Ajker Patrika

থ্রিডি প্রিন্টেড লেন্স নির্মাতা কোম্পানি কিনল মেটা

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১৯: ২৩
থ্রিডি প্রিন্টেড লেন্স নির্মাতা কোম্পানি কিনল মেটা

‘মেটাভার্স’ আরও উন্নত করতে উঠেপড়ে লেগেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এ লক্ষ্যে এবার নেদারল্যান্ডসভিত্তিক কোম্পানি ‘লাক্সএক্সেল’ কিনল তারা। চক্ষু চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ভিত্তিতে থ্রিডি প্রিন্টারে লেন্স বানিয়ে দেয় এই কোম্পানি। কোম্পানিটি এআর প্রযুক্তির গ্লাস তৈরি করবে। 

দ্য ভার্জ-এর প্রতিবেদন অনুযায়ী, লাক্সএক্সেল যাত্রা শুরু করে ২০০৯ সালে। চোখের লেন্সের পাশাপাশি ‘হলোগ্রাফিক ফিল্ম এবং প্রজেক্টর’-এর মতো এআর প্রযুক্তি সমন্বয়ের সক্ষমতা আছে কোম্পানিটির। 

কোম্পানির হেড অব ফাইন্যান্সিয়াল কমিউনিকেশনস রায়ান মুর এক বিবৃতিতে বলেন, ‘লাক্সএক্সেল দল মেটায় যোগ দেওয়ায় আমরা আনন্দিত। এর ফলে দুই কোম্পানির মধ্যে বিদ্যমান অংশীদারত্ব আরও গভীর হবে।’ 

মালিকানা হাতবদল চুক্তির খুঁটিনাটি গোপন রেখেছে উভয় কোম্পানি। তবে গত ডিসেম্বরে এক ব্লগ পোস্টে মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যান্ড্রু বসওর্থ লিখেছিলেন, ‘মেটাভার্স উদ্যোগের পেছনে মেটা প্ল্যাটফর্ম যত বিনিয়োগ করছে, তার অর্ধেক যাচ্ছে অগমেন্টেড রিয়েলিটি (এআর) খাতে; আর বাকি অর্ধেক যাচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) খাতে।’ 

মেটা এআর প্রযুক্তির পেছনে ব্যাপক হারে বিনিয়োগ করলেও শিগগির এ প্রযুক্তিনির্ভর নতুন ডিভাইস বাজারে আসার সম্ভাবনা কম। বসওর্থ বলেন, ‘মেটা তুলনামূলক ‘হালকা, পাতলা এবং দ্রুত গতির’ নিজস্ব এআর প্রযুক্তির ডিভাইস বানাতে চায়। যার নকশার কাজ শেষ করতেই আরও কয়েক বছর সময় লাগবে। 
 
এর আগে, ডিসেম্বরে মেটার বিরুদ্ধে ‘ঢিলেমির’ অভিযোগ তুলে চাকরি ছেড়েছেন ভিআর প্রযুক্তির পথিকৃৎ খ্যাত মার্কিন কম্পিউটার প্রোগ্রামার ও প্রযুক্তি পরামর্শক জন কারম্যাক। গত ১৬ ডিসেম্বর কোম্পানির অভ্যন্তরীণ ফোরামে তিনি তাঁর চলে যাওয়ার সিদ্ধান্ত জানান। কারম্যাক মূলত কোম্পানির নিজস্ব জনবলকে সঠিকভাবে ব্যবহার না করার অভিযোগ তুলেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত