অনলাইন ডেস্ক
সামনের সপ্তাহ থেকে আইফোন ১৫ সিরিজ বাজারে পাওয়া যাবে। তিন দিন আগে ওয়ান্ডারলাস্ট ইভেন্টে আইফোনের নতুন সব ফিচার প্রকাশ করেছে অ্যাপল। নতুন সিরিজে ইউএসবি সি ও অ্যাকশন বাটনসহ বেশ কিছু ফিচারের তথ্য আগেই ফাঁস হয়েছে। এর বাইরেও বেশ কিছু চমক আছে, যা অজানা ছিল।
প্রথম দেখায় আগের বছরের মডেলগুলোর সঙ্গে আইফোন ১৫ সিরিজের বিশেষ কোনো পার্থক্য নেই বলেই মনে হবে। কিন্তু বাস্তবে এই সিরিজে যেসব নতুন ফিচার যোগ হয়েছে, সেগুলো স্মার্টফোনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে।
পোর্ট্রেট স্টাইলের ছবি
অনেক সময় পোর্ট্রেট স্টাইলের ছবি তুলতে গিয়ে ভুলবশত ক্যামেরাকে অন্য সেটিংয়ে রাখা হয়। ছবি তোলার পর দেখা যায় ছবিটি পোর্ট্রেট স্টাইলে তোলা হয়নি। ব্যবহারকারীদের এই অসুবিধা থেকে রেহাই দিতে আইফোন ১৫ সিরিজে নতুন ফিচার যুক্ত করা হয়েছে। ক্যামেরার ফ্রেমের সামনে কোনো ব্যক্তি (বা প্রাণী) থাকলে আইফোন ১৫ মডেলগুলো তা শনাক্ত করতে পারে। স্বয়ংক্রিয়ভাবে ছবির ভেতরের সব তথ্য সংগ্রহ করে। এর ফলে গ্যালারিতে থাকা সাধারণ ছবিগুলোও পোর্ট্রেট স্টাইলে পরিবর্তন করা যায়। তাই ছবি তোলার সময় ক্যামেরায় পোর্ট্রেট মোড আলাদাভাবে বাছাই করার প্রয়োজন নেই।
অ্যাপল দাবি করছে, এই মোডের ফলে কম আলোতেও উজ্জ্বল রংসহ স্পষ্ট ছবি তোলা যায়।
পাঁচ গুণ অপটিক্যাল জুম
আইফোন ১৫ প্রো ম্যাক্সে পাঁচ গুণ অপটিক্যাল জুম করার সুবিধা পাওয়া যাবে। এই মডেলের ক্যামেরায় রয়েছে টেলিফটো ক্যামেরা, যার ফলে এত বেশি জুম করা যায়। এই সুবিধা শুধু প্রো ম্যাক্স ভার্সনেই পাওয়া যাবে। প্রো ভার্সনের ক্যামেরায় তিন গুণ পর্যন্ত জুম করা যাবে।
আবার আইফোন ১৫ প্রো ম্যাক্সে ২৫ গুণ এবং আইফোন ১৫ প্রোতে ১৫ গুণ ডিজিটাল জুম করা যাবে।
অপটিক্যাল জুম হলো কোনো দৃশ্যকে ক্যামেরার লেন্সের মাধ্যমে বড় করে তোলা। এদিকে ডিজিটাল জুম হলো ছবি তোলার পর ক্রপ করে কোনো বিষয়কে বড় করা।
ওয়াই-ফাই ৬ই
এ বছর থেকে আইফোন ১৫তে ওয়াই-ফাই ৬ই সমর্থন দেওয়ার পরিকল্পনা নিয়েছে অ্যাপল। অর্থাৎ, ২ দশমিক ৪ গিগাহার্জ ও ৫ গিগাহার্জ ওয়াই-ফাই ব্যান্ডের সঙ্গে ৬ গিগাহার্জ ব্যান্ডের সমর্থন পাওয়া যাবে। ফলে আইফোন ১৫-এর মাধ্যমে ব্যবহারকারী ঘরের ভেতরে ও বাইরে দ্রুতগতির নির্ভরযোগ্য ওয়াই-ফাইয়ের সঙ্গে যুক্ত থাকতে পারবে।
সামনের সপ্তাহ থেকে আইফোন ১৫ সিরিজ বাজারে পাওয়া যাবে। তিন দিন আগে ওয়ান্ডারলাস্ট ইভেন্টে আইফোনের নতুন সব ফিচার প্রকাশ করেছে অ্যাপল। নতুন সিরিজে ইউএসবি সি ও অ্যাকশন বাটনসহ বেশ কিছু ফিচারের তথ্য আগেই ফাঁস হয়েছে। এর বাইরেও বেশ কিছু চমক আছে, যা অজানা ছিল।
প্রথম দেখায় আগের বছরের মডেলগুলোর সঙ্গে আইফোন ১৫ সিরিজের বিশেষ কোনো পার্থক্য নেই বলেই মনে হবে। কিন্তু বাস্তবে এই সিরিজে যেসব নতুন ফিচার যোগ হয়েছে, সেগুলো স্মার্টফোনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে।
পোর্ট্রেট স্টাইলের ছবি
অনেক সময় পোর্ট্রেট স্টাইলের ছবি তুলতে গিয়ে ভুলবশত ক্যামেরাকে অন্য সেটিংয়ে রাখা হয়। ছবি তোলার পর দেখা যায় ছবিটি পোর্ট্রেট স্টাইলে তোলা হয়নি। ব্যবহারকারীদের এই অসুবিধা থেকে রেহাই দিতে আইফোন ১৫ সিরিজে নতুন ফিচার যুক্ত করা হয়েছে। ক্যামেরার ফ্রেমের সামনে কোনো ব্যক্তি (বা প্রাণী) থাকলে আইফোন ১৫ মডেলগুলো তা শনাক্ত করতে পারে। স্বয়ংক্রিয়ভাবে ছবির ভেতরের সব তথ্য সংগ্রহ করে। এর ফলে গ্যালারিতে থাকা সাধারণ ছবিগুলোও পোর্ট্রেট স্টাইলে পরিবর্তন করা যায়। তাই ছবি তোলার সময় ক্যামেরায় পোর্ট্রেট মোড আলাদাভাবে বাছাই করার প্রয়োজন নেই।
অ্যাপল দাবি করছে, এই মোডের ফলে কম আলোতেও উজ্জ্বল রংসহ স্পষ্ট ছবি তোলা যায়।
পাঁচ গুণ অপটিক্যাল জুম
আইফোন ১৫ প্রো ম্যাক্সে পাঁচ গুণ অপটিক্যাল জুম করার সুবিধা পাওয়া যাবে। এই মডেলের ক্যামেরায় রয়েছে টেলিফটো ক্যামেরা, যার ফলে এত বেশি জুম করা যায়। এই সুবিধা শুধু প্রো ম্যাক্স ভার্সনেই পাওয়া যাবে। প্রো ভার্সনের ক্যামেরায় তিন গুণ পর্যন্ত জুম করা যাবে।
আবার আইফোন ১৫ প্রো ম্যাক্সে ২৫ গুণ এবং আইফোন ১৫ প্রোতে ১৫ গুণ ডিজিটাল জুম করা যাবে।
অপটিক্যাল জুম হলো কোনো দৃশ্যকে ক্যামেরার লেন্সের মাধ্যমে বড় করে তোলা। এদিকে ডিজিটাল জুম হলো ছবি তোলার পর ক্রপ করে কোনো বিষয়কে বড় করা।
ওয়াই-ফাই ৬ই
এ বছর থেকে আইফোন ১৫তে ওয়াই-ফাই ৬ই সমর্থন দেওয়ার পরিকল্পনা নিয়েছে অ্যাপল। অর্থাৎ, ২ দশমিক ৪ গিগাহার্জ ও ৫ গিগাহার্জ ওয়াই-ফাই ব্যান্ডের সঙ্গে ৬ গিগাহার্জ ব্যান্ডের সমর্থন পাওয়া যাবে। ফলে আইফোন ১৫-এর মাধ্যমে ব্যবহারকারী ঘরের ভেতরে ও বাইরে দ্রুতগতির নির্ভরযোগ্য ওয়াই-ফাইয়ের সঙ্গে যুক্ত থাকতে পারবে।
জাপানি প্রতিষ্ঠান শিমাদজু করপোরেশন বাজারে এনেছে বিশ্বের সবচেয়ে নির্ভুল ঘড়ি ‘এথার ক্লক ওসি জিরো টু জিরো’। স্ট্রনটিয়াম অপটিক্যাল ল্যাটিস প্রযুক্তির এই ঘড়ি এক হাজার বছরে মাত্র এক সেকেন্ড বিচ্যুত হয়। গবেষণার জন্য তৈরি ঘড়িটির দাম ৩৩ লাখ ডলার।
৩ ঘণ্টা আগেগুগল তাদের সার্চ ফিচারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। গত বুধবার কোম্পানিটি ঘোষণা করেছে, তারা নতুন একটি অভিনব এআই টুল নিয়ে এসেছে। যার নাম–‘এআই মোড’। এটি ব্যবহারকারীদের জটিল এবং বহুস্তরের প্রশ্নের জন্য উন্নত উত্তর দেবে, যেগুলোর জন্য সাধারণত একাধিক অনুসন্ধানের প্রয়োজন হয়।
৫ ঘণ্টা আগেবিশ্বখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা টুল চ্যাটজিপিটি এর নির্মাতা ওপেনএআই–এর সঙ্গে পাঁচ বছরের অংশীদারত্ব ঘোষণা করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই অংশীদারত্বের মাধ্যমে অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকেরা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের সুবিধা পাবেন...
৬ ঘণ্টা আগেডিপফেক ও ভুয়া ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে গত দুই বছরে প্রতারণা শিকার হয়েছে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের ৬ হাজার ব্যক্তি। জর্জিয়ার তিবলিসি শহরে অবস্থিত একটি কল সেন্টারের প্রতারণা চক্রটি একাধিক প্রতারণা কার্যক্রম চালিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে প্রায় ৩৫ মিলিয়ন ডলার (প্রায় ২৭ মিলিয়ন ইউরো) হাতিয়ে
৭ ঘণ্টা আগে