অনলাইন ডেস্ক
সেপ্টেম্বরের মাঝামাঝি নতুন নতুন ফিচার নিয়ে অ্যাপল আইফোন ১৫ সিরিজ বাজারে আনছে বলে জোর গুঞ্জন চলছে। এর মধ্যে আইফোন ১৫ সিরিজটির রংসহ নানা দিক নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। তবে অ্যাপল ফোনের আগামী সিরিজে এ১৭ চিপ নিয়ে কোনো তথ্য আসেনি। এবার সেটাই ফাঁস হয়েছে বলে ফোর্বস জানিয়েছে।
নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ফোর্বস বলেছে, আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সে চিপ এ১৭ ব্যবহার হয়ে থাকতে পারে। এ১৭ চিপের সিপিইউ ও জিপিইউ কেমন হবে, ঘড়ির গতি ও র্যামের পরিমাণ এবং ধরন সম্পর্কেও প্রতিবেদনে তথ্য দেওয়া হয়েছে।
অ্যাপলের তথ্য ফাঁসকারীর অ্যাকাউন্ট ‘আননোওন ২১’ এক্স প্ল্যাটফর্মে বলেছে, আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স এই মডেল দুটিতে ৬–কোর সিপিইউ ব্যবহার করা হবে। দুটি পারফরমেন্স কোর ও চারটি ইফিসিয়েন্সি কোরের সমন্বয়ে এটি গঠিত।
অ্যাপল ৬ জিবি ও ৮ জিবি দুটি র্যাম নিয়েই কাজ করছে। তাই এ১৭ চিপটি শেষ পর্যন্ত ৮ জিবি র্যাম নিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে। সূত্রটির মতে কোম্পানির ভেতরে র্যাম দুটিকে ‘পিওপি, কোল প্লাস ৬ জি’ ও ‘পিওপি, কোল প্লাস ৮ জি’ বলে নামকরণ করা হয়েছে।
এই তথ্য থেকে বোঝা যায়–র্যাম, চিপ, সিপিইউ, পারফরমেন্স ও ইফিসিয়েন্সি কোরের উন্নতি বৃদ্ধির ফলে গ্রাহকরা আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স এই মডেল দুটির বর্ধিত ব্যাটারি লাইফের সমন্বয়ে পারফরমেন্সের অনেক উন্নতি দেখতে পাবে।
আগের ৪ ন্যানোমিটার এ১৬ চিপের চেয়ে ৩ ন্যানোমিটার এ১৭ চিপটি দ্রুত কাজ করবে, সহজে ঠান্ডা হবে ও কম শক্তি ব্যবহার করবে। এর ফলে ফোনের পারফরমেন্স ও ব্যাটারির কার্যকারিতার মধ্যে সামঞ্জস্য থাকবে। এ১৬ চিপের সর্বোচ্চ দ্রুত ক্লক রেটে (৩ দশমিক ৭ গিগাহার্টজ বনাম ৩ দশমিক ৪৬ গিগাহার্টজ) এর দেখা মেলে।
আবার এ১৭ চিপের ফলে গ্রাফিক্সেরও উন্নয়ন দেখা যাবে। কারণ ৫–কোর এ১৬ চিপ থেকে ৬–কোর এ১৭ চিপে অতিরিক্ত গ্রাফিক্স কোর ব্যবহার করা হতে পারে। এই অতিরিক্ত কোর বেশি শক্তি খরচ করলেও এ১৭ চিপে ৩ ন্যানোমিটার ফ্যাবরিকেশন প্রসেস তা রোধ করবে।
বিশ্লেষকদের মতে, প্রাথমিক হিসাবে সিপিইউর গতি প্রায় ১০ শতাংশ বাড়বে। জিপিইউর কার্যক্ষমতা বাড়বে ও বিদ্যুতের খরচ প্রায় ৩০ শতাংশ কমবে।
আইফোন ১৫ প্লাস ও আইফোন ১৫ প্লাস প্রো ম্যাক্সে নতুন স্ট্যাকড ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করা হবে, যা ব্যাটারি লাইফ বাড়াতে সাহায্য করবে।
আইফোন ১৫ সিরিজ নিয়ে এর আগে আরও তথ্য ফাঁস হয়েছে। যেমন–আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাসে ডাইনামিক আইল্যান্ড, চিপসেট হিসেবে এ১৬ বায়োনিক চিপ ও ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। তাছাড়া আইফোন ১৫ মডেলের প্রতিটি ফোনে লাইটনিং ক্যাবলের জায়গায় ইউএসবি সি টাইপ থাকতে পারে।
আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সের ক্রেতারা বড় ডিসপ্লে (৬ দশমিক ১২ ও ৬ দশমিক ৬৯ ইঞ্চি) পাবে। চিকন বেজেলের জন্য এই বড় ডিসপ্লে সম্ভব। মডেল দুটিতে ৩ ন্যানোমিটার এ১৭ বায়োনিক চিপ, হালকা টাইটেনিয়াম চ্যাসিস, উন্নত আল্ট্রা ওয়াইড ব্যান্ড, স্ট্যাকড ব্যাটারি ওয়াইফাই ৬ই। এছাড়া প্রথমবারের মত পেরিস্কোপ জুম ক্যামেরাও থাকবে।
আরও খবর পড়ুন:
সেপ্টেম্বরের মাঝামাঝি নতুন নতুন ফিচার নিয়ে অ্যাপল আইফোন ১৫ সিরিজ বাজারে আনছে বলে জোর গুঞ্জন চলছে। এর মধ্যে আইফোন ১৫ সিরিজটির রংসহ নানা দিক নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। তবে অ্যাপল ফোনের আগামী সিরিজে এ১৭ চিপ নিয়ে কোনো তথ্য আসেনি। এবার সেটাই ফাঁস হয়েছে বলে ফোর্বস জানিয়েছে।
নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ফোর্বস বলেছে, আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সে চিপ এ১৭ ব্যবহার হয়ে থাকতে পারে। এ১৭ চিপের সিপিইউ ও জিপিইউ কেমন হবে, ঘড়ির গতি ও র্যামের পরিমাণ এবং ধরন সম্পর্কেও প্রতিবেদনে তথ্য দেওয়া হয়েছে।
অ্যাপলের তথ্য ফাঁসকারীর অ্যাকাউন্ট ‘আননোওন ২১’ এক্স প্ল্যাটফর্মে বলেছে, আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স এই মডেল দুটিতে ৬–কোর সিপিইউ ব্যবহার করা হবে। দুটি পারফরমেন্স কোর ও চারটি ইফিসিয়েন্সি কোরের সমন্বয়ে এটি গঠিত।
অ্যাপল ৬ জিবি ও ৮ জিবি দুটি র্যাম নিয়েই কাজ করছে। তাই এ১৭ চিপটি শেষ পর্যন্ত ৮ জিবি র্যাম নিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে। সূত্রটির মতে কোম্পানির ভেতরে র্যাম দুটিকে ‘পিওপি, কোল প্লাস ৬ জি’ ও ‘পিওপি, কোল প্লাস ৮ জি’ বলে নামকরণ করা হয়েছে।
এই তথ্য থেকে বোঝা যায়–র্যাম, চিপ, সিপিইউ, পারফরমেন্স ও ইফিসিয়েন্সি কোরের উন্নতি বৃদ্ধির ফলে গ্রাহকরা আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স এই মডেল দুটির বর্ধিত ব্যাটারি লাইফের সমন্বয়ে পারফরমেন্সের অনেক উন্নতি দেখতে পাবে।
আগের ৪ ন্যানোমিটার এ১৬ চিপের চেয়ে ৩ ন্যানোমিটার এ১৭ চিপটি দ্রুত কাজ করবে, সহজে ঠান্ডা হবে ও কম শক্তি ব্যবহার করবে। এর ফলে ফোনের পারফরমেন্স ও ব্যাটারির কার্যকারিতার মধ্যে সামঞ্জস্য থাকবে। এ১৬ চিপের সর্বোচ্চ দ্রুত ক্লক রেটে (৩ দশমিক ৭ গিগাহার্টজ বনাম ৩ দশমিক ৪৬ গিগাহার্টজ) এর দেখা মেলে।
আবার এ১৭ চিপের ফলে গ্রাফিক্সেরও উন্নয়ন দেখা যাবে। কারণ ৫–কোর এ১৬ চিপ থেকে ৬–কোর এ১৭ চিপে অতিরিক্ত গ্রাফিক্স কোর ব্যবহার করা হতে পারে। এই অতিরিক্ত কোর বেশি শক্তি খরচ করলেও এ১৭ চিপে ৩ ন্যানোমিটার ফ্যাবরিকেশন প্রসেস তা রোধ করবে।
বিশ্লেষকদের মতে, প্রাথমিক হিসাবে সিপিইউর গতি প্রায় ১০ শতাংশ বাড়বে। জিপিইউর কার্যক্ষমতা বাড়বে ও বিদ্যুতের খরচ প্রায় ৩০ শতাংশ কমবে।
আইফোন ১৫ প্লাস ও আইফোন ১৫ প্লাস প্রো ম্যাক্সে নতুন স্ট্যাকড ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করা হবে, যা ব্যাটারি লাইফ বাড়াতে সাহায্য করবে।
আইফোন ১৫ সিরিজ নিয়ে এর আগে আরও তথ্য ফাঁস হয়েছে। যেমন–আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাসে ডাইনামিক আইল্যান্ড, চিপসেট হিসেবে এ১৬ বায়োনিক চিপ ও ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। তাছাড়া আইফোন ১৫ মডেলের প্রতিটি ফোনে লাইটনিং ক্যাবলের জায়গায় ইউএসবি সি টাইপ থাকতে পারে।
আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সের ক্রেতারা বড় ডিসপ্লে (৬ দশমিক ১২ ও ৬ দশমিক ৬৯ ইঞ্চি) পাবে। চিকন বেজেলের জন্য এই বড় ডিসপ্লে সম্ভব। মডেল দুটিতে ৩ ন্যানোমিটার এ১৭ বায়োনিক চিপ, হালকা টাইটেনিয়াম চ্যাসিস, উন্নত আল্ট্রা ওয়াইড ব্যান্ড, স্ট্যাকড ব্যাটারি ওয়াইফাই ৬ই। এছাড়া প্রথমবারের মত পেরিস্কোপ জুম ক্যামেরাও থাকবে।
আরও খবর পড়ুন:
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
৩ ঘণ্টা আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
৪ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
৫ ঘণ্টা আগেইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
৮ ঘণ্টা আগে