Ajker Patrika

স্যামসাংয়ের স্পেস জুম ফিচার পুরোটাই ‘ফাঁকি’

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২১: ০৩
স্যামসাংয়ের স্পেস জুম ফিচার পুরোটাই ‘ফাঁকি’

স্যামসাংয়ের ‘আল্ট্রা’ সিরিজের স্মার্টফোন গুলোর অন্যতম ফিচার হলো জুম ক্যামেরা। অনেক দূরের ছবিও একেবারে স্পষ্ট আসে এই ফোনে। স্যামসাং গ্যালাক্সি এস ২৩ আলট্রাতে ‘স্পেস জুম’ নামের আলাদা একটি ফিচারও রয়েছে। এই ফিচার ব্যবহার করে চাঁদেরও স্পষ্ট ছবি তোলা সম্ভব বলে দাবি করে আসছে স্যামসাং। তবে সম্প্রতি এক রেডিট ব্যবহারকারী দাবি করেছে, এই ফিচারটি ভুয়া।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, আইব্রেকফটোজ নামের ওই রেডিট ব্যবহারকারী প্ল্যাটফর্মে লিখেছেন, ‘ক্যামেরায় আসল ছবিটা ঝাপসা আসে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ছবিটা সংশ্লেষন করে নিখুঁত করা হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে চাঁদের গহ্বরগুলি বসিয়ে দেওয়া হচ্ছে। 

তিনি আরও বলেন, ‘এখনই এই বিষয়ে একটি তদন্ত হওয়া উচিত। অনেকেই এস২০ আল্ট্রার লেটেস্ট জুম লেন্স দিয়ে তোলা চাঁদের ছবি দেখে অবাক হয়েছেন। কিন্তু আমার এর সত্যতা সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে। কারণ ছবিগুলো একটু বেশিই নিখুঁত। ছবিগুলি একেবারে ভুয়া , তা বলছি না। তবে সম্পূর্ণরূপে আসল, এমনটাও নয়।’ 

ছবির সত্যতা পরীক্ষার জন্য এই ব্যবহারকারী ইন্টারনেট থেকে চাঁদের একটি হাই রেজ্যুলেশনের ছবি ডাউনলোড করেন। পরে সেটিকে ১৭০*১৭০ পিক্সেলে ছোট করেন। তারপর তিনি ছবিটাকে ফটোশপের মাধ্যমে ঝাপসা করেন। এরপর তিনি একটি কম্পিউটার মনিটরে ছবিটি ফুল-স্ক্রিন করেন। এরপর ঘর অন্ধকার করে দূরে গিয়ে দাঁড়ান। এরপর স্যামসাংয়ের ফোনে সেই স্পেস জুম ব্যবহার করে চাঁদের ছবি তোলেন। এরপর দেখা যায়, সেই ঝাপসা ছবিই একেবারে ঝকঝকে হয়ে এসেছে স্যামসাংয়ের ফোনে। যেখানে আসল ছবিটাই ঝাপসা, সেখানে ফোনে কীভাবে এত স্পষ্ট ছবি এসেছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

তাঁর মতে, পুরোটা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে করা হয়েছে। অর্থাৎ, ক্যামেরার লেন্সে ছবিটা ঝাপসাই এসেছে। তবে ছবিটা প্রসেসিংয়ের সময়ে সফটওয়্যার তাতে চাঁদের ‘দাগগুলো’ বসিয়ে দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত