অনলাইন ডেস্ক
চীনে রেডমি ১৩ সিরিজের নতুন মডেলরেডমি নোট ১৩ আর উন্মোচন করল শাওমি। ফোনটির পেছনে আকর্ষণীয় ডুয়েল গ্লাস প্যানেল ব্যবহার করা হয়েছে। এতে চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ২। ফোনটি তিনটি রং ও চারটি র্যামের সংস্করণে পাওয়া যাবে।
গত বছর শাওমি ১২আর মডেল উন্মোচন করে। তারই উত্তরসূরি হলো এই ফোন। তবে এই মডেল এখন শুধু চীনের বাজারের জন্য ছাড়া হয়েছে।
রেডমি নোট ১৩আর এর দাম ও রং
র্যামের ভিত্তিতে রেডমি নোট ১৩আর চারটি সংস্করণে পাওয়া যাবে। এগুলো দাম উল্লেখ করা হলো—
৬ জিবি র্যাম + ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করণের দাম–১ হাজার ৩৯৯ চীনা ইউয়ান বা প্রায় ২২ হাজার ৬৭৭ টাকা
৮ জিবি র্যাম + ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করণের দাম–১ হাজার ৫৯৯ চীনা ইউয়ান বা প্রায় ২৫ হাজার ৯১৯ টাকা
৮ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করণের দাম–১ হাজার ৭৯৯ চীনা ইউয়ান বা প্রায় ২৯ হাজার ১৬১ টাকা
১২ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করণের দাম–১ হাজার ৯৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৩২ হাজার ৪০২ টাকা
ক্রিস্টাল সিলভার (রুপালি), লাইট সি ব্লু (হালকা নীল) ও মিডনাইট ব্ল্যাক (কালো) –এই তিনটি রঙে ফোনটি পাওয়া যাবে।
রেডমি নোট ১৩ আর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা—৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
আয়তন: ১৬৮ x ৬ দশমিক ২৮ x৮ দশমিক ৩২ এমএম
ওজন: ২০৫ গ্রাম
সিম: ডুয়েল সিম (ন্যানো)
ডিসপ্লে: ৬ দশমিক ৭৯ ইঞ্চি
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
টাচ স্যামপ্লিং রেট: ২৪০ হার্টজ
ব্রাইটনেস: ৫৫০ নিটস
অপারেটিং সিস্টেম: হাইপারওএস
চিপসেট: স্ন্যাপড্রাগন ৪ জেন ২
মেমোরি: ৬ জিবি, ৮ জিবি ও ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
এনএফসি: আছে
জিপিএস: আছে
ইউএসবি: সি
ব্যাটারি: ৫০৩০ এমএএইচ
চার্জিং: ৩৩ ওয়াট
চীনে রেডমি ১৩ সিরিজের নতুন মডেলরেডমি নোট ১৩ আর উন্মোচন করল শাওমি। ফোনটির পেছনে আকর্ষণীয় ডুয়েল গ্লাস প্যানেল ব্যবহার করা হয়েছে। এতে চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ২। ফোনটি তিনটি রং ও চারটি র্যামের সংস্করণে পাওয়া যাবে।
গত বছর শাওমি ১২আর মডেল উন্মোচন করে। তারই উত্তরসূরি হলো এই ফোন। তবে এই মডেল এখন শুধু চীনের বাজারের জন্য ছাড়া হয়েছে।
রেডমি নোট ১৩আর এর দাম ও রং
র্যামের ভিত্তিতে রেডমি নোট ১৩আর চারটি সংস্করণে পাওয়া যাবে। এগুলো দাম উল্লেখ করা হলো—
৬ জিবি র্যাম + ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করণের দাম–১ হাজার ৩৯৯ চীনা ইউয়ান বা প্রায় ২২ হাজার ৬৭৭ টাকা
৮ জিবি র্যাম + ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করণের দাম–১ হাজার ৫৯৯ চীনা ইউয়ান বা প্রায় ২৫ হাজার ৯১৯ টাকা
৮ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করণের দাম–১ হাজার ৭৯৯ চীনা ইউয়ান বা প্রায় ২৯ হাজার ১৬১ টাকা
১২ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করণের দাম–১ হাজার ৯৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৩২ হাজার ৪০২ টাকা
ক্রিস্টাল সিলভার (রুপালি), লাইট সি ব্লু (হালকা নীল) ও মিডনাইট ব্ল্যাক (কালো) –এই তিনটি রঙে ফোনটি পাওয়া যাবে।
রেডমি নোট ১৩ আর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা—৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
আয়তন: ১৬৮ x ৬ দশমিক ২৮ x৮ দশমিক ৩২ এমএম
ওজন: ২০৫ গ্রাম
সিম: ডুয়েল সিম (ন্যানো)
ডিসপ্লে: ৬ দশমিক ৭৯ ইঞ্চি
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
টাচ স্যামপ্লিং রেট: ২৪০ হার্টজ
ব্রাইটনেস: ৫৫০ নিটস
অপারেটিং সিস্টেম: হাইপারওএস
চিপসেট: স্ন্যাপড্রাগন ৪ জেন ২
মেমোরি: ৬ জিবি, ৮ জিবি ও ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
এনএফসি: আছে
জিপিএস: আছে
ইউএসবি: সি
ব্যাটারি: ৫০৩০ এমএএইচ
চার্জিং: ৩৩ ওয়াট
নতুন বছরের শুরুতে একাধিক সংকল্প বা রেজল্যুশন নির্ধারণ করেন অনেকেই। বছরের প্রথম দিন থেকেই নতুন অভ্যাস গঠন ও পুরোনো বদভ্যাস বাদ দেওয়ার চেষ্টা করা হয়। তবে এসব সংকল্প বাস্তবায়নের জন্য আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়াই যায়। সংকল্পগুলো ডায়েরি থেকে বাস্তবে রূপ নিতে সাহায্য করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা...
১৩ ঘণ্টা আগেচলতি বছরের প্রথম ত্রৈমাসিকে চতুর্থ প্রজন্মের আইফোন এসই উন্মোচিত হওয়ার আশা করা হচ্ছে। এর আগেই মডেলটি নিয়ে বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে, যার মধ্যে ডিজাইন এবং স্পেসিফিকেশন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। তবে নতুন একটি তথ্যসূত্র অনুযায়ী, আইফোন এসই ৪ এর নাম পরিবর্তন করবে অ্যাপল। সাশ্রয়ী বাজ
১৬ ঘণ্টা আগেবিশ্বের সেরা বৈদ্যুতিক গাড়ি (ইভি) প্রস্তুতকারক হওয়ার জন্য ইলন মাস্কের টেসলার সঙ্গে প্রতিযোগিতা করছে চীনের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। তবে এই প্রতিযোগিতায় নিজের অবস্থার আরও শক্তিশালি করেছে কোম্পানিটি। কারণ গত বছরের শেষদিকে বিওয়াইডি–এর ইভি বিক্রি রেকর্ড পরিমাণে বেড়েছে।
১৮ ঘণ্টা আগেবিশ্বের বিভিন্ন দেশের ওপর প্রযুক্তিগত নির্ভরশীলতা কমাতে চেষ্টা করছে রাশিয়া। এরই ধারাবাহিকতায় গেমিং কনসোল তৈরির উদ্যোগ নিয়েছে দেশটি। গত ২৫ শে ডিসেম্বর ঘরোয়া ভিডিও গেইম কনসোল সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেছেন রাশিয়ার ‘স্টেট ডুমা কমিটি অন ইনফরমেশন পলিসি’র ডেপুটি চেয়ারম্যান অ্যান্টন গোরেলকিন। শিল্প ও বাণ
২০ ঘণ্টা আগে