ডুয়েল সেলফি ক্যামেরার শাওমি ১৪ সিভি স্মার্টফোন, স্পেসিফিকেশনসহ সুবিধা–অসুবিধা জেনে নিন

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ১৪: ৪৪
আপডেট : ১৩ জুন ২০২৪, ১৬: ২৬
Thumbnail image

শাওমির প্রথম সিনেম্যাটিক ভিশনের স্মার্টফোন শাওমি ১৪ সিভি ফোনটি ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছে। ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এস জেন ৩ চিপসেট রয়েছে ও ক্যামেরাতে লাইকা ব্র্যান্ডের ক্যামেরা সেন্সর রয়েছে। সেই সঙ্গে অ্যামলেড কার্ভ ডিসপ্লে রয়েছে।

শাওমির ১৪ সিভির দাম
শাওমির ১৪ সিভি মডেলের ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ৪৭ হাজার ৯৯ রুপি বা ৬৭ হাজার ১৭৬ টাকা। আর ৮ জিবি ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ৪২ হাজার ৯৯৯ রুপি বা ৬০ হাজার ১৭৮ টাকা।

শাওমি ১৪ ক্যামেরার সুবিধা
শাওমি ১৪ একটি ফোনেই সব ধরনের সুবিধা দেওয়া চেষ্টা করেছে কোম্পানিটি। এতে শক্তিশালী চিপসেট ব্যবহার করা হয়েছে। ফলে এতে মাল্টিটাস্কিংয়ে কোনো অসুবিধা হবে না। 

ফোনটির সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো এর ক্যামেরা। এর পেছনে তিনটি ক্যামেরা রয়েছে এবং ক্যামেরার লেন্স হিসেবে লাইকা সেন্সর ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরা দিয়ে দুটি স্টাইলে ছবি তোলা যাবে—লাইকা অথেনটিক ও লাইকা ভাইব্রেন্ট। উজ্জ্বল রঙের ছবি তোলার জন্য লাইকা ভাইব্রেন্ট স্টাইলে ছবি তুলতে হবে। 

খুব কমসংখ্যক ফোনে দুটি সেলফি ক্যামেরা থাকে। শাওমির এই ফোনে ডুয়েল ক্যামেরা দিয়ে আরও উন্নত মানের সেলফি তোলা যাবে।

ফোনটির গড়ন খুবই চিকন ও হালকা। তবে এর ডিসপ্লে অনেক ভালো। এর উজ্জ্বলতার ক্ষমতা হলো তিন হাজার নিটস। ফোনটির ডিসপ্লেতে সব ধরনের মিডিয়া দেখতে ভালো লাগবে। ফোনে অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড ১৪। তবে পরবর্তী সফটওয়্যারগুলো আপডেট হবে। এতে ৪৭০০ এমএইচ ব্যাটারি ও ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকার কারণে ফোনটি খুবই দ্রুত চার্জ হবে। 

ফোনটিতে পাবজি ও কল অব ডিউটির মতো বড় গেমগুলো অনায়াসে খেলা যাবে। 

ফোনটির সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো এর ক্যামেরা। ছবি: শাওমিফোনটির অসুবিধা 
অনেকে প্রযুক্তি বিশ্লেষকের মতে, ব্যাটারির চার্জ বেশিক্ষণ থাকবে না। কারণ, এতে শক্তিশালী প্রসেসর ও রিফ্রেশ রেট বেশি রয়েছে। ফোনটিতে কোনো মেমোরি কার্ড বা মাইক্রোএসডি কার্ড স্লট নেই। তাই এর স্টোরেজ বাড়ানো যাবে না। যারা ফোনের মধ্যে অনেক ছবি, ভিডিও ও ফাইল জমা রাখেন—তাঁরা এ জন্য সমস্যার সম্মুখীন হতে পারে।

আর ফোনটির ব্যাক প্যানেল বা পেছনের অংশ কাচের। তাই এটি সাবধানে ধরে রাখতে হবে। কারণ, এটি কাচ কিছুটা পিচ্ছিল হয়।

ফোনটির সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো এর ক্যামেরা। ছবি: শাওমিশাওমি ১৪ সিভির স্পেসিফিকেশন 
পেছনের ক্যামেরা: ত্রিপল ক্যামেরা—৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা ও ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। 
সেলফি ক্যামেরা: ডুয়েল ক্যামেরা ৩২ মেগাপিক্সেল। 
নেটওয়ার্ক: ৫জি। 
ওজন: ১৭৭ গ্রাম।
পুরুত্ব: ৭ দশমিক ৪ এমএম। 
সিম: ডুয়েল সিম।
ডিসপ্লে: ৬ দশমিক ৫৫ ইঞ্চির অ্যামলেড ডিসপ্লে, এইচডিআর ১০ ‍+।
প্রোটেকশন: কর্নিং গোরিলা গ্লাস ভিকটাস ২। 
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ। 
ব্রাইটনেস: ৩০০০ নিটস।
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস। 
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ এস জেন ৩। 
সিপিইউ: অক্টা কোর।
জিপিইউ: অ্যাডরেনো ৭৩৫। 
মেমোরি: ৮ জিবি ও ১২ জিবি।
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি ও ৫১২ জিবি। 
ব্লুটুথ: ৫.৪। 
এনএফসি: আছে। 
ইনফারেড পোর্ট: আছে। 
ইউএসবি: ইউএসবি সি। 
ব্যাটারি: ৪৭০০ এমএএইচ।
চার্জিং: ৬৭ ওয়াট।
রঙ: সবুজ, নীল ও কালো। 

তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত