অনলাইন ডেস্ক
মোবাইল ফোন কোম্পানিগুলোর প্রধান উদ্দেশ্যই থাকে নতুন প্রজন্মকে আকর্ষিত করা। প্রচলিত এ ধারণা থেকে বের হয়ে সাহসী এক পদক্ষেপ নিয়েছে গুগল। পিক্সেল ডিভাইসের সর্বশেষ সংস্করণগুলো বানানো হয়েছে মা–বাবাদের লক্ষ্য করে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে উন্মোচিত হয়েছে গুগল পিক্সেল ৮ সিরিজ এবং পিক্সেল ওয়াচ ২। নতুন সব ফিচারের জন্য এরই মধ্যে বেশ আলোচিত হয়েছে মডেলটি।
সন্তান লালন–পালন সহজ নয়। কঠিন এ কাজকে সহজ করে এমন গ্যাজেট নিয়ে সব মা–বাবারই আগ্রহ থাকবে। গুগল পিক্সেল ৮ প্রো–তে যেসব ফিচার রয়েছে—
১. নতুন তাপমাত্রার সেন্সর
পিক্সেল ৮ প্রোর সবচেয়ে আলোচিত ফিচারটি হলো—এর নতুন ক্যামেরাতে তাপমাত্রার সেন্সরও রয়েছে। ছোট শিশুদের খাবার প্রস্তুত করার সময় বারবার খাবারে তাপমাত্রা পরীক্ষা করতে হয়। এমনকি গোসলের পানি গরম করার সময়ও তাপমাত্রার বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখতে হয়। খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা দুটোই ডেকে আনতে পারে অনাকাঙ্ক্ষিত পরিণতি।
তাই গুগলের তাপমাত্রা সেন্সরের এ ফিচারটি মা–বাবাদের বেশ কাজে লাগবে।
২. গুগল অ্যাসিস্ট্যান্ট আপগ্রেডস
অন্যান্য মোবাইল ফোন কোম্পানি যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ডিভাইস তৈরির দিকে ঝুঁকছে, সেদিকে গুগল তাদের ভার্চুয়াল ভয়েস অ্যাসিস্ট্যান্ট গুগল অ্যাসিস্ট্যান্টকেই হালনাগাদ করছে।
২০২৩ সালে এসে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের পরিধি ব্যাপকভাবে প্রসারিত হয়েছে। এ প্রসারণ সম্ভব হয়েছে প্রথমে জেনারেটিভ এআই অন্তর্ভুক্ত করার মাধ্যমে। এখন গুগল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ক্ষমতা আরও বাড়িয়েছে। গুগল অ্যাসিস্ট্যান্টের স্প্যামকল চিহ্নিত করার ক্ষমতা তুলনামূলক বেশি। এমনকি স্ক্রিনকলের ক্ষেত্রেও এটি অন্যগুলোর তুলনায় ভালো সেবা দেয়।
তবে এই মডেলটির সবচেয়ে সুবিধাজনক ফিচারটি হলো— অ্যাসিস্ট্যান্ট যেকোনো কল রিসিভ করতে পারে এবং এআই ব্যবহার করে প্রসঙ্গ ভেদে উত্তরও দিতে পারবে। অপরিচিত কলের ক্ষেত্রে এর ‘আননোন কলার’ বা অপরিচিত কলার ফিচার ব্যবহার করে কে ফোন কল করেছে এবং কোন উদ্দেশ্যে ফোন করেছে তা বের করা সম্ভব।
এর একটি উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে, অনলাইনে পণ্য কেনার পর ডেলিভারি ড্রাইভার যখন পণ্য নিয়ে এসে ফোন কল করেন, তখন গুগল অ্যাসিস্ট্যান্ট তা বুঝতে পারে। এটি ব্যবহার করে কোনো স্বয়ংক্রিয় জবাব দেওয়া যায়, যেমন—‘অপেক্ষা করুন। আমি আসছি।’ অবশ্য ব্যবহারকারীকে আগে থেকে যে জবাব বেছে নেবেন, ভয়েস অ্যাসিস্ট্যান্ট সে অনুসারে কথা বলবে।
৩. এআই ক্যামেরা ফিচার
গুগল পিক্সেল ফোনের ক্যামেরার ফিচারটি বেশ জনপ্রিয়। পিক্সেল ৮ প্রো সিরিজে এর ক্যামেরার কিছু ফিচার হালনাগাদ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ‘বেস্ট টেক’ নামের ফটো এডিটিং টুল। পিক্সেল ৮ প্রো ব্যবহার করে পারিবারিক ছবিগুলো সম্পাদনা করা যাবে।
বাচ্চাদের সঙ্গে ছবি তুলতে গেলে সাধারণত তারা স্থির থাকতে চায় না। গুগলের এ মডেলের ফোনে একবারে কখনো ভালো ছবি না এলেও এডিটিং টুল ব্যবহার করে অন্য ছবি থেকে মুখের উপযুক্ত ছবি সেখানে স্থানান্তর করা যাবে।
মোবাইল ফোন কোম্পানিগুলোর প্রধান উদ্দেশ্যই থাকে নতুন প্রজন্মকে আকর্ষিত করা। প্রচলিত এ ধারণা থেকে বের হয়ে সাহসী এক পদক্ষেপ নিয়েছে গুগল। পিক্সেল ডিভাইসের সর্বশেষ সংস্করণগুলো বানানো হয়েছে মা–বাবাদের লক্ষ্য করে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে উন্মোচিত হয়েছে গুগল পিক্সেল ৮ সিরিজ এবং পিক্সেল ওয়াচ ২। নতুন সব ফিচারের জন্য এরই মধ্যে বেশ আলোচিত হয়েছে মডেলটি।
সন্তান লালন–পালন সহজ নয়। কঠিন এ কাজকে সহজ করে এমন গ্যাজেট নিয়ে সব মা–বাবারই আগ্রহ থাকবে। গুগল পিক্সেল ৮ প্রো–তে যেসব ফিচার রয়েছে—
১. নতুন তাপমাত্রার সেন্সর
পিক্সেল ৮ প্রোর সবচেয়ে আলোচিত ফিচারটি হলো—এর নতুন ক্যামেরাতে তাপমাত্রার সেন্সরও রয়েছে। ছোট শিশুদের খাবার প্রস্তুত করার সময় বারবার খাবারে তাপমাত্রা পরীক্ষা করতে হয়। এমনকি গোসলের পানি গরম করার সময়ও তাপমাত্রার বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখতে হয়। খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা দুটোই ডেকে আনতে পারে অনাকাঙ্ক্ষিত পরিণতি।
তাই গুগলের তাপমাত্রা সেন্সরের এ ফিচারটি মা–বাবাদের বেশ কাজে লাগবে।
২. গুগল অ্যাসিস্ট্যান্ট আপগ্রেডস
অন্যান্য মোবাইল ফোন কোম্পানি যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ডিভাইস তৈরির দিকে ঝুঁকছে, সেদিকে গুগল তাদের ভার্চুয়াল ভয়েস অ্যাসিস্ট্যান্ট গুগল অ্যাসিস্ট্যান্টকেই হালনাগাদ করছে।
২০২৩ সালে এসে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের পরিধি ব্যাপকভাবে প্রসারিত হয়েছে। এ প্রসারণ সম্ভব হয়েছে প্রথমে জেনারেটিভ এআই অন্তর্ভুক্ত করার মাধ্যমে। এখন গুগল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ক্ষমতা আরও বাড়িয়েছে। গুগল অ্যাসিস্ট্যান্টের স্প্যামকল চিহ্নিত করার ক্ষমতা তুলনামূলক বেশি। এমনকি স্ক্রিনকলের ক্ষেত্রেও এটি অন্যগুলোর তুলনায় ভালো সেবা দেয়।
তবে এই মডেলটির সবচেয়ে সুবিধাজনক ফিচারটি হলো— অ্যাসিস্ট্যান্ট যেকোনো কল রিসিভ করতে পারে এবং এআই ব্যবহার করে প্রসঙ্গ ভেদে উত্তরও দিতে পারবে। অপরিচিত কলের ক্ষেত্রে এর ‘আননোন কলার’ বা অপরিচিত কলার ফিচার ব্যবহার করে কে ফোন কল করেছে এবং কোন উদ্দেশ্যে ফোন করেছে তা বের করা সম্ভব।
এর একটি উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে, অনলাইনে পণ্য কেনার পর ডেলিভারি ড্রাইভার যখন পণ্য নিয়ে এসে ফোন কল করেন, তখন গুগল অ্যাসিস্ট্যান্ট তা বুঝতে পারে। এটি ব্যবহার করে কোনো স্বয়ংক্রিয় জবাব দেওয়া যায়, যেমন—‘অপেক্ষা করুন। আমি আসছি।’ অবশ্য ব্যবহারকারীকে আগে থেকে যে জবাব বেছে নেবেন, ভয়েস অ্যাসিস্ট্যান্ট সে অনুসারে কথা বলবে।
৩. এআই ক্যামেরা ফিচার
গুগল পিক্সেল ফোনের ক্যামেরার ফিচারটি বেশ জনপ্রিয়। পিক্সেল ৮ প্রো সিরিজে এর ক্যামেরার কিছু ফিচার হালনাগাদ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ‘বেস্ট টেক’ নামের ফটো এডিটিং টুল। পিক্সেল ৮ প্রো ব্যবহার করে পারিবারিক ছবিগুলো সম্পাদনা করা যাবে।
বাচ্চাদের সঙ্গে ছবি তুলতে গেলে সাধারণত তারা স্থির থাকতে চায় না। গুগলের এ মডেলের ফোনে একবারে কখনো ভালো ছবি না এলেও এডিটিং টুল ব্যবহার করে অন্য ছবি থেকে মুখের উপযুক্ত ছবি সেখানে স্থানান্তর করা যাবে।
অ্যাপল ব্যবহারকারীদের এনক্রিপ্টেড ক্লাউড পরিষেবাতে প্রবেশের জন্য কোম্পানিটির কাছে একটি ব্যাকডোর বা গোপন কৌশল তৈরির আদেশ দেয় যুক্তরাজ্য সরকার। মূলত অ্যাপলের আইক্লাউড ডেটা ব্যাকআপে প্রবেশের জন্য সরকারকে বিশেষ অনুমতি দেওয়ার উদ্দেশ্যে এই আদেশটি দেওয়া হয়। তবে এই আদেশের বিরুদ্ধে আপিল করেছে অ্যাপল। সংশ্লিষ
১ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত বিভিন্ন বার্তা আসার ফলে চ্যাটবক্সটি অনেক সময় অগোছালো মনে হতে পারে। আবার কিছু মেসেজ পড়া হয়ে গেলেও বিভিন্ন কারণে সেগুলো মুছে ফেলতেও ইচ্ছা হয় না। এসব দোটানায় থাকলে মেসেজগুলো আর্কাইভ করে রাখতে পারেন। এ ছাড়া এই ফিচারের আরেকটি সুবিধা হলো—ব্যক্তিগত চ্যাটগুলো অন্যদের কাছ থেকে গোপন করে
৩ ঘণ্টা আগেঅ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ নতুন চারটি ফিচার চালু করল গুগল। প্রতারণামূলক বা স্ক্যাম বার্তা থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি ফিচারগুলো নিরাপদে লোকেশন শেয়ারের সুবিধা, ওয়েব ব্রাউজিংয়ের সময় দাম দেখা ও গাড়ি পার্ক করা অবস্থায় বিনোদন পাওয়ার সুযোগ দেবে।
১৮ ঘণ্টা আগেসেমিকন্ডাক্টর শিল্পের ভর্তুকি আইন বাতিল করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য গত মঙ্গলবার মার্কিন আইনপ্রণেতাদের উদ্দ্যেশ্য তিনি বলেন, তাঁদের উচিত ২০২২ সালের ঐতিহাসিক দ্বিদলীয় আইনটি বাতিল করা। সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন ও তৈরির জন্য ৫২ দশমিক ৭ বিলিয়ন বা ৫ হাজার ২৭০ কোটি ডলার...
২০ ঘণ্টা আগে