অনলাইন ডেস্ক
প্রযুক্তির জগতে উদ্ভাবনের জোয়ারে এসেছে একটি নতুন ধরনের ফোন নিয়ে এসেছে নাথিং কোম্পানি। ‘ফোন ২এ প্লাসের একটি বিশেষ সংস্করণ’ নিয়ে এসেছে নাথিং। এই সংস্করণে ‘গ্লো-ইন-দ্য ডার্ক’ ডিজাইন যুক্ত করা হয়েছে। অর্থাৎ ফোনের স্ক্রিন বন্ধ থাকলেও অন্ধকার জ্বলজ্বল করবে এই ফোন। ফলে অন্ধকার ঘরে বা রাতের বেলা খুব সহজেই ফোনটি খুঁজে পাওয়া যাবে।
কোম্পানিটি একটি প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে এই বিশেষ ফোন তৈরি করেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিজেদের কল্পনা দিয়ে স্মার্টফোন তৈরি সুযোগ পেয়েছেন।
নাথিং বলেছে, ‘ফোন ২এ প্লাস কমিউনিটি এডিশন’ তাদের নতুন উদ্যোগ যেখানে হার্ডওয়্যার তৈরি ক্ষেত্রে প্রতিযোগীদের সাহায্য নিয়েছে। এই প্রতিযোগিতায় ৯০০ টিরও বেশি ডিজাইন জমা পড়েছে। যেখানে ফোনের ডিজাইন থেকে শুরু করে মার্কেটিং কৌশল পর্যন্ত সবকিছুকে কাস্টমাইজ করেছেন তারা।
এই বিশেষ ফোনটি আগামী ১২ নভেম্বর থেকে নাথিং এর ওয়েবসাইট থেকে কেনা যাবে। এর দাম ৩৯৯ ডলার (প্রায় ৪৭ হাজার ৫৮৩ টাকা)। তবে ফোনটি সীমিত সংখ্যায় বিক্রি হবে। মডেলটি মাত্র ১ হাজার ইউনিট বিক্রি হবে।
নতুন ফোনের ডিজাইনের ধারণাটি তৈরি করেছেন অ্যাস্ট্রিড ভ্যানহুয়েস ও কেনটা আকাসাকি। ফোনটি বাস্তব রূপ দিতে সাহায্য করেন নাথিং কোম্পানির কর্মী অ্যাডাম বেটস এবং লুসি বার্লি। ফোনটির পেছনের ক্যামেরার চারপাশে থাকা তিনটি লাইট স্ট্রিপ অপরিবর্তিত রাখা হয়েছে। তবে মডেলটি পেছনের অংশে এখন সবুজ ফসফরাস পদার্থ দিয়ে প্রলেপ দেওয়া হয়েছে। এটি অন্ধকার পরিবেশে কয়েক ঘণ্টা নরম আভা ছড়াতে পারবে সক্ষম। নাথিং জানায়, এই পদার্থটি চার্জ করার জন্য শুধুমাত্র দিনের আলো প্রয়োজন।
ফোন ২এ প্লাস কমিউনিটি এডিশনের এর নতুন প্যাকেজিংয়ে ‘গ্লো-ইন-দা ডার্ক’ ফিচারের উপাদানগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ইয়ান হেনরি সিমন্ডস নতুনভাবে ডিজাইন করেছে।
মূল ফোনের হার্ডওয়্যার থেকে অনুপ্রাণিত হয়ে আন্দ্রেস মাতেওস এবং নাথিং এর সফটওয়্যার ডিজাইনাররা নতুন ছয়টি ওয়ালপেপারের সেট তৈরি করেছেন। এই সেটের নাম ‘কানেক্টেড কালেকশন’ রাখা হয়েছে। এই ওয়ালপেপারগুলো ফোন ২এ প্লাস কমিউনিটি এডিশন এর সঙ্গে যুক্ত থাকবে। এছাড়া কোম্পানিটি একটি নতুন মার্কেটিং ক্যাম্পেইন তৈরি করেছেন, যার স্লোগান ‘ফাইন্ড ইউওর লাইট, ক্যাপচার ইউওর লাইট, যা কমিউনিটি এডিশন প্রচারে ব্যবহৃত হবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
প্রযুক্তির জগতে উদ্ভাবনের জোয়ারে এসেছে একটি নতুন ধরনের ফোন নিয়ে এসেছে নাথিং কোম্পানি। ‘ফোন ২এ প্লাসের একটি বিশেষ সংস্করণ’ নিয়ে এসেছে নাথিং। এই সংস্করণে ‘গ্লো-ইন-দ্য ডার্ক’ ডিজাইন যুক্ত করা হয়েছে। অর্থাৎ ফোনের স্ক্রিন বন্ধ থাকলেও অন্ধকার জ্বলজ্বল করবে এই ফোন। ফলে অন্ধকার ঘরে বা রাতের বেলা খুব সহজেই ফোনটি খুঁজে পাওয়া যাবে।
কোম্পানিটি একটি প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে এই বিশেষ ফোন তৈরি করেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিজেদের কল্পনা দিয়ে স্মার্টফোন তৈরি সুযোগ পেয়েছেন।
নাথিং বলেছে, ‘ফোন ২এ প্লাস কমিউনিটি এডিশন’ তাদের নতুন উদ্যোগ যেখানে হার্ডওয়্যার তৈরি ক্ষেত্রে প্রতিযোগীদের সাহায্য নিয়েছে। এই প্রতিযোগিতায় ৯০০ টিরও বেশি ডিজাইন জমা পড়েছে। যেখানে ফোনের ডিজাইন থেকে শুরু করে মার্কেটিং কৌশল পর্যন্ত সবকিছুকে কাস্টমাইজ করেছেন তারা।
এই বিশেষ ফোনটি আগামী ১২ নভেম্বর থেকে নাথিং এর ওয়েবসাইট থেকে কেনা যাবে। এর দাম ৩৯৯ ডলার (প্রায় ৪৭ হাজার ৫৮৩ টাকা)। তবে ফোনটি সীমিত সংখ্যায় বিক্রি হবে। মডেলটি মাত্র ১ হাজার ইউনিট বিক্রি হবে।
নতুন ফোনের ডিজাইনের ধারণাটি তৈরি করেছেন অ্যাস্ট্রিড ভ্যানহুয়েস ও কেনটা আকাসাকি। ফোনটি বাস্তব রূপ দিতে সাহায্য করেন নাথিং কোম্পানির কর্মী অ্যাডাম বেটস এবং লুসি বার্লি। ফোনটির পেছনের ক্যামেরার চারপাশে থাকা তিনটি লাইট স্ট্রিপ অপরিবর্তিত রাখা হয়েছে। তবে মডেলটি পেছনের অংশে এখন সবুজ ফসফরাস পদার্থ দিয়ে প্রলেপ দেওয়া হয়েছে। এটি অন্ধকার পরিবেশে কয়েক ঘণ্টা নরম আভা ছড়াতে পারবে সক্ষম। নাথিং জানায়, এই পদার্থটি চার্জ করার জন্য শুধুমাত্র দিনের আলো প্রয়োজন।
ফোন ২এ প্লাস কমিউনিটি এডিশনের এর নতুন প্যাকেজিংয়ে ‘গ্লো-ইন-দা ডার্ক’ ফিচারের উপাদানগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ইয়ান হেনরি সিমন্ডস নতুনভাবে ডিজাইন করেছে।
মূল ফোনের হার্ডওয়্যার থেকে অনুপ্রাণিত হয়ে আন্দ্রেস মাতেওস এবং নাথিং এর সফটওয়্যার ডিজাইনাররা নতুন ছয়টি ওয়ালপেপারের সেট তৈরি করেছেন। এই সেটের নাম ‘কানেক্টেড কালেকশন’ রাখা হয়েছে। এই ওয়ালপেপারগুলো ফোন ২এ প্লাস কমিউনিটি এডিশন এর সঙ্গে যুক্ত থাকবে। এছাড়া কোম্পানিটি একটি নতুন মার্কেটিং ক্যাম্পেইন তৈরি করেছেন, যার স্লোগান ‘ফাইন্ড ইউওর লাইট, ক্যাপচার ইউওর লাইট, যা কমিউনিটি এডিশন প্রচারে ব্যবহৃত হবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১১ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১৩ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
১৬ ঘণ্টা আগে