অনলাইন ডেস্ক
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত পিক্সেল ল্যাপটপ নিয়ে আসতে পারে টেক জায়ান্ট গুগল। এটি একটি উচ্চমানের পিক্সেল ল্যাপটপ হতে পারে। গুগলের এই প্রকল্পে একটি নিবেদিত দল কাজ করছে।
কোম্পানির অভ্যন্তরে ল্যাপটপটির কোডনেম হলো ‘স্নোয়ি’। একে ম্যাকবুক প্রো, ডেল এক্সপিএস, মাইক্রোসফট সারফেস ল্যাপটপ প্রো এবং স্যামসাং গ্যালাক্সি ক্রোমবুক এর মতো উচ্চমানের ল্যাপটপের সঙ্গে তুলনা করা হচ্ছে। ডিভাইসটিতে উন্নতসব ফিচার অন্তর্ভুক্ত করা হবে।
গুগল পিক্সেল ল্যাপটপ সম্পর্কে আরও তথ্য পাওয়া গেছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, ল্যাপটপটিতে সম্ভবত ক্রোমওএস–এর পরিবর্তে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হবে। পিক্সেল ট্যাবলেট এবং পিক্সেল ল্যাপটপের জন্য ক্রোমওএস এবং অ্যান্ড্রয়েড পৃথকভাবে ব্যবহার করার পরিবর্তে উভয় ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারে গুগল ধারণা করা হচ্ছে।
প্রিমিয়াম ল্যাপটপ বাজারকে লক্ষ্য করছে গুগল। তাই তারা একটি প্রিমিয়াম বিল্ডে বেশি গুরুত্ব দিতে পারে। কোম্পানি তাদের আসন্ন ল্যাপটপটি পরীক্ষা করার জন্য যেসব ল্যাপটপ বেছে নিয়েছে তাতে এই ইঙ্গিত পাওয়া যায়। তবে এখনো তৈরির প্রাথমিক পর্যায়ে রয়েছে ল্যাপটপটি।
এর আগেও অনেকগুলো ল্যাপটপ বা ক্রোমবুক বাজারে এনেছে গুগল। ২০১৩ সালে গুগলের প্রথম ল্যাপটপ ক্রোমবুক পিক্সেল বাজারে আছে। এটি একটি উচ্চমানের ডিভাইস, যা বেশ দামিও ছিল। এরপর ২০১৫ সালে দ্বিতীয় ক্রোমবুক পিক্সেল উন্মোচন করে গুগল। তারপর আরও সাশ্রয়ী অপশন হিসেবে পিক্সেলবুক এবং পিক্সেলবুক গো বাজারে আনে কোম্পানিটি।
২০১৯ সালে গুগলের সর্বশেষ ল্যাপটপ পিক্সেলবুক গো উন্মোচন করা হয়। তাই আসন্ন ল্যাপটপটি ক্রোমবুক সিরিজের উত্তরসূরি হবে নাকি একটি অ্যান্ড্রয়েডভিত্তিক ল্যাপটপ হিসেবে পরিচিত হবে তা এখনো নিশি চিত নয়।
শুধু এই ডিভাইসটির নিয়েই কাজ করছে না গুগল। সম্প্রতি বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, গুগল পিক্সেল ট্যাবলেট ২ নিয়ে কাজ করছে টেক জায়ান্টটি। এই ডিভাইসে উন্নত টেনসর চিপসেট যুক্ত করা হতে পারে এবং এর সঙ্গে অফিশিয়াল কিবোর্ড কভার আসতে পারে। এই ট্যাবলেটটির ক্যামেরা আরও উন্নত করা হতে পারে। এটি প্রথম পিক্সেল ট্যাবলেটের তুলনায় পিক্সেল ট্যাবলেট ২–এ পাতলা বেজেল থাকতে পারে।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত পিক্সেল ল্যাপটপ নিয়ে আসতে পারে টেক জায়ান্ট গুগল। এটি একটি উচ্চমানের পিক্সেল ল্যাপটপ হতে পারে। গুগলের এই প্রকল্পে একটি নিবেদিত দল কাজ করছে।
কোম্পানির অভ্যন্তরে ল্যাপটপটির কোডনেম হলো ‘স্নোয়ি’। একে ম্যাকবুক প্রো, ডেল এক্সপিএস, মাইক্রোসফট সারফেস ল্যাপটপ প্রো এবং স্যামসাং গ্যালাক্সি ক্রোমবুক এর মতো উচ্চমানের ল্যাপটপের সঙ্গে তুলনা করা হচ্ছে। ডিভাইসটিতে উন্নতসব ফিচার অন্তর্ভুক্ত করা হবে।
গুগল পিক্সেল ল্যাপটপ সম্পর্কে আরও তথ্য পাওয়া গেছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, ল্যাপটপটিতে সম্ভবত ক্রোমওএস–এর পরিবর্তে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হবে। পিক্সেল ট্যাবলেট এবং পিক্সেল ল্যাপটপের জন্য ক্রোমওএস এবং অ্যান্ড্রয়েড পৃথকভাবে ব্যবহার করার পরিবর্তে উভয় ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারে গুগল ধারণা করা হচ্ছে।
প্রিমিয়াম ল্যাপটপ বাজারকে লক্ষ্য করছে গুগল। তাই তারা একটি প্রিমিয়াম বিল্ডে বেশি গুরুত্ব দিতে পারে। কোম্পানি তাদের আসন্ন ল্যাপটপটি পরীক্ষা করার জন্য যেসব ল্যাপটপ বেছে নিয়েছে তাতে এই ইঙ্গিত পাওয়া যায়। তবে এখনো তৈরির প্রাথমিক পর্যায়ে রয়েছে ল্যাপটপটি।
এর আগেও অনেকগুলো ল্যাপটপ বা ক্রোমবুক বাজারে এনেছে গুগল। ২০১৩ সালে গুগলের প্রথম ল্যাপটপ ক্রোমবুক পিক্সেল বাজারে আছে। এটি একটি উচ্চমানের ডিভাইস, যা বেশ দামিও ছিল। এরপর ২০১৫ সালে দ্বিতীয় ক্রোমবুক পিক্সেল উন্মোচন করে গুগল। তারপর আরও সাশ্রয়ী অপশন হিসেবে পিক্সেলবুক এবং পিক্সেলবুক গো বাজারে আনে কোম্পানিটি।
২০১৯ সালে গুগলের সর্বশেষ ল্যাপটপ পিক্সেলবুক গো উন্মোচন করা হয়। তাই আসন্ন ল্যাপটপটি ক্রোমবুক সিরিজের উত্তরসূরি হবে নাকি একটি অ্যান্ড্রয়েডভিত্তিক ল্যাপটপ হিসেবে পরিচিত হবে তা এখনো নিশি চিত নয়।
শুধু এই ডিভাইসটির নিয়েই কাজ করছে না গুগল। সম্প্রতি বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, গুগল পিক্সেল ট্যাবলেট ২ নিয়ে কাজ করছে টেক জায়ান্টটি। এই ডিভাইসে উন্নত টেনসর চিপসেট যুক্ত করা হতে পারে এবং এর সঙ্গে অফিশিয়াল কিবোর্ড কভার আসতে পারে। এই ট্যাবলেটটির ক্যামেরা আরও উন্নত করা হতে পারে। এটি প্রথম পিক্সেল ট্যাবলেটের তুলনায় পিক্সেল ট্যাবলেট ২–এ পাতলা বেজেল থাকতে পারে।
রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের প্রিয়জনদের রমজানের শুভেচ্ছা জানান অনেকেই। এই বার্তা জানাতে ব্যবহার করতে পারেন হোয়াটসঅ্যাপ। আর এসব বার্তার সঙ্গে রমজানের জন্য বিশেষ স্টিকার বা জিআইফ পাঠিয়ে সেগুলো আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন।
২ ঘণ্টা আগেনতুন পথচলার প্রস্তুতি নিচ্ছে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। কারণ চলতি বছরে দ্বিতীয় ত্রৈমাসিকে চ্যাটজিপিটির মতো আলাদা অ্যাপ হিসেবে এই প্রযুক্তি উন্মোচন করার পরিকল্পনা করছে কোম্পানিটি। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসি।
৪ ঘণ্টা আগেবিশ্বব্যাপী জনপ্রিয় ইন্টারনেটভিত্তিক ফোন এবং ভিডিও কলিং সেবা স্কাইপ ২০ বছর পর পুরোপুরি বন্ধ হতে যাচ্ছে। মাইক্রোসফট নিশ্চিত করেছে, আগামী মে মাস থেকে স্কাইপ আর ব্যবহারযোগ্য হবে না। তবে স্কাইপের লগ ইন তথ্য দিয়ে বিনা মূল্যে মাইক্রোসফট টিমস ব্যবহার করা যাবে। শিগগিরই উন্মুক্ত হবে এই সেবা।
৫ ঘণ্টা আগেভারতে নারী গেমারদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও কম্পিউটার গেম ডেভেলপমেন্ট এবং নেতৃত্বের ক্ষেত্রে তাদের অংশগ্রহণ এখনও সীমিত। অল ইন্ডিয়া গেম ডেভেলপার্স ফোরাম (এআইজিডিএফ), কোরাল রিক্রুট এবং এম-লিগ যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে গেমারদের মধ্যে ৪৪ শতাংশই নারী। তবে গেম ডেভেলপার হিসেবে তাদের...
৫ ঘণ্টা আগে