আইওএসের আপডেট ইনস্টল হবে স্বয়ংক্রিয়ভাবে

প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩, ১১: ২৫

নিয়মিতই আইফোন ও আইপ্যাডের অপারেটিং সিস্টেম আইওএসের আপডেট নিয়ে আসে অ্যাপল । নতুন এসব সংস্করণে ত্রুটি দূর করার পাশাপাশি নতুন সুবিধা যুক্ত করা হয়। তবে অনেক ব্যবহারকারীই আপডেট হওয়া আইওএস ইনস্টল করেন না। এতে করে ফোনে বিভিন্ন নিরাপত্তাত্রুটি থেকে যায়। ফলে ব্যবহারকারীর গোপনীয়তা ভঙ্গসহ নানা ঝুঁকি থেকে যায়। তাই এখন থেকে আইওএসের আপডেট উন্মুক্তের পরপরই ডিভাইসে তা স্বয়ংক্রিয়ভাবে ইনস্টলের সুবিধা নিয়ে এসেছে অ্যাপল।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, আইওএসের নতুন সংস্করণ উন্মুক্তের পর থেকেই ব্যবহারকারীদের ডিভাইস আপডেটের অনুরোধ জানায় অ্যাপল। নিয়মিত বার্তাও পাঠায়। তবে অনেকেই বিভিন্ন কারণে আপডেট করেন না। এখন থেকে আইফোনে ইন্টারনেট সংযোগ চালু থাকলেই আপডেট আসার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে তা ইনস্টল হয়ে যাবে। 

এদিকে, ব্যবহারকারীদের জন্য আইওএস ১৬ দশমিক ৪ সংস্করণ আনার অল্প সময়ের মধ্যেই ১৬ দশমিক ৪ দশমিক ১ নিয়ে আসে অ্যাপল। মূলত ২টি ত্রুটি সারিয়ে আনা হয় নতুন এই সংস্করণ। এর মধ্যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরি’র প্রতিক্রিয়া দেওয়া সংক্রান্ত ত্রুটি সারানো হয়েছে। 

অ্যাপল ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ মার্চ আইওএস অপারেটিং সিস্টেমের ১৬ দশমিক ৪ সংস্করণটি নিয়ে আসে অ্যাপল। পাশাপাশি অন্যান্য পণ্যগুলোর সফটওয়্যারের নতুন সংস্করণ আনা হয়। তবে কিছু অ্যাপল ব্যবহারকারী নতুন এই আপডেটে কিছু সমস্যার মুখোমুখি হন। আইফোনের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ সিরির প্রতিক্রিয়া পেতে সমস্যা হচ্ছিল তাঁদের । গত ৪ এপ্রিল আইওএস ১৬ দশমিক ৪ দশমিক ১ আনার কথা জানা যায়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত