অনলাইন ডেস্ক
ভারতের তামিলনাড়ুতে অ্যাপলের পরবর্তী প্রজন্মের ফোন আইফোন ১৫ উৎপাদন হবে। শ্রীপেরামবুদুর শহরে ফক্সকন টেকনোলজি গ্রুপের কারখানা থেকে অ্যাপলের সবচেয়ে নতুন পণ্য সরবরাহের প্রস্তুতি চলছে। এর ফলে চীনের উৎপাদন ঘাঁটি ও ভারতের কার্যক্রমের মধ্যে ব্যবধান ঘুচবে বলে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চীন থেকে অ্যাপলের কারখানা গুটিয়ে নেওয়া হয়েছে। সেখান থেকে মালামাল নিয়ে জাহাজ যাত্রা শুরুর কয়েক সপ্তাহ পর এই তথ্য জানা গেল। কোম্পানিটি ধীরে ধীরে ভারতে আইফোন উৎপাদন বাড়াবে।
ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে ঘনীভূত উত্তেজনাকে কেন্দ্র করে অ্যাপল তাদের পণ্য সরবরাহ নিয়ে কোনো ঝুঁকি রাখতে চায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময়ে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। ভারত প্রযুক্তি উৎপাদনের হাব বা কেন্দ্রস্থল হয়ে উঠছে।
এর আগে ভারতে অল্প কিছু আইফোন ১৪ সংযোজন করা হতো। মার্চ পর্যন্ত ৭ শতাংশ আইফোন ভারতে উৎপাদন হতো। এই বছরে ভারত ও চীনের উৎপাদন সমান সমান করতে চায় অ্যাপল।
নতুন আইফোন ১৫ সিরিজটি ১২ সেপ্টেম্বরে বাজারে আসার সম্ভাবনা আছে। গত তিন বছরের মধ্যে এই সিরিজে সবচেয়ে বড় আপডেট থাকার সম্ভাবনা আছে। এর ক্যামেরা সিস্টেমেও বড় আপডেট থাকবে এবং আরও মডেল উন্নত ৩ ন্যানোমিটার এ১৬ প্রসেসর পাবে।
ফক্সকন ছাড়াও পেগাট্রন ও উইসট্রোন কোম্পানি ভারতে অ্যাপলের সরবরাহকারী। এই দুই কোম্পানিকে টাটা গ্রুপ অধিগ্রহণ করেছে। এরাও শিগগিরই আইফোন ১৫ সংযোজন শুরু করবে।
অ্যাপল ভারতে ব্যবসা প্রসারিত করছে। মোদি সরকারের নানা অর্থনৈতিক প্রণোদনার মাধ্যমে ভারতে উচ্চ মানের উৎপাদন সম্ভব হচ্ছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, মার্চে শেষ হওয়া অর্থবছরে ভারতে তিন গুণ বেশি প্রায় ৭০০ কোটি ডলারের অ্যাপল পণ্য উৎপাদন হয়।
গত এপ্রিলে ভারতে প্রথম আউটলেট খুলেছে অ্যাপল। অ্যাপলের গ্যজেট বিক্রি ও উৎপাদনের জন্য ভারতের বাজার দীর্ঘ মেয়াদে সম্ভাবনাময়। অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক গত এপ্রিলে ভারত সফরে এসে মোদির সঙ্গে সাক্ষাতের পর বলেন, তিনি ভারতজুড়ে বিনিয়োগ করতে চান।
ভারতের তামিলনাড়ুতে অ্যাপলের পরবর্তী প্রজন্মের ফোন আইফোন ১৫ উৎপাদন হবে। শ্রীপেরামবুদুর শহরে ফক্সকন টেকনোলজি গ্রুপের কারখানা থেকে অ্যাপলের সবচেয়ে নতুন পণ্য সরবরাহের প্রস্তুতি চলছে। এর ফলে চীনের উৎপাদন ঘাঁটি ও ভারতের কার্যক্রমের মধ্যে ব্যবধান ঘুচবে বলে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চীন থেকে অ্যাপলের কারখানা গুটিয়ে নেওয়া হয়েছে। সেখান থেকে মালামাল নিয়ে জাহাজ যাত্রা শুরুর কয়েক সপ্তাহ পর এই তথ্য জানা গেল। কোম্পানিটি ধীরে ধীরে ভারতে আইফোন উৎপাদন বাড়াবে।
ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে ঘনীভূত উত্তেজনাকে কেন্দ্র করে অ্যাপল তাদের পণ্য সরবরাহ নিয়ে কোনো ঝুঁকি রাখতে চায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময়ে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। ভারত প্রযুক্তি উৎপাদনের হাব বা কেন্দ্রস্থল হয়ে উঠছে।
এর আগে ভারতে অল্প কিছু আইফোন ১৪ সংযোজন করা হতো। মার্চ পর্যন্ত ৭ শতাংশ আইফোন ভারতে উৎপাদন হতো। এই বছরে ভারত ও চীনের উৎপাদন সমান সমান করতে চায় অ্যাপল।
নতুন আইফোন ১৫ সিরিজটি ১২ সেপ্টেম্বরে বাজারে আসার সম্ভাবনা আছে। গত তিন বছরের মধ্যে এই সিরিজে সবচেয়ে বড় আপডেট থাকার সম্ভাবনা আছে। এর ক্যামেরা সিস্টেমেও বড় আপডেট থাকবে এবং আরও মডেল উন্নত ৩ ন্যানোমিটার এ১৬ প্রসেসর পাবে।
ফক্সকন ছাড়াও পেগাট্রন ও উইসট্রোন কোম্পানি ভারতে অ্যাপলের সরবরাহকারী। এই দুই কোম্পানিকে টাটা গ্রুপ অধিগ্রহণ করেছে। এরাও শিগগিরই আইফোন ১৫ সংযোজন শুরু করবে।
অ্যাপল ভারতে ব্যবসা প্রসারিত করছে। মোদি সরকারের নানা অর্থনৈতিক প্রণোদনার মাধ্যমে ভারতে উচ্চ মানের উৎপাদন সম্ভব হচ্ছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, মার্চে শেষ হওয়া অর্থবছরে ভারতে তিন গুণ বেশি প্রায় ৭০০ কোটি ডলারের অ্যাপল পণ্য উৎপাদন হয়।
গত এপ্রিলে ভারতে প্রথম আউটলেট খুলেছে অ্যাপল। অ্যাপলের গ্যজেট বিক্রি ও উৎপাদনের জন্য ভারতের বাজার দীর্ঘ মেয়াদে সম্ভাবনাময়। অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক গত এপ্রিলে ভারত সফরে এসে মোদির সঙ্গে সাক্ষাতের পর বলেন, তিনি ভারতজুড়ে বিনিয়োগ করতে চান।
বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদানের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহৃত হয়। তবে ফোন হারিয়ে গেলে বা অন্য কারণে এসব মূল্যবান কথোপকথন বা গুরুত্বপূর্ণ ডেটা হারিয়ে যেতে পারে। তাই সঠিক সময়ে ব্যাকআপ করে রাখতে হয়। হোয়াটসঅ্যাপের ব্যাকআপ ফিচারের মাধ্যমে সহজেই আপনার সমস্ত চ্যাট, মিডিয়া ফাইল ও ভয়েস...
২০ ঘণ্টা আগেজাপানি প্রতিষ্ঠান শিমাদজু করপোরেশন বাজারে এনেছে বিশ্বের সবচেয়ে নির্ভুল ঘড়ি ‘এথার ক্লক ওসি জিরো টু জিরো’। স্ট্রনটিয়াম অপটিক্যাল ল্যাটিস প্রযুক্তির এই ঘড়ি এক হাজার বছরে মাত্র এক সেকেন্ড বিচ্যুত হয়। গবেষণার জন্য তৈরি ঘড়িটির দাম ৩৩ লাখ ডলার।
১ দিন আগেগুগল তাদের সার্চ ফিচারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। গত বুধবার কোম্পানিটি ঘোষণা করেছে, তারা নতুন একটি অভিনব এআই টুল নিয়ে এসেছে। যার নাম–‘এআই মোড’। এটি ব্যবহারকারীদের জটিল এবং বহুস্তরের প্রশ্নের জন্য উন্নত উত্তর দেবে, যেগুলোর জন্য সাধারণত একাধিক অনুসন্ধানের প্রয়োজন হয়।
২ দিন আগেবিশ্বখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা টুল চ্যাটজিপিটি এর নির্মাতা ওপেনএআই–এর সঙ্গে পাঁচ বছরের অংশীদারত্ব ঘোষণা করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই অংশীদারত্বের মাধ্যমে অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকেরা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের সুবিধা পাবেন...
২ দিন আগে