২০২৫ সালের শুরুতে বেশ কিছু শক্তিশালী পণ্য উন্মোচনের জন্য প্রস্তুতি নিচ্ছে টেক জায়ান্ট অ্যাপল। নতুন ম্যাকবুক এয়ার থেকে শুরু করে সাশ্রয়ীমূল্যের আইফোন সিরিজও বাজারে নিয়ে আসতে হতে পারে।
এখানে অ্যাপলের পণ্যগুলোর তালিকা দেওয়া হলো, যা ২০২৫ সালের শুরুতে আসবে বলে আশা করা হচ্ছে।
১. এম ৪ ম্যাকবুক এয়ার
অ্যাপলের সবচেয়ে জনপ্রিয় ম্যাক পণ্যের পরবর্তী আপগ্রেড আসছে। নতুন ম্যাকবুক এয়ারে যে ফিচারগুলো থাকতে পারে, তা হলো—
এটি একটি শক্তিশালী আপডেট হতে পারে, এবং মার্চ মাসে এর লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ২০২৪ সালের এম ৩ ম্যাকবুক এয়ারের মতোই।
২. আইফোন এসই ৪
অ্যাপল তাদের নতুন বাজেটবান্ধব আইফোন এসই ৪ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। এই ডিভাইসেও আগামী বছরের মার্চে উন্মোচিত হতে পারে। নতুন আইফোন এসই ৪-এ যে ফিচারগুলো থাকবে, তা হলো—
এই ফোনটির দাম ৪৯৯ ডলারের নিচে হতে পারে, যা বাজেটের জন্য একটি দুর্দান্ত অপশন।
৩. ‘হোমপ্যাড’ স্মার্ট ডিসপ্লে
অ্যাপল তাদের নতুন ‘হোমপ্যাড’ স্মার্ট ডিসপ্লে লঞ্চ করতে চলেছে। এগুলো ঘরের বিভিন্ন কাজে ব্যবহার হতে পারে। এই ডিভাইসটির প্রধান বৈশিষ্ট্যগুলো হতে পারে—
এটি মার্চ মাসে বাজারে আসতে পারে। আবার বিভিন্ন প্রতিবেদন, এর লঞ্চ একটু দেরিতে হতে পারে।
৪. আইপ্যাড ১১ তম প্রজন্ম
২০২৫ সালের প্রথম দিকে আইপ্যাড ১১ তম প্রজন্ম আসবে, যাতে নতুন এ সিরিজ চিপ এবং ৮ জিবি র্যাম থাকবে। এগুলো আগের প্রজন্মের আইপ্যাডের চেয়ে এগুলোর পারফরম্যান্স আরও দ্রুত হবে। এছাড়া এতে নতুন ওয়াই–ফাই এবং ব্লুটুথ চিপ থাকতে পারে।
৫. সম্ভাব্য অন্যান্য পণ্য: অ্যাপল ওয়াচ এসই ৩, এম ৩ আইপ্যাড এয়ার এবং নতুন হোমপণ্য।
অ্যাপল ওয়াচ এসই ৩ ২০২৫ সালের মার্চ বা এপ্রিল মাসে আসতে পারে, এবং এই ডিভাইসটি আইফোন এসই ৪-এর সঙ্গে জুটিয়ে লঞ্চ হতে পারে। এছাড়া এম ৩ চিপসহ আইপ্যাড এয়ার এবং নতুন হোমপড মিনি ২ বা অ্যাপল টিভি ৪কে আসার সম্ভাবনাও রয়েছে।
যদি এই পাঁচটি বা তার বেশি পণ্য ২০২৫ সালের প্রথম দিকে উন্মোচন হয়, তাহলে অ্যাপলের জন্য একটি শক্তিশালী বছর শুরু হবে।
তথ্যসূত্র: ৯ টুফাইভ ম্যাক
২০২৫ সালের শুরুতে বেশ কিছু শক্তিশালী পণ্য উন্মোচনের জন্য প্রস্তুতি নিচ্ছে টেক জায়ান্ট অ্যাপল। নতুন ম্যাকবুক এয়ার থেকে শুরু করে সাশ্রয়ীমূল্যের আইফোন সিরিজও বাজারে নিয়ে আসতে হতে পারে।
এখানে অ্যাপলের পণ্যগুলোর তালিকা দেওয়া হলো, যা ২০২৫ সালের শুরুতে আসবে বলে আশা করা হচ্ছে।
১. এম ৪ ম্যাকবুক এয়ার
অ্যাপলের সবচেয়ে জনপ্রিয় ম্যাক পণ্যের পরবর্তী আপগ্রেড আসছে। নতুন ম্যাকবুক এয়ারে যে ফিচারগুলো থাকতে পারে, তা হলো—
এটি একটি শক্তিশালী আপডেট হতে পারে, এবং মার্চ মাসে এর লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ২০২৪ সালের এম ৩ ম্যাকবুক এয়ারের মতোই।
২. আইফোন এসই ৪
অ্যাপল তাদের নতুন বাজেটবান্ধব আইফোন এসই ৪ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। এই ডিভাইসেও আগামী বছরের মার্চে উন্মোচিত হতে পারে। নতুন আইফোন এসই ৪-এ যে ফিচারগুলো থাকবে, তা হলো—
এই ফোনটির দাম ৪৯৯ ডলারের নিচে হতে পারে, যা বাজেটের জন্য একটি দুর্দান্ত অপশন।
৩. ‘হোমপ্যাড’ স্মার্ট ডিসপ্লে
অ্যাপল তাদের নতুন ‘হোমপ্যাড’ স্মার্ট ডিসপ্লে লঞ্চ করতে চলেছে। এগুলো ঘরের বিভিন্ন কাজে ব্যবহার হতে পারে। এই ডিভাইসটির প্রধান বৈশিষ্ট্যগুলো হতে পারে—
এটি মার্চ মাসে বাজারে আসতে পারে। আবার বিভিন্ন প্রতিবেদন, এর লঞ্চ একটু দেরিতে হতে পারে।
৪. আইপ্যাড ১১ তম প্রজন্ম
২০২৫ সালের প্রথম দিকে আইপ্যাড ১১ তম প্রজন্ম আসবে, যাতে নতুন এ সিরিজ চিপ এবং ৮ জিবি র্যাম থাকবে। এগুলো আগের প্রজন্মের আইপ্যাডের চেয়ে এগুলোর পারফরম্যান্স আরও দ্রুত হবে। এছাড়া এতে নতুন ওয়াই–ফাই এবং ব্লুটুথ চিপ থাকতে পারে।
৫. সম্ভাব্য অন্যান্য পণ্য: অ্যাপল ওয়াচ এসই ৩, এম ৩ আইপ্যাড এয়ার এবং নতুন হোমপণ্য।
অ্যাপল ওয়াচ এসই ৩ ২০২৫ সালের মার্চ বা এপ্রিল মাসে আসতে পারে, এবং এই ডিভাইসটি আইফোন এসই ৪-এর সঙ্গে জুটিয়ে লঞ্চ হতে পারে। এছাড়া এম ৩ চিপসহ আইপ্যাড এয়ার এবং নতুন হোমপড মিনি ২ বা অ্যাপল টিভি ৪কে আসার সম্ভাবনাও রয়েছে।
যদি এই পাঁচটি বা তার বেশি পণ্য ২০২৫ সালের প্রথম দিকে উন্মোচন হয়, তাহলে অ্যাপলের জন্য একটি শক্তিশালী বছর শুরু হবে।
তথ্যসূত্র: ৯ টুফাইভ ম্যাক
বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দ্রুত সম্প্রসারণের ফলে নতুন সুযোগ সৃষ্টির পাশাপাশি বৈষম্য বাড়িয়ে দেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জাতিসংঘের ট্রেড ও ডেভেলপমেন্ট এজেন্সি (ইউএনসিটিএডি) এক প্রতিবেদনে জানিয়েছে, ২০৩৩ সালের মধ্যে এআইয়ের বাজার ৪ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারে দাঁড়াবে, যা জার্মানির বর্তমান
১১ ঘণ্টা আগেএআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট কোপাইলটে নতুন ‘অ্যাকশনস’ ফিচার যুক্ত করছে মাইক্রোসফট। এই ফিচারের মাধ্যমে কোপাইলট এখন রেস্টুরেন্ট রিজার্ভেশন, ইভেন্ট টিকিট বুকিং, এবং বন্ধুদের জন্য পণ্য কেনা ও শিপিং করার মতো কাজ করতে পারবে।
১৩ ঘণ্টা আগেনতুন বাজেট স্মার্টফোন ‘রেডমি ১৩ এক্স’ লঞ্চ করেছে চীনা কোম্পানি শাওমি। প্রথমে ফোনটি ভিয়েতনামের বাজারে বিক্রি হবে। পর্যায়ক্রমে বাংলাদেশসহ বিভিন্ন বাজারে ফোনটি পাওয়া যেতে পারে। এই ফোনে ৮ জিবি র্যাম মিডিয়াটেক হেলিও জি৯১-আলট্রা প্রসেসর এবং ৫ হাজার ৩০ এমএইচ ব্যাটারি রয়েছে।
১৩ ঘণ্টা আগেইসরায়েলি স্পাইওয়্যার প্রস্তুতকারক প্যারাগন সলিউশনসের সম্ভাব্য গ্রাহক হিসেবে অস্ট্রেলিয়া, কানাডা, সাইপ্রাস, ডেনমার্ক, ইসরায়েল এবং সিঙ্গাপুরের সরকারের নাম উঠে এসেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কানাডার একদল গবেষক।
১৬ ঘণ্টা আগে