অনলাইন ডেস্ক
ছবি এবং ভিডিও শেয়ারের জনপ্রিয় সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম যেন তারকাদের ব্যক্তিজীবনের আঙিনা। সেখানে উঁকি দিলে জানা যায়, কোন তারকার জীবন কেমন চলছে। অনেক তারকার আয়েরও আরেক উৎস এটি। যাঁর যত ফলোয়ার, তাঁর আয়ও তত বেশি। চলুন জানা যাক, ইনস্টাগ্রামে সর্বাধিক অনুসরণকারীর তালিকায় শীর্ষে থাকা ১০টি অ্যাকাউন্ট সম্পর্কে।
ইনস্টাগ্রাম
৫১ কোটিরও বেশি ফলোয়ার নিয়ে শীর্ষে থাকা গর্বিত অ্যাকাউন্টের মালিক ইনস্টাগ্রাম নিজেই। সবচেয়ে বেশি অনুসরণ করা এই অ্যাকাউন্টে রয়েছে ৭ হাজারের বেশি জনপ্রিয় ও সৃজনশীল পোস্ট।
ক্রিশ্চিয়ানো রোনালদো
তুমুল জনপ্রিয় ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ৪৫ কোটির বেশি। সিআর সেভেন খ্যাত এ পর্তুগিজ তারকা খেলোয়াড় বিশ্বের একমাত্র ব্যক্তি যাঁর ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা ৪০ কোটির মাইলফলক অতিক্রম করেছে।
কাইলি জেনার
ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যায় নারীদের মধ্যে শীর্ষে কাইলি জেনার। ২৪ বছর বয়সী এই মার্কিন মডেল-অভিনেত্রীর ফলোয়ার সাড়ে ৩৪ কোটি। কাজেই বলা যায়, এই মুহূর্তে ইনস্টাগ্রামে সবচেয়ে ‘জনপ্রিয়’ নারী তিনি। অভিনয় থেকে শুরু করে একজন উদ্যোক্তা, সামাজিক ব্যক্তিত্ব এবং সামাজিক গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবেও বেশ সুনাম তাঁর।
লিওনেল মেসি
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক তারকার তুলনায় একটু পিছিয়ে ছিলেন লিওনেল মেসি। তবে সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ সরব এই আর্জেন্টাইন ফুটবলার। হু হু করে বাড়ছে তাঁর অনুসারীর সংখ্যা। ইনস্টাগ্রামে ৩৩ কোটির বেশি ফলোয়ার এখন মেসির।
সেলেনা গোমেজ
গত কয়েক বছর ফলোয়ারের সংখ্যার দিক থেকে শুরুর দিকে ছিলেন সেলেনা গোমেজ। কিন্তু বর্তমানে তালিকার পাঁচে নেমে এসেছেন এই সংগীত তারকা। তবে এ সংখ্যা একেবারে কম নয়। সাড়ে ৩২ কোটি ফলোয়ার এই পপ তারকার।
রক
হলিউড অভিনেতা ও সাবেক পেশাদার রেসলার ডোয়াইন জনসনের (রক) ফলোয়ারের সংখ্যাও নেহাত কম নয়। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার ৩২ কোটি। বর্তমানে রেসলিং থেকে দূরে সরে গিয়ে অভিনয়ে মনোযোগ দিয়েছেন এই তারকা।
কিম কার্দাশিয়ান
সাড়ে ৩১ কোটি ফলোয়ার নিয়ে তালিকার সপ্তম স্থানে আছেন আমেরিকান সুপার মডেল কিম কার্দাশিয়ান। সর্বদা স্পটলাইটে থাকা এই তারকা যে শীর্ষ দশে থাকবেন তা অনুমেয়। সম্প্রতি মেট গালায় মেরিলিন মনরোর পোশাক জাদুঘর থেকে এনে পরে নতুন করে সাড়া ফেলেন কিম।
আরিয়ানা গ্র্যান্ডে
মার্কিন সংগীত তারকা আরিয়ানা গ্র্যান্ডের ফলোয়ার ৩১ কোটির বেশি। নো টিয়ার্স লেফট টু ক্রাই, পজিশনস, সেভেন রিং-এর মতো অসংখ্য জনপ্রিয় গান ভক্তদের উপহার দিয়েছেন এই পপ সেনসেশন। পাশাপাশি ফ্যাশন সচেতনতায় কম জান না তিনি।
বিয়ন্সে নোয়েলস
ইনস্টাগ্রামে মার্কিন পপ তারকা বিয়ন্সে নোয়েলসের ফলোয়ার ২৬ কোটির বেশি। তবে মজার বিষয় হলো বিয়ন্সে নিজে কাউকে অনুসরণ করেন না। তাঁর অনুসরণ করা তালিকা রীতিমতো ‘শূন্য’। গানের পাশাপাশি বিভিন্ন দাতব্যকাজ ও নারী অধিকার আন্দোলনে কাজ করেন বিয়ন্সে।
ক্লোয়ি কার্দাশিয়ান
কার্দাশিয়ান পরিবারের আরেক কন্যা ক্লোয়ি কার্দাশিয়ানেরও রয়েছে অনেক ফলোয়ার। ইনস্টাগ্রামে এই তারকা মডেলের ফলোয়ার প্রায় ২৫ কোটি। জাস্টিন বিবারের মতো সংগীত তারকাকে পেছনে ফেলে অনুসরণকারীর তালিকায় শীর্ষ দশে স্থান করে নিয়েছেন তিনি।
বিনোদন সম্পর্কিত পড়ুন:
ছবি এবং ভিডিও শেয়ারের জনপ্রিয় সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম যেন তারকাদের ব্যক্তিজীবনের আঙিনা। সেখানে উঁকি দিলে জানা যায়, কোন তারকার জীবন কেমন চলছে। অনেক তারকার আয়েরও আরেক উৎস এটি। যাঁর যত ফলোয়ার, তাঁর আয়ও তত বেশি। চলুন জানা যাক, ইনস্টাগ্রামে সর্বাধিক অনুসরণকারীর তালিকায় শীর্ষে থাকা ১০টি অ্যাকাউন্ট সম্পর্কে।
ইনস্টাগ্রাম
৫১ কোটিরও বেশি ফলোয়ার নিয়ে শীর্ষে থাকা গর্বিত অ্যাকাউন্টের মালিক ইনস্টাগ্রাম নিজেই। সবচেয়ে বেশি অনুসরণ করা এই অ্যাকাউন্টে রয়েছে ৭ হাজারের বেশি জনপ্রিয় ও সৃজনশীল পোস্ট।
ক্রিশ্চিয়ানো রোনালদো
তুমুল জনপ্রিয় ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ৪৫ কোটির বেশি। সিআর সেভেন খ্যাত এ পর্তুগিজ তারকা খেলোয়াড় বিশ্বের একমাত্র ব্যক্তি যাঁর ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা ৪০ কোটির মাইলফলক অতিক্রম করেছে।
কাইলি জেনার
ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যায় নারীদের মধ্যে শীর্ষে কাইলি জেনার। ২৪ বছর বয়সী এই মার্কিন মডেল-অভিনেত্রীর ফলোয়ার সাড়ে ৩৪ কোটি। কাজেই বলা যায়, এই মুহূর্তে ইনস্টাগ্রামে সবচেয়ে ‘জনপ্রিয়’ নারী তিনি। অভিনয় থেকে শুরু করে একজন উদ্যোক্তা, সামাজিক ব্যক্তিত্ব এবং সামাজিক গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবেও বেশ সুনাম তাঁর।
লিওনেল মেসি
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক তারকার তুলনায় একটু পিছিয়ে ছিলেন লিওনেল মেসি। তবে সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ সরব এই আর্জেন্টাইন ফুটবলার। হু হু করে বাড়ছে তাঁর অনুসারীর সংখ্যা। ইনস্টাগ্রামে ৩৩ কোটির বেশি ফলোয়ার এখন মেসির।
সেলেনা গোমেজ
গত কয়েক বছর ফলোয়ারের সংখ্যার দিক থেকে শুরুর দিকে ছিলেন সেলেনা গোমেজ। কিন্তু বর্তমানে তালিকার পাঁচে নেমে এসেছেন এই সংগীত তারকা। তবে এ সংখ্যা একেবারে কম নয়। সাড়ে ৩২ কোটি ফলোয়ার এই পপ তারকার।
রক
হলিউড অভিনেতা ও সাবেক পেশাদার রেসলার ডোয়াইন জনসনের (রক) ফলোয়ারের সংখ্যাও নেহাত কম নয়। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার ৩২ কোটি। বর্তমানে রেসলিং থেকে দূরে সরে গিয়ে অভিনয়ে মনোযোগ দিয়েছেন এই তারকা।
কিম কার্দাশিয়ান
সাড়ে ৩১ কোটি ফলোয়ার নিয়ে তালিকার সপ্তম স্থানে আছেন আমেরিকান সুপার মডেল কিম কার্দাশিয়ান। সর্বদা স্পটলাইটে থাকা এই তারকা যে শীর্ষ দশে থাকবেন তা অনুমেয়। সম্প্রতি মেট গালায় মেরিলিন মনরোর পোশাক জাদুঘর থেকে এনে পরে নতুন করে সাড়া ফেলেন কিম।
আরিয়ানা গ্র্যান্ডে
মার্কিন সংগীত তারকা আরিয়ানা গ্র্যান্ডের ফলোয়ার ৩১ কোটির বেশি। নো টিয়ার্স লেফট টু ক্রাই, পজিশনস, সেভেন রিং-এর মতো অসংখ্য জনপ্রিয় গান ভক্তদের উপহার দিয়েছেন এই পপ সেনসেশন। পাশাপাশি ফ্যাশন সচেতনতায় কম জান না তিনি।
বিয়ন্সে নোয়েলস
ইনস্টাগ্রামে মার্কিন পপ তারকা বিয়ন্সে নোয়েলসের ফলোয়ার ২৬ কোটির বেশি। তবে মজার বিষয় হলো বিয়ন্সে নিজে কাউকে অনুসরণ করেন না। তাঁর অনুসরণ করা তালিকা রীতিমতো ‘শূন্য’। গানের পাশাপাশি বিভিন্ন দাতব্যকাজ ও নারী অধিকার আন্দোলনে কাজ করেন বিয়ন্সে।
ক্লোয়ি কার্দাশিয়ান
কার্দাশিয়ান পরিবারের আরেক কন্যা ক্লোয়ি কার্দাশিয়ানেরও রয়েছে অনেক ফলোয়ার। ইনস্টাগ্রামে এই তারকা মডেলের ফলোয়ার প্রায় ২৫ কোটি। জাস্টিন বিবারের মতো সংগীত তারকাকে পেছনে ফেলে অনুসরণকারীর তালিকায় শীর্ষ দশে স্থান করে নিয়েছেন তিনি।
বিনোদন সম্পর্কিত পড়ুন:
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি এখন টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং। দেশটির ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এই তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বা ৪ হাজার ৯৩০ কোটি ডলার সম্পদ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ঝ্যাং। ২০২৩ সালের তুলনায় তা
১৭ ঘণ্টা আগেগুগলের নতুন কোডগুলোর প্রায় এক–চতুর্থাংশের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। গত মঙ্গলবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় সিইও সুন্দর পিচাই।
১৯ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমগুলোর জন্য ব্রডকম ও টিএসএমসি–এর সহযোগিতায় নিজস্ব চিপ তৈরি করছে ওপেনএআই। এর পাশাপাশি অবকাঠামোগত চাহিদা পূরণের জন্য এনভিডিয়া ও এএমডি–এর চিপগুলোও ব্যবহার করছে কোম্পানিটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
২০ ঘণ্টা আগেমেটা, টিকটক ও কোয়াইয় নামের চীনের শর্ট ভিডিও প্ল্যাটফর্মের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে ব্রাজিলের ভোক্তা অধিকার গ্রুপ কালেকটিভ ডিফেন্স ইনস্টিটিউট। মামলার অভিযোগ বলা হয়, কোম্পানিগুলো অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। তাই মামলায় ৩ বিলিয়ন রেইস বা প্রায় ৫২৫ মি
১ দিন আগে