অনলাইন ডেস্ক
চীনের বাজারে ভিভো ওয়াইসিরিজের নতুন মডেল ওয়াই ৩০০ ছাড়া হয়েছে। ডিভাইসটি ওয়াই ২০০ প্রো–এর উত্তরসূরি হিসেবে বাজারে এসেছে, যা এই বছরের শুরুতে বাজারে এসেছিলো। নতুন স্মার্টফোনটিতে বিশাল ব্যাটারি, উন্নত প্রসেসর ও নতুন ডিজাইনসহ উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসা হয়েছে।
ফোনটিতে ৬ হাজার ৫০০ এমএইচের ব্যাটারিসহ ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে। এর ফলে ফোনটিতে একবার চার্জ দিলে ২৩ ঘণ্টা ভিডিও দেখা যাবে। সেই সঙ্গে একবার সম্পূর্ণ চার্জে ফোনটি প্রায় ৩১ ঘণ্টা চালানো যাবে বলে দাবি করেছে ভিভো।
ভিভো ওয়াই ৩০০ প্রো এর দাম
ভিভো ওয়াই ৩০০ প্রো এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১ হাজার ৭৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৩০ হাজার ২৯৮ টাকা।
ভিভো ওয়াই ৩০০ প্রো এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১ হাজার ৯৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৩৩ হাজার ৬৬৬ টাকা।
ভিভো ওয়াই ৩০০ প্রো এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ১৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৩৭ হাজার ৩৪ টাকা।
ভিভো ওয়াই ৩০০ প্রো এর ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ৪৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৪২ হাজার ৮৭ টাকা।
ফোনটি চারটি রঙে পাওয়া যাবে। সেগুলো হলো—জেড, হোয়াইট (সাদা), গোল্ড (সোনালি) ও টাইটানিয়াম। চীনে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ফোনটি পাওয়া যাবে।
ফোনটির স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা—প্রধান সেন্সর হিসেবে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি–৬০০ এবং ২ মেগাপিক্সেল ডেপথ লেন্স থাকবে।
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
আয়তন: ৬৩.৪ x৭৬.৪ x৭.৬৯ এমএম
ওজন: ১৯৪ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৭৭ ইঞ্চি ফুল এইচডি অ্যামলেড ডিসপ্লে।
রিফ্রেশ রেট: ৬০ হাটর্জ, ৯০ হার্টজ ও ১২০ হার্টজ
রেজল্যুশন: ১,০৮০ x ২,৩৯২ পেক্সেলস
ব্রাইটনেস: ৫০০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওরিজিনওএস ৪
চিপসেট: ৪ এনএম স্ন্যাপড্রাগন ৬ জেন ১
জিপিইউ: অ্যাড্রিনো ৭১০
র্যাম: ৮ জিবি ও ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি
ব্লুটুথ: ৫.১
আইপি রেটিং: আইপি ৬৫
ব্যাটারি: ৬,৫০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
চীনের বাজারে ভিভো ওয়াইসিরিজের নতুন মডেল ওয়াই ৩০০ ছাড়া হয়েছে। ডিভাইসটি ওয়াই ২০০ প্রো–এর উত্তরসূরি হিসেবে বাজারে এসেছে, যা এই বছরের শুরুতে বাজারে এসেছিলো। নতুন স্মার্টফোনটিতে বিশাল ব্যাটারি, উন্নত প্রসেসর ও নতুন ডিজাইনসহ উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসা হয়েছে।
ফোনটিতে ৬ হাজার ৫০০ এমএইচের ব্যাটারিসহ ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে। এর ফলে ফোনটিতে একবার চার্জ দিলে ২৩ ঘণ্টা ভিডিও দেখা যাবে। সেই সঙ্গে একবার সম্পূর্ণ চার্জে ফোনটি প্রায় ৩১ ঘণ্টা চালানো যাবে বলে দাবি করেছে ভিভো।
ভিভো ওয়াই ৩০০ প্রো এর দাম
ভিভো ওয়াই ৩০০ প্রো এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১ হাজার ৭৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৩০ হাজার ২৯৮ টাকা।
ভিভো ওয়াই ৩০০ প্রো এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১ হাজার ৯৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৩৩ হাজার ৬৬৬ টাকা।
ভিভো ওয়াই ৩০০ প্রো এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ১৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৩৭ হাজার ৩৪ টাকা।
ভিভো ওয়াই ৩০০ প্রো এর ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ৪৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৪২ হাজার ৮৭ টাকা।
ফোনটি চারটি রঙে পাওয়া যাবে। সেগুলো হলো—জেড, হোয়াইট (সাদা), গোল্ড (সোনালি) ও টাইটানিয়াম। চীনে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ফোনটি পাওয়া যাবে।
ফোনটির স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা—প্রধান সেন্সর হিসেবে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি–৬০০ এবং ২ মেগাপিক্সেল ডেপথ লেন্স থাকবে।
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
আয়তন: ৬৩.৪ x৭৬.৪ x৭.৬৯ এমএম
ওজন: ১৯৪ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৭৭ ইঞ্চি ফুল এইচডি অ্যামলেড ডিসপ্লে।
রিফ্রেশ রেট: ৬০ হাটর্জ, ৯০ হার্টজ ও ১২০ হার্টজ
রেজল্যুশন: ১,০৮০ x ২,৩৯২ পেক্সেলস
ব্রাইটনেস: ৫০০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওরিজিনওএস ৪
চিপসেট: ৪ এনএম স্ন্যাপড্রাগন ৬ জেন ১
জিপিইউ: অ্যাড্রিনো ৭১০
র্যাম: ৮ জিবি ও ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি
ব্লুটুথ: ৫.১
আইপি রেটিং: আইপি ৬৫
ব্যাটারি: ৬,৫০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
চলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
১ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
২ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
৭ ঘণ্টা আগেজো বাইডেনের প্রশাসন হস্তক্ষেপ না করলে যুক্তরাষ্ট্রের কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে টিকটক। কিন্তু কোনোভাবেই এটি বিক্রি করা হবে না বলে জানিয়ে দিয়ে চীনের মালিকানাধীন এই ভিডিও শেয়ারিং অ্যাপ। যুক্তরাষ্ট্রে ব্যবসা বিক্রি অথবা বন্ধের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে টিকটকের করা আপিল গতকাল শুক্রবার সুপ্
৮ ঘণ্টা আগে