অনলাইন ডেস্ক
ফেসবুকে বার্তা ও ছবি পোস্ট করার পর লাইক ও রিঅ্যাকশন সংখ্যা জানার অপেক্ষায় থাকেন অনেকেই। তবে লাইকের সংখ্যা কম হলে বিব্রতও হন কেউ কেউ। এমনকি ব্যবহারকারীদের মধ্যে মানসিক চাপও তৈরি হতে পারে। আর তাই অনেকেই নিজেদের পোস্টে থাকা লাইকের সংখ্যা গোপন রাখতে চান।
কম্পিউটার বা আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে সহজেই ফেসবুক পোস্টের লাইক ও রিঅ্যাকশনের সংখ্যা লুকিয়ে রাখতে পারবেন। আবার অনেকেই জানেন না কীভাবে এই কাজটি করতে হয়। ফেসবুক লাইক বা রিঅ্যাকশনের সংখ্যা লুকিয়ে লুকিয়ে রাখার প্রক্রিয়াটি তুলে ধরা হল—
কম্পিউটার থেকে লাইক সংখ্যা লুকাবেন যেভাবে
১. কম্পিউটারের পছন্দমতো ব্রাউজার থেকে ফেসবুক ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. নিজের অ্যাকাউন্টের নাম ও পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে প্রবেশ করুন।
৩. ওপেরর ডান দিকে থাকা নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন নির্বাচন করুন। এরপর ‘সেটিংস’ অপশন নির্বাচন করুন।
৫. এখন ‘প্রাইভেসি’ অপশনে ক্লিক করুন।
৬. প্রাইভেসি সেকশনে প্রবেশ করার পর ‘রিঅ্যাকশন প্রিফারেন্সেস’ অপশনে ক্লিক করুন।
৭. এখানে ‘অন ইওর পোস্টস’ এবং ‘অন পোস্টস ফ্রম আদার্স’ টগল বোতাম আছে। প্রয়োজন অনুযায়ী একটি কিংবা দুটি অপশনে ক্লিক করুন। ‘অন ইওর পোস্টস’ অপশনে ক্লিক করলে আপনার পোস্টে কয়টি লাইক রয়েছে তা দেখতে পারবে না অন্যরা। আর ‘অন পোস্টস ফ্রম আদার্স’ অপশনে ক্লিক করলে অন্যের পোস্টে কয়টি লাইক পড়েছে তা আপনাকে দেখাবে না ফেসবুক।
অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইস থেকে লাইক সংখ্যা লুকাবেন যেভাবে
১. ফেসবুক অ্যাপে প্রবেশ করুন।
২. অ্যাপের মেনু বোতামে ট্যাপ করুন। এটি অ্যান্ড্রয়েডে ওপরের ডান দিকে, আর আইফোনে নিচের দিকে আনুভূমিক তিনটি লাইনের আইকোন।
৩. স্ক্রল করে নিচের দিকে গেলে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন দেখাবে।
৪. এখন ‘সেটিংস’ নির্বাচন করুন।
৫. সেটিংস থেকে ‘রিঅ্যাকশন প্রিফারেন্সেস’ অপশনে ক্লিক করুন।
৬. এখানে ‘অন ইওর পোস্টস’ এবং ‘অন পোস্টস ফ্রম আদার্স’ টগল বাটনে ট্যাপ করুন। এভাবে ফেসুবক পোস্টের লাইক সংখ্যা লুকানো যাবে।
ফেসবুক পেজে দেওয়া লাইক সংখ্যা লুকাবেন যেভাবে
ফেসবুকের অনেক পেজে ব্যবহারকারীরা লাইক দিয়ে থাকে। কোন কোন পেজে লাইক দিয়েছেন সেই তথ্য বন্ধু তালিকায় থাকা ব্যক্তিদের কাছে লুকাতে চান অনেকেই। এটিও লুকানো সম্ভব। তবে একে বারে সব পেজের লাইক ও রিঅ্যাকশন লুকানো যায় না। পেজের ক্যাটাগরি অনুসারে তা করতে হয়। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. নিজের প্রোফাইল পেজে প্রবেশ করুন।
২. এখন ‘মোর’ অপশনে ক্লিক করুন ও এরপর মেনু থেকে ‘লাইক’ অপশনে ক্লিক করুন।
৩. লাইক সেকশনের তিন ডট (⋯) বাটনে ক্লিক করুন ও এরপর ‘এডিট দ্য প্রাইভেসি অব ইউওর লাইকস’ অপশনে
নির্বাচন করুন।
৪. এখন ফেসবুক পেজের বিভিন্ন ক্যাটাগরির তালিকা দেখানো হবে। প্রতিটি ক্যাটাগরির পাশে প্রাইভেসি আইকোনে ক্লিক করুন।
৫. এখন অপশনগুলো থেকে ‘অনলি মি’ অপশনে ক্লিক করুন ও ‘সেভ’ অপশন নির্বাচন করুন।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
ফেসবুকে বার্তা ও ছবি পোস্ট করার পর লাইক ও রিঅ্যাকশন সংখ্যা জানার অপেক্ষায় থাকেন অনেকেই। তবে লাইকের সংখ্যা কম হলে বিব্রতও হন কেউ কেউ। এমনকি ব্যবহারকারীদের মধ্যে মানসিক চাপও তৈরি হতে পারে। আর তাই অনেকেই নিজেদের পোস্টে থাকা লাইকের সংখ্যা গোপন রাখতে চান।
কম্পিউটার বা আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে সহজেই ফেসবুক পোস্টের লাইক ও রিঅ্যাকশনের সংখ্যা লুকিয়ে রাখতে পারবেন। আবার অনেকেই জানেন না কীভাবে এই কাজটি করতে হয়। ফেসবুক লাইক বা রিঅ্যাকশনের সংখ্যা লুকিয়ে লুকিয়ে রাখার প্রক্রিয়াটি তুলে ধরা হল—
কম্পিউটার থেকে লাইক সংখ্যা লুকাবেন যেভাবে
১. কম্পিউটারের পছন্দমতো ব্রাউজার থেকে ফেসবুক ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. নিজের অ্যাকাউন্টের নাম ও পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে প্রবেশ করুন।
৩. ওপেরর ডান দিকে থাকা নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন নির্বাচন করুন। এরপর ‘সেটিংস’ অপশন নির্বাচন করুন।
৫. এখন ‘প্রাইভেসি’ অপশনে ক্লিক করুন।
৬. প্রাইভেসি সেকশনে প্রবেশ করার পর ‘রিঅ্যাকশন প্রিফারেন্সেস’ অপশনে ক্লিক করুন।
৭. এখানে ‘অন ইওর পোস্টস’ এবং ‘অন পোস্টস ফ্রম আদার্স’ টগল বোতাম আছে। প্রয়োজন অনুযায়ী একটি কিংবা দুটি অপশনে ক্লিক করুন। ‘অন ইওর পোস্টস’ অপশনে ক্লিক করলে আপনার পোস্টে কয়টি লাইক রয়েছে তা দেখতে পারবে না অন্যরা। আর ‘অন পোস্টস ফ্রম আদার্স’ অপশনে ক্লিক করলে অন্যের পোস্টে কয়টি লাইক পড়েছে তা আপনাকে দেখাবে না ফেসবুক।
অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইস থেকে লাইক সংখ্যা লুকাবেন যেভাবে
১. ফেসবুক অ্যাপে প্রবেশ করুন।
২. অ্যাপের মেনু বোতামে ট্যাপ করুন। এটি অ্যান্ড্রয়েডে ওপরের ডান দিকে, আর আইফোনে নিচের দিকে আনুভূমিক তিনটি লাইনের আইকোন।
৩. স্ক্রল করে নিচের দিকে গেলে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন দেখাবে।
৪. এখন ‘সেটিংস’ নির্বাচন করুন।
৫. সেটিংস থেকে ‘রিঅ্যাকশন প্রিফারেন্সেস’ অপশনে ক্লিক করুন।
৬. এখানে ‘অন ইওর পোস্টস’ এবং ‘অন পোস্টস ফ্রম আদার্স’ টগল বাটনে ট্যাপ করুন। এভাবে ফেসুবক পোস্টের লাইক সংখ্যা লুকানো যাবে।
ফেসবুক পেজে দেওয়া লাইক সংখ্যা লুকাবেন যেভাবে
ফেসবুকের অনেক পেজে ব্যবহারকারীরা লাইক দিয়ে থাকে। কোন কোন পেজে লাইক দিয়েছেন সেই তথ্য বন্ধু তালিকায় থাকা ব্যক্তিদের কাছে লুকাতে চান অনেকেই। এটিও লুকানো সম্ভব। তবে একে বারে সব পেজের লাইক ও রিঅ্যাকশন লুকানো যায় না। পেজের ক্যাটাগরি অনুসারে তা করতে হয়। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. নিজের প্রোফাইল পেজে প্রবেশ করুন।
২. এখন ‘মোর’ অপশনে ক্লিক করুন ও এরপর মেনু থেকে ‘লাইক’ অপশনে ক্লিক করুন।
৩. লাইক সেকশনের তিন ডট (⋯) বাটনে ক্লিক করুন ও এরপর ‘এডিট দ্য প্রাইভেসি অব ইউওর লাইকস’ অপশনে
নির্বাচন করুন।
৪. এখন ফেসবুক পেজের বিভিন্ন ক্যাটাগরির তালিকা দেখানো হবে। প্রতিটি ক্যাটাগরির পাশে প্রাইভেসি আইকোনে ক্লিক করুন।
৫. এখন অপশনগুলো থেকে ‘অনলি মি’ অপশনে ক্লিক করুন ও ‘সেভ’ অপশন নির্বাচন করুন।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
নতুন বছরের শুরুতে একাধিক সংকল্প বা রেজল্যুশন নির্ধারণ করেন অনেকেই। বছরের প্রথম দিন থেকেই নতুন অভ্যাস গঠন ও পুরোনো বদভ্যাস বাদ দেওয়ার চেষ্টা করা হয়। তবে এসব সংকল্প বাস্তবায়নের জন্য আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়াই যায়। সংকল্পগুলো ডায়েরি থেকে বাস্তবে রূপ নিতে সাহায্য করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা...
১৬ ঘণ্টা আগেচলতি বছরের প্রথম ত্রৈমাসিকে চতুর্থ প্রজন্মের আইফোন এসই উন্মোচিত হওয়ার আশা করা হচ্ছে। এর আগেই মডেলটি নিয়ে বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে, যার মধ্যে ডিজাইন এবং স্পেসিফিকেশন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। তবে নতুন একটি তথ্যসূত্র অনুযায়ী, আইফোন এসই ৪ এর নাম পরিবর্তন করবে অ্যাপল। সাশ্রয়ী বাজ
২০ ঘণ্টা আগেবিশ্বের সেরা বৈদ্যুতিক গাড়ি (ইভি) প্রস্তুতকারক হওয়ার জন্য ইলন মাস্কের টেসলার সঙ্গে প্রতিযোগিতা করছে চীনের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। তবে এই প্রতিযোগিতায় নিজের অবস্থার আরও শক্তিশালি করেছে কোম্পানিটি। কারণ গত বছরের শেষদিকে বিওয়াইডি–এর ইভি বিক্রি রেকর্ড পরিমাণে বেড়েছে।
১ দিন আগেবিশ্বের বিভিন্ন দেশের ওপর প্রযুক্তিগত নির্ভরশীলতা কমাতে চেষ্টা করছে রাশিয়া। এরই ধারাবাহিকতায় গেমিং কনসোল তৈরির উদ্যোগ নিয়েছে দেশটি। গত ২৫ শে ডিসেম্বর ঘরোয়া ভিডিও গেইম কনসোল সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেছেন রাশিয়ার ‘স্টেট ডুমা কমিটি অন ইনফরমেশন পলিসি’র ডেপুটি চেয়ারম্যান অ্যান্টন গোরেলকিন। শিল্প ও বাণ
১ দিন আগে