অনলাইন ডেস্ক
২০২৫ সালের শুরুতে বেশ কিছু শক্তিশালী পণ্য উন্মোচনের জন্য প্রস্তুতি নিচ্ছে টেক জায়ান্ট অ্যাপল। নতুন ম্যাকবুক এয়ার থেকে শুরু করে সাশ্রয়ীমূল্যের আইফোন সিরিজও বাজারে নিয়ে আসতে হতে পারে।
এখানে অ্যাপলের পণ্যগুলোর তালিকা দেওয়া হলো, যা ২০২৫ সালের শুরুতে আসবে বলে আশা করা হচ্ছে।
১. এম ৪ ম্যাকবুক এয়ার
অ্যাপলের সবচেয়ে জনপ্রিয় ম্যাক পণ্যের পরবর্তী আপগ্রেড আসছে। নতুন ম্যাকবুক এয়ারে যে ফিচারগুলো থাকতে পারে, তা হলো—
এটি একটি শক্তিশালী আপডেট হতে পারে, এবং মার্চ মাসে এর লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ২০২৪ সালের এম ৩ ম্যাকবুক এয়ারের মতোই।
২. আইফোন এসই ৪
অ্যাপল তাদের নতুন বাজেটবান্ধব আইফোন এসই ৪ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। এই ডিভাইসেও আগামী বছরের মার্চে উন্মোচিত হতে পারে। নতুন আইফোন এসই ৪-এ যে ফিচারগুলো থাকবে, তা হলো—
এই ফোনটির দাম ৪৯৯ ডলারের নিচে হতে পারে, যা বাজেটের জন্য একটি দুর্দান্ত অপশন।
৩. ‘হোমপ্যাড’ স্মার্ট ডিসপ্লে
অ্যাপল তাদের নতুন ‘হোমপ্যাড’ স্মার্ট ডিসপ্লে লঞ্চ করতে চলেছে। এগুলো ঘরের বিভিন্ন কাজে ব্যবহার হতে পারে। এই ডিভাইসটির প্রধান বৈশিষ্ট্যগুলো হতে পারে—
এটি মার্চ মাসে বাজারে আসতে পারে। আবার বিভিন্ন প্রতিবেদন, এর লঞ্চ একটু দেরিতে হতে পারে।
৪. আইপ্যাড ১১ তম প্রজন্ম
২০২৫ সালের প্রথম দিকে আইপ্যাড ১১ তম প্রজন্ম আসবে, যাতে নতুন এ সিরিজ চিপ এবং ৮ জিবি র্যাম থাকবে। এগুলো আগের প্রজন্মের আইপ্যাডের চেয়ে এগুলোর পারফরম্যান্স আরও দ্রুত হবে। এছাড়া এতে নতুন ওয়াই–ফাই এবং ব্লুটুথ চিপ থাকতে পারে।
৫. সম্ভাব্য অন্যান্য পণ্য: অ্যাপল ওয়াচ এসই ৩, এম ৩ আইপ্যাড এয়ার এবং নতুন হোমপণ্য।
অ্যাপল ওয়াচ এসই ৩ ২০২৫ সালের মার্চ বা এপ্রিল মাসে আসতে পারে, এবং এই ডিভাইসটি আইফোন এসই ৪-এর সঙ্গে জুটিয়ে লঞ্চ হতে পারে। এছাড়া এম ৩ চিপসহ আইপ্যাড এয়ার এবং নতুন হোমপড মিনি ২ বা অ্যাপল টিভি ৪কে আসার সম্ভাবনাও রয়েছে।
যদি এই পাঁচটি বা তার বেশি পণ্য ২০২৫ সালের প্রথম দিকে উন্মোচন হয়, তাহলে অ্যাপলের জন্য একটি শক্তিশালী বছর শুরু হবে।
তথ্যসূত্র: ৯ টুফাইভ ম্যাক
২০২৫ সালের শুরুতে বেশ কিছু শক্তিশালী পণ্য উন্মোচনের জন্য প্রস্তুতি নিচ্ছে টেক জায়ান্ট অ্যাপল। নতুন ম্যাকবুক এয়ার থেকে শুরু করে সাশ্রয়ীমূল্যের আইফোন সিরিজও বাজারে নিয়ে আসতে হতে পারে।
এখানে অ্যাপলের পণ্যগুলোর তালিকা দেওয়া হলো, যা ২০২৫ সালের শুরুতে আসবে বলে আশা করা হচ্ছে।
১. এম ৪ ম্যাকবুক এয়ার
অ্যাপলের সবচেয়ে জনপ্রিয় ম্যাক পণ্যের পরবর্তী আপগ্রেড আসছে। নতুন ম্যাকবুক এয়ারে যে ফিচারগুলো থাকতে পারে, তা হলো—
এটি একটি শক্তিশালী আপডেট হতে পারে, এবং মার্চ মাসে এর লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ২০২৪ সালের এম ৩ ম্যাকবুক এয়ারের মতোই।
২. আইফোন এসই ৪
অ্যাপল তাদের নতুন বাজেটবান্ধব আইফোন এসই ৪ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। এই ডিভাইসেও আগামী বছরের মার্চে উন্মোচিত হতে পারে। নতুন আইফোন এসই ৪-এ যে ফিচারগুলো থাকবে, তা হলো—
এই ফোনটির দাম ৪৯৯ ডলারের নিচে হতে পারে, যা বাজেটের জন্য একটি দুর্দান্ত অপশন।
৩. ‘হোমপ্যাড’ স্মার্ট ডিসপ্লে
অ্যাপল তাদের নতুন ‘হোমপ্যাড’ স্মার্ট ডিসপ্লে লঞ্চ করতে চলেছে। এগুলো ঘরের বিভিন্ন কাজে ব্যবহার হতে পারে। এই ডিভাইসটির প্রধান বৈশিষ্ট্যগুলো হতে পারে—
এটি মার্চ মাসে বাজারে আসতে পারে। আবার বিভিন্ন প্রতিবেদন, এর লঞ্চ একটু দেরিতে হতে পারে।
৪. আইপ্যাড ১১ তম প্রজন্ম
২০২৫ সালের প্রথম দিকে আইপ্যাড ১১ তম প্রজন্ম আসবে, যাতে নতুন এ সিরিজ চিপ এবং ৮ জিবি র্যাম থাকবে। এগুলো আগের প্রজন্মের আইপ্যাডের চেয়ে এগুলোর পারফরম্যান্স আরও দ্রুত হবে। এছাড়া এতে নতুন ওয়াই–ফাই এবং ব্লুটুথ চিপ থাকতে পারে।
৫. সম্ভাব্য অন্যান্য পণ্য: অ্যাপল ওয়াচ এসই ৩, এম ৩ আইপ্যাড এয়ার এবং নতুন হোমপণ্য।
অ্যাপল ওয়াচ এসই ৩ ২০২৫ সালের মার্চ বা এপ্রিল মাসে আসতে পারে, এবং এই ডিভাইসটি আইফোন এসই ৪-এর সঙ্গে জুটিয়ে লঞ্চ হতে পারে। এছাড়া এম ৩ চিপসহ আইপ্যাড এয়ার এবং নতুন হোমপড মিনি ২ বা অ্যাপল টিভি ৪কে আসার সম্ভাবনাও রয়েছে।
যদি এই পাঁচটি বা তার বেশি পণ্য ২০২৫ সালের প্রথম দিকে উন্মোচন হয়, তাহলে অ্যাপলের জন্য একটি শক্তিশালী বছর শুরু হবে।
তথ্যসূত্র: ৯ টুফাইভ ম্যাক
আগামী তিন দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার অপ্রতিরোধ্য উন্নয়ন মানবজাতির বিলুপ্তির ঝুঁকি ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে তুলতে পারে বলে সতর্ক করেছেন এআই ‘গডফাদার’ খ্যাত ব্রিটিশ-কানাডিয়ান কম্পিউটার বিজ্ঞানী জিওফ্রে হিন্টন।
৪ ঘণ্টা আগেআইফোনে চার্জিং পোর্টের ক্ষেত্রে গত বছরে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে অ্যাপল। আইফোনের ১৫ সিরিজে লাইটনিং পোর্টের পরিবর্তে ইউএসবি সি পোর্ট যুক্ত করা হয়। তাই অনেকেই যারা নতুন আইফোন কিনতে চান তারা এই দুটি পোর্টের সুবিধা জানতে চান।
১০ ঘণ্টা আগে২০২৪ সালে ২০-২৫ হাজার টাকার বাজেটে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য অসাধারণ ফিচারসহ বেশ কিছু মডেল বাজারে এসেছে। রিয়েলমি সি৭৫ শক্তিশালী আইপি ৬৯ রেটিং এবং টেকসই গঠনের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। ফটোগ্রাফির জন্য অপো এ৬০ অসাধারণ, আর দীর্ঘস্থায়ী ব্যাটারির জন্য ভিভো ওয়াই ২৮ ব্যবহারকারীদের প্রিয়...
১২ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কম্পিউটার গেমিং বাজারে অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী কোম্পানি ভালভ। গোপনীয়তা এবং কর্মীসংখ্যার তুলনায় এই বাজারে বৃহত্তর প্রভাবের জন্য এই কোম্পানি বিশেষভাবে পরিচিত। সম্প্রতি একটি চলমান মামলার মাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে, ভালভের কর্মী প্রতি গড় আয় বা মাথাপিছু আয় আমাজন, মাইক্রোসফট এ নে
১৩ ঘণ্টা আগে