অনলাইন ডেস্ক
স্টোরিতে মন্তব্য বা কমেন্ট লেখার ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। এর আগে স্টোরির প্রতিক্রিয়াই কোনো কিছু লিখলে তা সরাসরি মেসেজ বক্সে চলে যেত। নতুন ফিচারটি পোস্টের নিচে কমেন্ট করার মতোই কাজ করবে। ফলে ব্যবহারকারীরা আরও সহজে ও প্রকাশ্যে স্টোরি সম্পর্কে তাদের মতামত জানাতে পারবেন।
পূর্বে ইনস্টাগ্রাম স্টোরিতে কোনো উত্তর দিলে এটি ব্যক্তিগত বার্তা হিসেবে শুধু ওই কনটেন্ট পোস্ট করা ব্যক্তির কাছে চলে যেত। স্টোরিতে কমেন্ট ফিচারের সুবিধা যুক্ত হওয়ায় এখন ক্রিয়েটর ছাড়াও স্টোরির কমেন্টগুলো অন্যরা দেখতে পারবে। তবে মন্তব্য করার সুবিধাটি কিছুটা সীমিত। কারও স্টোরিতে কমেন্ট করার জন্য পোস্টদাতাকে ফলো করতে হবে এবং পোস্টদাতাকেও সেই ফলোয়ারকে ফলো করতে হবে। ফিচারটি কীভাবে কাজ করে তা ব্যাখ্যা করতে একটি ভিডিও প্রকাশ করেছে ইনস্টাগ্রাম।
স্টোরির মতো এর কমেন্টগুলোও অস্থায়ী হবে। কমেন্টগুলো ২৪ ঘণ্টা পর্যন্ত স্থায়ী থাকবে। ইনস্টাগ্রামের মুখপাত্র এমিলি নরফোক জানান, ব্যবহারকারীরা তাদের শেয়ার করা যেকোনো স্টোরির মন্তব্য চালু বা বন্ধ করার বিকল্প পাবেন। তবে ২৪ ঘণ্টা পর স্টোরি পোস্টটির, মন্তব্যগুলো স্টোরির সঙ্গে আর্কাইভে সংরক্ষিত থাকবে কিনা তা স্পষ্ট নয়। এই বিষয়ে কোনো কিছু জানায়নি ইনস্টাগ্রাম।
স্টোরিতে কমেন্টের সংযোজন ইনস্টাগ্রামের বৃহত্তর কৌশলের অংশ। মূলত রিলস ও স্টোরির মতো গুরুত্বপূর্ণ সেকশনে ব্যবহারকারীর এনগেজমেন্ট বাড়ানোর লক্ষ্যে নতুন নতুন ফিচার যুক্ত করছে ইনস্টাগ্রাম।
গত কয়েক মাসে ইনস্টাগ্রামে ক্রমাগতভাবে এমন ফিচারগুলো চালু করেছে যা প্ল্যাটফর্মটিকে আরও সক্রিয় করে তোলে। সাম্প্রতিক সংযোজনগুলোর মধ্যে রয়েছে রিলস এবং স্টোরির জন্য নতুন টেক্সট ফন্ট, ইফেক্টস, অ্যানিমেশন। এ ছাড়া একটি নতুন ইন-অ্যাপ টেক্সট এডিটর যা বাহ্যিক এডিটিং অ্যাপ্লিকেশনের প্রয়োজনীয়তা কমিয়ে দেয়।
ইনস্টাগ্রামে সম্প্রতি ক্যারোসল পোস্টে ২০টি ছবি ও ভিডিও যুক্ত করার সুযোগ দিয়েছে। সেই সঙ্গে প্রোফাইলে একটি গান যুক্ত করার অপশনও দিয়েছে। এই গান বায়ো সেকশনে দেখা যাবে।
গত আগস্টে একটি রিলসেই একই সঙ্গে ২০টি অডিও যুক্ত করার সুবিধা দিয়েছে ইনস্টাগ্রাম। নতুন এই আপডেটের ফলে একাধিক অডিও যুক্ত করার জন্য থার্ড পার্ট অ্যাপের ওপর নির্ভর করতে হবে না। ইনস্টাগ্রাম অ্যাপেই এটি সম্ভব হবে। ফলে ক্রিয়েটরদের সময় ও শ্রম উভয়ই বাঁচবে।
ফিচারটি ব্যবহার করার জন্য ইনস্টাগ্রামের ভিডিও এডিটরের নতুন ‘অ্যাড টু মিক্স’ বাটনে ট্যাপ করতে হবে। এরপর পছন্দ মতো অডিও, মিউজিক বাছাই করতে হবে। এরপর মিউজিকের কতটুকু অংশ ও ভিডিওর কোন অংশে ব্যবহার করা হবে তা নির্ধারণ করতে হবে। এ ছাড়া আলাদা আলাদাভাবে মিউজিক ও অডিওগুলোর ভলিউম বাড়ানো–কমানোও যাবে।
স্টোরিতে মন্তব্য বা কমেন্ট লেখার ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। এর আগে স্টোরির প্রতিক্রিয়াই কোনো কিছু লিখলে তা সরাসরি মেসেজ বক্সে চলে যেত। নতুন ফিচারটি পোস্টের নিচে কমেন্ট করার মতোই কাজ করবে। ফলে ব্যবহারকারীরা আরও সহজে ও প্রকাশ্যে স্টোরি সম্পর্কে তাদের মতামত জানাতে পারবেন।
পূর্বে ইনস্টাগ্রাম স্টোরিতে কোনো উত্তর দিলে এটি ব্যক্তিগত বার্তা হিসেবে শুধু ওই কনটেন্ট পোস্ট করা ব্যক্তির কাছে চলে যেত। স্টোরিতে কমেন্ট ফিচারের সুবিধা যুক্ত হওয়ায় এখন ক্রিয়েটর ছাড়াও স্টোরির কমেন্টগুলো অন্যরা দেখতে পারবে। তবে মন্তব্য করার সুবিধাটি কিছুটা সীমিত। কারও স্টোরিতে কমেন্ট করার জন্য পোস্টদাতাকে ফলো করতে হবে এবং পোস্টদাতাকেও সেই ফলোয়ারকে ফলো করতে হবে। ফিচারটি কীভাবে কাজ করে তা ব্যাখ্যা করতে একটি ভিডিও প্রকাশ করেছে ইনস্টাগ্রাম।
স্টোরির মতো এর কমেন্টগুলোও অস্থায়ী হবে। কমেন্টগুলো ২৪ ঘণ্টা পর্যন্ত স্থায়ী থাকবে। ইনস্টাগ্রামের মুখপাত্র এমিলি নরফোক জানান, ব্যবহারকারীরা তাদের শেয়ার করা যেকোনো স্টোরির মন্তব্য চালু বা বন্ধ করার বিকল্প পাবেন। তবে ২৪ ঘণ্টা পর স্টোরি পোস্টটির, মন্তব্যগুলো স্টোরির সঙ্গে আর্কাইভে সংরক্ষিত থাকবে কিনা তা স্পষ্ট নয়। এই বিষয়ে কোনো কিছু জানায়নি ইনস্টাগ্রাম।
স্টোরিতে কমেন্টের সংযোজন ইনস্টাগ্রামের বৃহত্তর কৌশলের অংশ। মূলত রিলস ও স্টোরির মতো গুরুত্বপূর্ণ সেকশনে ব্যবহারকারীর এনগেজমেন্ট বাড়ানোর লক্ষ্যে নতুন নতুন ফিচার যুক্ত করছে ইনস্টাগ্রাম।
গত কয়েক মাসে ইনস্টাগ্রামে ক্রমাগতভাবে এমন ফিচারগুলো চালু করেছে যা প্ল্যাটফর্মটিকে আরও সক্রিয় করে তোলে। সাম্প্রতিক সংযোজনগুলোর মধ্যে রয়েছে রিলস এবং স্টোরির জন্য নতুন টেক্সট ফন্ট, ইফেক্টস, অ্যানিমেশন। এ ছাড়া একটি নতুন ইন-অ্যাপ টেক্সট এডিটর যা বাহ্যিক এডিটিং অ্যাপ্লিকেশনের প্রয়োজনীয়তা কমিয়ে দেয়।
ইনস্টাগ্রামে সম্প্রতি ক্যারোসল পোস্টে ২০টি ছবি ও ভিডিও যুক্ত করার সুযোগ দিয়েছে। সেই সঙ্গে প্রোফাইলে একটি গান যুক্ত করার অপশনও দিয়েছে। এই গান বায়ো সেকশনে দেখা যাবে।
গত আগস্টে একটি রিলসেই একই সঙ্গে ২০টি অডিও যুক্ত করার সুবিধা দিয়েছে ইনস্টাগ্রাম। নতুন এই আপডেটের ফলে একাধিক অডিও যুক্ত করার জন্য থার্ড পার্ট অ্যাপের ওপর নির্ভর করতে হবে না। ইনস্টাগ্রাম অ্যাপেই এটি সম্ভব হবে। ফলে ক্রিয়েটরদের সময় ও শ্রম উভয়ই বাঁচবে।
ফিচারটি ব্যবহার করার জন্য ইনস্টাগ্রামের ভিডিও এডিটরের নতুন ‘অ্যাড টু মিক্স’ বাটনে ট্যাপ করতে হবে। এরপর পছন্দ মতো অডিও, মিউজিক বাছাই করতে হবে। এরপর মিউজিকের কতটুকু অংশ ও ভিডিওর কোন অংশে ব্যবহার করা হবে তা নির্ধারণ করতে হবে। এ ছাড়া আলাদা আলাদাভাবে মিউজিক ও অডিওগুলোর ভলিউম বাড়ানো–কমানোও যাবে।
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
৬ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
৯ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
১১ ঘণ্টা আগে