অনলাইন ডেস্ক
গত মে মাসে বাংলাদেশের বাজারে এসেছে অপো কোম্পানির নতুন স্মার্টফোন এ৬০। এই মিড রেঞ্জের বাজেট ফোনটি গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলছে। ফোনটিতে শক্তিশালী ৬ এনএমের অক্টাকোর স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট রয়েছে। ব্যাটারিতে রয়েছে ফাস্ট চার্জিং সুবিধা ও ৯৫০ নিট আলট্রা ব্রাইট ডিসপ্লে। ফোনটি কেনার আগে এর দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিন।
দাম ও রং: ফোনটির ১৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণটির মূল্য মাত্র ২৪,৯৯০ টাকা এবং ১৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণটি মূল্য মাত্র ২২,৯৯০ টাকা। মডেলটি নীল ও বেগুনি রঙে পাওয়া যাবে।
ডিজাইন: ফোনটি অনেক টেকসই হবে। এতে অ্যান্টি-ড্রপ গ্লাস স্ক্রিন ও ডাবল টেম্পারড গ্লাস ব্যবহার করা হয়েছে। ফলে হাত থেকে পড়ে গেলেও ডিসপ্লে ভেঙে যাওয়ার সম্ভাবনা কম। মিলিটারি-গ্রেড শক প্রতিরোধী ফিচারও ব্যবহার করা হয়েছে। পরীক্ষা করে দেখা গেছে ১ দশমিক ২২ মিটার উচ্চতা থেকে ২৬ বার ফেলে দিলেও ফোনটি অক্ষত থাকে।
ফোনটি ২ দশমিক ৫ ডি এর কার্ভ ডিসপ্লেও ব্যবহার করা হয়েছে। ডান পাশে পাওয়ার বাটন থাকবে। সেই সঙ্গে দুটি সিম ও মাইক্রোএসডির জন্য ত্রিপল কার্ড ট্রে থাকবে। এর নিচে ইউএসবি সি পোর্ট, স্পিকার ও ৩ .৫ এমএম অডিও জ্যাক রয়েছে।
ফোনটির অসাধারণ ডুয়েল স্টেরিও স্পিকার এক অন্য মাত্রা দেবে। ৩০০% ভলিউম বুস্টের মাধ্যমে কোলাহলপূর্ণ কনসার্টের মধ্যে বা ট্র্যাফিক জ্যামে বসে এর স্পষ্ট শব্দ শোনা যাবে সহজেই।
চার্জিং: দ্রুত চার্জিং ও ব্যাটারির স্থায়ীত্বের জন্য পরিচিত অপোর সুপারভুক প্রযুক্তি, এটি বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে। অপো এ ৬০-এর ৪৫ ডব্লিউ সুপারভুক ফ্ল্যাশ চার্জ প্রযুক্তির কারণে এর ৫০০০ এমএএইচ ব্যাটারির ৫০ শতাংশ চার্জ হয় মাত্র ৩০ মিনিটে। আর সম্পূর্ণ চার্জিং শেষ হতে মাত্র ৭৫ মিনিট সময় লাগে।
ক্যামেরা: অপো এ৬০ এর পেছনে দুটি ক্যামেরা রয়েছে—অটোফোকাস সুবিধাসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল প্রোর্টেইট ক্যামেরা। এই ক্যামেরা ১০ গুণ পর্যন্ত ডিজিটাল জুম করতে পারে। আর ৩০ এফপিএসে ১০৮০ পিক্সেলের ভিডিও ধারণ করতে পারে।
পেছনের ক্যামেরা দিয়ে নাইট, প্রো, প্যানো, প্রোর্টেইট, টাইম ল্যাপস, টেক্সট স্ক্যানার, ডুয়াল ভিউ ভিডিও ধারণের মতো কাজ করা যায়। আর সামনের ক্যামেরাতে ৮ মেগাপিক্সেল সেন্সর রয়েছে।
অপো এ৬০: সুবিধা
১. অডিও জ্যাক রয়েছে।
২. স্টেরিও স্পিকার রয়েছে।
৩. আইপি ৫৪ ডাস্ট ও স্প্লাস রেজিস্ট্যান্স। অর্থাৎ সামান্য পানি ও ধুলায় ফোনের ক্ষতি হবে না।
৪. আইপিএস এলসিডি ডিসপ্লে।
৫. অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালারওএস ১৪।
৬. বড় ব্যাটারি ও ফাস্ট চার্জিং সুবিধা।
৭. সাইড মাউন্ডেড ফিঙ্গারপ্রিন্ট।
অপো এ৬০: অসুবিধা
১. গোরিলা গ্লাসের সুরক্ষা নেই।
২.৪কে ভিডিও ধারণা করা যাবে না।
৩. ক্যামেরা সাধারণ।
৪. মাল্টিটাস্কিং ও বড় গেম খেলতে অসুবিধা
৫. কম রেজল্যুশনের ডিসপ্লে
৬. রিভার্স চার্জিংয়ের সুবিধা নেই।
৭. এনএফসি ও ৫জি সমর্থন নেই।
স্পেসিফিকেশন: এক ঝলকে অপো এ৬০
পেছনের ক্যামেরা: অটোফোকাস সুবিধাসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল প্রোর্টেইট ক্যামেরা। অপো এ৬০ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৪জি
আয়তন: ১৬৫.৭১ এমএম x ৭৬.০২ এমএম X ৭.৬৮ এমএম
ওজন: ১৮৬ গ্রাম
সিম: ডুয়েল সিম
ডিসপ্লে: আইপিএস এলসিডি ডিসপ্লে
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ
ব্রাইটনেস: ৯৫০ নিট
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালারওএস ১৪
চিপসেট: ৬ এনএমের অক্টাকোর স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট
জিপিইউ: অ্যাডরিনো ৬১০
মেমোরি: ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
স্পিকার: স্টেরিও
ব্লুটুথ: ৫.০
এনএফসি: নেই
রেডিও: নেই
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
চার্জিং: ৪৫ ওয়াট
রঙ: নীল ও বেগুনি
৫ জি, এনএফসি ও ৪কে ভিডিও ধারণের সুবিধা না থাকলেও প্রতিদিনের সাধারণকাজগুলো এর মাধ্যমে করা যাবে। এর ব্যাটারি লাইফও ভালো। তাই ফোনের চার্জ ফুরিয়ে যাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। খুব দ্রুত চার্জ হবে। কম দামি ভালো মোবাইল ফোনের বিবেচনায় তাই এই ফোন উতরে যায়।
গত মে মাসে বাংলাদেশের বাজারে এসেছে অপো কোম্পানির নতুন স্মার্টফোন এ৬০। এই মিড রেঞ্জের বাজেট ফোনটি গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলছে। ফোনটিতে শক্তিশালী ৬ এনএমের অক্টাকোর স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট রয়েছে। ব্যাটারিতে রয়েছে ফাস্ট চার্জিং সুবিধা ও ৯৫০ নিট আলট্রা ব্রাইট ডিসপ্লে। ফোনটি কেনার আগে এর দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিন।
দাম ও রং: ফোনটির ১৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণটির মূল্য মাত্র ২৪,৯৯০ টাকা এবং ১৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণটি মূল্য মাত্র ২২,৯৯০ টাকা। মডেলটি নীল ও বেগুনি রঙে পাওয়া যাবে।
ডিজাইন: ফোনটি অনেক টেকসই হবে। এতে অ্যান্টি-ড্রপ গ্লাস স্ক্রিন ও ডাবল টেম্পারড গ্লাস ব্যবহার করা হয়েছে। ফলে হাত থেকে পড়ে গেলেও ডিসপ্লে ভেঙে যাওয়ার সম্ভাবনা কম। মিলিটারি-গ্রেড শক প্রতিরোধী ফিচারও ব্যবহার করা হয়েছে। পরীক্ষা করে দেখা গেছে ১ দশমিক ২২ মিটার উচ্চতা থেকে ২৬ বার ফেলে দিলেও ফোনটি অক্ষত থাকে।
ফোনটি ২ দশমিক ৫ ডি এর কার্ভ ডিসপ্লেও ব্যবহার করা হয়েছে। ডান পাশে পাওয়ার বাটন থাকবে। সেই সঙ্গে দুটি সিম ও মাইক্রোএসডির জন্য ত্রিপল কার্ড ট্রে থাকবে। এর নিচে ইউএসবি সি পোর্ট, স্পিকার ও ৩ .৫ এমএম অডিও জ্যাক রয়েছে।
ফোনটির অসাধারণ ডুয়েল স্টেরিও স্পিকার এক অন্য মাত্রা দেবে। ৩০০% ভলিউম বুস্টের মাধ্যমে কোলাহলপূর্ণ কনসার্টের মধ্যে বা ট্র্যাফিক জ্যামে বসে এর স্পষ্ট শব্দ শোনা যাবে সহজেই।
চার্জিং: দ্রুত চার্জিং ও ব্যাটারির স্থায়ীত্বের জন্য পরিচিত অপোর সুপারভুক প্রযুক্তি, এটি বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে। অপো এ ৬০-এর ৪৫ ডব্লিউ সুপারভুক ফ্ল্যাশ চার্জ প্রযুক্তির কারণে এর ৫০০০ এমএএইচ ব্যাটারির ৫০ শতাংশ চার্জ হয় মাত্র ৩০ মিনিটে। আর সম্পূর্ণ চার্জিং শেষ হতে মাত্র ৭৫ মিনিট সময় লাগে।
ক্যামেরা: অপো এ৬০ এর পেছনে দুটি ক্যামেরা রয়েছে—অটোফোকাস সুবিধাসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল প্রোর্টেইট ক্যামেরা। এই ক্যামেরা ১০ গুণ পর্যন্ত ডিজিটাল জুম করতে পারে। আর ৩০ এফপিএসে ১০৮০ পিক্সেলের ভিডিও ধারণ করতে পারে।
পেছনের ক্যামেরা দিয়ে নাইট, প্রো, প্যানো, প্রোর্টেইট, টাইম ল্যাপস, টেক্সট স্ক্যানার, ডুয়াল ভিউ ভিডিও ধারণের মতো কাজ করা যায়। আর সামনের ক্যামেরাতে ৮ মেগাপিক্সেল সেন্সর রয়েছে।
অপো এ৬০: সুবিধা
১. অডিও জ্যাক রয়েছে।
২. স্টেরিও স্পিকার রয়েছে।
৩. আইপি ৫৪ ডাস্ট ও স্প্লাস রেজিস্ট্যান্স। অর্থাৎ সামান্য পানি ও ধুলায় ফোনের ক্ষতি হবে না।
৪. আইপিএস এলসিডি ডিসপ্লে।
৫. অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালারওএস ১৪।
৬. বড় ব্যাটারি ও ফাস্ট চার্জিং সুবিধা।
৭. সাইড মাউন্ডেড ফিঙ্গারপ্রিন্ট।
অপো এ৬০: অসুবিধা
১. গোরিলা গ্লাসের সুরক্ষা নেই।
২.৪কে ভিডিও ধারণা করা যাবে না।
৩. ক্যামেরা সাধারণ।
৪. মাল্টিটাস্কিং ও বড় গেম খেলতে অসুবিধা
৫. কম রেজল্যুশনের ডিসপ্লে
৬. রিভার্স চার্জিংয়ের সুবিধা নেই।
৭. এনএফসি ও ৫জি সমর্থন নেই।
স্পেসিফিকেশন: এক ঝলকে অপো এ৬০
পেছনের ক্যামেরা: অটোফোকাস সুবিধাসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল প্রোর্টেইট ক্যামেরা। অপো এ৬০ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৪জি
আয়তন: ১৬৫.৭১ এমএম x ৭৬.০২ এমএম X ৭.৬৮ এমএম
ওজন: ১৮৬ গ্রাম
সিম: ডুয়েল সিম
ডিসপ্লে: আইপিএস এলসিডি ডিসপ্লে
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ
ব্রাইটনেস: ৯৫০ নিট
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালারওএস ১৪
চিপসেট: ৬ এনএমের অক্টাকোর স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট
জিপিইউ: অ্যাডরিনো ৬১০
মেমোরি: ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
স্পিকার: স্টেরিও
ব্লুটুথ: ৫.০
এনএফসি: নেই
রেডিও: নেই
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
চার্জিং: ৪৫ ওয়াট
রঙ: নীল ও বেগুনি
৫ জি, এনএফসি ও ৪কে ভিডিও ধারণের সুবিধা না থাকলেও প্রতিদিনের সাধারণকাজগুলো এর মাধ্যমে করা যাবে। এর ব্যাটারি লাইফও ভালো। তাই ফোনের চার্জ ফুরিয়ে যাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। খুব দ্রুত চার্জ হবে। কম দামি ভালো মোবাইল ফোনের বিবেচনায় তাই এই ফোন উতরে যায়।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
১ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৯ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
২১ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১ দিন আগে