Ajker Patrika

আইফোনের বিক্রি কমেছে, অ্যাপলের শেয়ারের দরপতন

অনলাইন ডেস্ক
আইফোনের বিক্রি কমেছে, অ্যাপলের শেয়ারের দরপতন

তৃতীয় প্রান্তিকে (এপ্রিল–জুন) আইফোন নির্মাতা অ্যাপলের রাজস্ব আয় আগের বছরের একই সময়ের চেয়ে ১ দশমিক ৪ শতাংশ কমে ৮ হাজার ১৮০ কোটি ডলারে নেমেছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত কোম্পানির আর্থিক বিবরণীতে এ তথ্য তুলে ধরা হয়েছে। 

রাজস্ব আয় কমার খবরের মধ্যে ১ শতাংশ দরপতনের পর লেনদেন শেষে অ্যাপলের শেয়ার ১৮৯ দশমিক ২৮ ডলারে বিক্রি হচ্ছে। 

তবে রাজস্ব আয় কমলেও কোম্পানির নিট মুনাফা বেড়েছে। তৃতীয় প্রান্তিক শেষে অ্যাপলের মুনাফা ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৯৯০ কোটি ডলারে ওঠেছে। শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫ শতাংশ বেড়ে ১ দশমিক ২৬ ডলার হয়েছে। 

অ্যাপলের মোট রাজস্ব আয়ের অর্ধেক আয় আসে আইফোন বিক্রি। কিন্তু এই প্রান্তিকে অ্যাপলের আইফোনের বিক্রয় ২ দশমিক ৪ শতাংশ কমেছে। 

এছাড়া চলতি বছরের এপ্রিল-জুন সময়ে গবেষণা ও উন্নয়ন খাতে  অ্যাপলের মোট ব্যয় হয়েছে ২ হাজার ২৬১ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩১২ কোটি ডলার বেশি।

অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক রয়টার্সকে বলেন, বড় প্রযুক্তি কোম্পানির সঙ্গে পাল্লা দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণা ও উন্নয়নে অনেক খরচ হয়েছে, যার ফলে মোট ব্যয় বেড়ে গেছে।   

তিনি আরও বলেন, ‘আমরা বহু বছর ধরে জেনারেটিভ এআইসহ বিভিন্ন এআই প্রযুক্তি নিয়ে গবেষণা করে আসছি। এই খাতে আমরা বিনিয়োগ ও উদ্ভাবন চালিয়ে যাব এবং মানুষের জীবনকে সমৃদ্ধ করতে এসব প্রযুক্তির সাহায্যে পণ্যের উন্নয়নে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব।’

অ্যাপলের পণ্যগুলিতে নতুন বৈশিষ্ট্য হিসাবে যুক্ত হবে এআই। এই প্রযুক্তি দিয়ে আইফোনে রিয়েল টাইমে বা তাৎক্ষণিকভাবে ভয়েস মেইল বার্তাকে লেখায় রূপান্তরিত কপি করা যাবে। এই শরতেই সেবাটি চালু হবে।  

রয়টার্সকে কুক আরো বলেন, চীনে আইফোন বিক্রির হার বেড়েছে। অন্যান্য পরিষেবার বিক্রিও বেড়েছে। 

এই প্রান্তিকে বৃহত্তর চীন অঞ্চলে অ্যাপলের পণ্য বিক্রি হয়েছে ১ হাজার ৫৭৬ কোটি ডলারের, যা গত বছরের এই সময়ে ছিল ১ হাজার ৪৬০ কোটি ডলার। অর্থাৎ প্রায় আট শতাংশ বেড়েছে। আর অ্যাপলের পরিষেবা থেকে মোট রাজস্ব আয় দাঁড়িয়েছে ২ হাজার ১২১ কোটি ডলারে। 

অ্যাপলের প্ল্যাটফর্মে একশ কোটি গ্রাহক আছে। এর মধ্যে অ্যাপল পরিষেবা ও তৃতীয় পক্ষের অ্যাপ উভয়ই রয়েছে। এই সংখ্যা গত বছর ৯৭ কোটি ৫০ লাখ ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত