফোন ১৬ই রাখবে অ্যাপল। এই নামটি আইফোন ১৬ সিরিজের মডেলগুলো সঙ্গে সংগতিপূর্ণ। এগুলো সেপ্টেম্বর মাসে উন্মোচিত হয়েছিল।
আইফোন ১৬ই নামটি এর আগেও ইন্টারনেটে দেখা গিয়েছিল। গত ডিসেম্বরে চীনের সামাজিক মাধ্যম ওয়েবুতে টিপস্টার ফিক্সড ফোকাস ডিজিটাল বলেন, পরবর্তী এসই ফোনটির নাম পরিবর্তন হয়ে ‘আইফোন ১৬–ই’ হতে পারে, এমন একটি সম্ভাবনা প্রকাশ করেছিলেন।
আইফোন এসই ৪ বা আইফোন ১৬ই এর কিছু কেস ডিজাইনের ছবি শেয়ার করেন তিনি। এই ছবিতে ফোনটির পেছনে বাম দিকে ক্যামেরার ইউনিটের জন্য একটি কাটআউট (গর্ত) দেখা গেছে। ধারণা করা হচ্ছে যে, এই ফোনটির ডিজাইনটি আইফোন ১৪–এর ওপর ভিত্তি করে তৈরি হবে।
এই ছবি থেকে ধারণা করা হচ্ছে যে, আইফোন এসই ৪ বা আইফোন ১৬ই র ডিজাইন হবে আইফোন ১৪ এর মতো এবং ফোনের পেছনে ক্যামেরার জন্য একটি নির্দিষ্ট জায়গা থাকবে।
আগামী মার্চে আইফোন এসই ৪ বা আইফোন ১৬ই আনুষ্ঠানিকভাবে উন্মোচনের সম্ভাবনা রয়েছে। সম্ভবত আইফোন ১৬ সিরিজের এন্ট্রি-লেভেলর মডেলে ব্যবহৃত প্রসেসর এতে ব্যবহার করা হবে। এর ফলে নতুন ফোনে অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা অ্যাপল ইন্টেলিজেন্সের ফিচারগুলো ব্যবহার করা যাবে। এতে থাকতে পারে ৮ জিবি র্যাম এবং ৬ দশমিক ০৬ ইঞ্চি (১,১৭০ x ২,৫৩২ পিক্সেল) এলটিপিস ওলেড স্ক্রিন, যার পিক ব্রাইটনেস ৮০০ নিটস। ফোন আনলকের জন্য ফেস আইডি ফিচারও যুক্ত হতে পারে। এতে ৩ হাজার ২৭৯ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এ ছাড়া, আইফোন ১৬ এর মতো একটি ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে।
নতুন আইফোন এসই বা আইফোন ১৬ই এর মূল্য ৫০০ ডলারের হবে বলে ধারণা করা হচ্ছে। প্রথম প্রজন্মের আইফোন এসই বাজারে আসে ২০১৬, তারপর ২০২০ সালে দ্বিতীয়টি এবং ২০২২ সালে তৃতীয়টি আনা হয়। তাই দুই বছরের বেশি সময় পর এই বছরে আইফোন ১৬ই নিয়ে আসতে পারে অ্যাপল।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
আপনার ফ্রিজ এখন খাবার সংরক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় কেনাকাটারও সঙ্গী হতে পারে! অনলাইন শপিং প্ল্যাটফর্ম ইনস্টাকার্ট ও স্যামসাংয়ের মধ্যে নতুন অংশীদারত্বের মাধ্যমে এটি সম্ভব হবে। স্যামসাংয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এখন এমনভাবে কাজ করবে যে ফ্রিজটি নিজেই বুঝে ফেলবে কখন দুধ, ডিম বা অন্যান্য খাব
১২ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে ইন্টারনেট সেবা ব্যবহার করতে মাস্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিংক ব্যবহার করছে সেই অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলো। পুলিশ এবং দুই সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এ তথ্য নিশ্চিত করেছেন।
১৫ ঘণ্টা আগেঅ্যাপলের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেম ‘অ্যাপল ইন্টেলিজেন্স’-এর ফিচারগুলো ব্যবহারের জন্য আইফোন ও আইপ্যাডের প্রচুর পরিমাণ ডেটা ডাউনলোড করতে হয়। এই প্রক্রিয়াটি ডিভাইসগুলোতে স্টোরেজ সমস্যা তৈরি করতে পারে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
১৭ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রশিক্ষণে এবং এআই ক্লাউডভিত্তিক অ্যাপ্লিকেশনগুলো উন্নয়নের গুরুত্ব দিচ্ছে টেক জায়ান্ট মাইক্রোসফট। এ জন্য চলতি ২০২৪-২৫ অর্থবছরে এআই ডেটা সেন্টার নির্মাণের জন্য ৮০ বিলিয়ন ডলার বা ৮ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে কোম্পানিটি। গতকাল শুক্রবার এক ব্লগ পোস্টে এসব তথ্য জানিয়েছে ম
১৯ ঘণ্টা আগে