অনলাইন ডেস্ক
সোশ্যাল মিডিয়াতে দৈনন্দিন জীবনে সুন্দর মুহূর্তগুলো তুলে ধরার একটি দারুণ উপায় হলো ফেসবুক স্টোরি। এর মাধ্যমে ছবি, ভিডিও বা টেক্সট শেয়ার করা যায়, যা ২৪ ঘণ্টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। তবে, অনেক ব্যবহারকারী জানেন না যে ফেসবুক স্টোরিতে নিজের লোকেশনও যুক্ত করা যায়। লোকেশন শেয়ার করার মাধ্যমে প্রিয় জায়গাগুলোর সঙ্গে নিজেকে যুক্ত করতে পারেন এবং অন্যদের আপনার অবস্থান সম্পর্কে অবগত করতে পারবেন।
ফেসবুক স্টোরিতে খুব সহজেই লোকেশন যুক্ত করা যায়। এটি অনেকটা স্টিকার যুক্ত করার মতো।
ফেসবুক স্টোরিতে লোকেশন শেয়ার করবেন যেভাবে
১. ফেসবুকে প্রবেশ করুন।
২. এখন ফেসবুক ফিডের ওপরের দিকে থাকা ‘ক্রিয়েট স্টোরি’ অপশনে ট্যাপ করুন।
৩. এখন নতুন একটি পেজ চালু হবে। এই পেজে স্টোরি তৈরির জন্য অনেকগুলো অপশন দেখা যাবে।
৪. এসব অপশন থেকে স্টোরি হিসেবে ছবি, ভিডিও বা টেক্সট নির্বাচন করুন।
৫. এরপর ওপরের ডান কোনায় থাকা স্টিকার অপশনে ট্যাপ করুন।
৬. এখন ‘লোকেশন’ অপশন নির্বাচন করুন।
৭. ফেসবুক এখন আপনার লোকেশন জানার জন্য অনুমতি চাইবে। সেগুলোর অনুমতি দিন।
৮. এখন আপনি ওপরের দিকে থাকা সার্চ বারে টাইপ করে কাঙ্ক্ষিত লোকেশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৯. এর ফলে লোকেশনটি স্টোরির ওপরে চলে আসবে।
১০. লোকেশনের ওপর ট্যাপ করে সেটিকে টেনে এনে স্টোরির যেকোনো জায়গায় রাখা যাবে। সেই সঙ্গে এর ওপর ট্যাপ করে এর স্টাইলও পরিবর্তন করা যাবে।
১০. এবার নিচের ডান পাশে থাকা ‘শেয়ার’ বাটনে ট্যাপ করুন। এভাবে লোকেশনসহ ছবিটি শেয়ার হয়ে যাবে।
সোশ্যাল মিডিয়াতে দৈনন্দিন জীবনে সুন্দর মুহূর্তগুলো তুলে ধরার একটি দারুণ উপায় হলো ফেসবুক স্টোরি। এর মাধ্যমে ছবি, ভিডিও বা টেক্সট শেয়ার করা যায়, যা ২৪ ঘণ্টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। তবে, অনেক ব্যবহারকারী জানেন না যে ফেসবুক স্টোরিতে নিজের লোকেশনও যুক্ত করা যায়। লোকেশন শেয়ার করার মাধ্যমে প্রিয় জায়গাগুলোর সঙ্গে নিজেকে যুক্ত করতে পারেন এবং অন্যদের আপনার অবস্থান সম্পর্কে অবগত করতে পারবেন।
ফেসবুক স্টোরিতে খুব সহজেই লোকেশন যুক্ত করা যায়। এটি অনেকটা স্টিকার যুক্ত করার মতো।
ফেসবুক স্টোরিতে লোকেশন শেয়ার করবেন যেভাবে
১. ফেসবুকে প্রবেশ করুন।
২. এখন ফেসবুক ফিডের ওপরের দিকে থাকা ‘ক্রিয়েট স্টোরি’ অপশনে ট্যাপ করুন।
৩. এখন নতুন একটি পেজ চালু হবে। এই পেজে স্টোরি তৈরির জন্য অনেকগুলো অপশন দেখা যাবে।
৪. এসব অপশন থেকে স্টোরি হিসেবে ছবি, ভিডিও বা টেক্সট নির্বাচন করুন।
৫. এরপর ওপরের ডান কোনায় থাকা স্টিকার অপশনে ট্যাপ করুন।
৬. এখন ‘লোকেশন’ অপশন নির্বাচন করুন।
৭. ফেসবুক এখন আপনার লোকেশন জানার জন্য অনুমতি চাইবে। সেগুলোর অনুমতি দিন।
৮. এখন আপনি ওপরের দিকে থাকা সার্চ বারে টাইপ করে কাঙ্ক্ষিত লোকেশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৯. এর ফলে লোকেশনটি স্টোরির ওপরে চলে আসবে।
১০. লোকেশনের ওপর ট্যাপ করে সেটিকে টেনে এনে স্টোরির যেকোনো জায়গায় রাখা যাবে। সেই সঙ্গে এর ওপর ট্যাপ করে এর স্টাইলও পরিবর্তন করা যাবে।
১০. এবার নিচের ডান পাশে থাকা ‘শেয়ার’ বাটনে ট্যাপ করুন। এভাবে লোকেশনসহ ছবিটি শেয়ার হয়ে যাবে।
এক্সএআই এবং এক্স ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির কিছু নির্দিষ্ট তথ্য এখনো স্পষ্ট নয়, যেমন: বিনিয়োগকারীরা এই শেয়ার স্থানান্তর অনুমোদন করেছে কিনা বা বিনিয়োগকারীদের কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে ইত্যাদি বিষয় অস্পষ্ট।
২ দিন আগেফেসবুক স্টোরি একধরনের সাময়িক পোস্ট। এই ধরনের পোস্ট ২৪ ঘণ্টা ধরে দেখা যায় এবং পরে অদৃশ্য হয়ে যায়। তবে এগুলো একেবারেই ফেসবুক থেকে হারিয়ে যায় না। এগুলো আর্কাইভ নামের এক ফোল্ডারে থাকে। এই ফোল্ডারে সব স্টোরি একই সঙ্গে পাওয়া যায়।
২ দিন আগেগুগল তাদের সার্চ, ম্যাপস এবং জেমিনিতে বেশ কিছু নতুন ফিচার চালু করছে। ব্যবহারকারীর ছুটির পরিকল্পনা করতে এগুলো সাহায্য করবে। এসব নতুন ফিচার অনেকটাই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি। ব্যবহারকারীরা আগে যেমন ওপেনএআইয়ের চ্যাটজিপিটি থেকে ছুটির পরিকল্পনা তৈরি করতে অভ্যস্ত ছিলেন, তেমনি গুগলের টুলগুলো
৩ দিন আগেওপেনএআইয়ের এর চ্যাটজিপিটি-এর নতুন ইমেজ জেনারেটর চালু হওয়ার পর স্টুডিও জিবলি স্টাইলে তৈরি হওয়া ছবি তুমুল ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই জাপানি অ্যানিমেশন স্টুডিওটি স্পিরিটেড অ্যাওয়ে, মাইনেইবোর টোটোরো, প্রিন্সেস মনোনোকে, হাওলস মুভিং কাসল মতো ক্লাসিক কিছু মুভির জন্য জনপ্রিয়। চ্যাটজিপিটির
৩ দিন আগে