প্রযুক্তি ডেস্ক
সাধারণত হোয়াটসঅ্যাপ গ্রুপে সদস্যদের নিজে থেকে যুক্ত করা বা অন্যদের মাধ্যমে যুক্ত করা ছাড়াও অন্য আরেকটি পদ্ধতি অবলম্বন করেন গ্রুপ এডমিন। অন্য পদ্ধতিটি হলো— গ্রুপের লিংক তৈরি করা। এই লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গেই গ্রুপে যুক্ত হয়ে যান ব্যবহারকারী। তবে এখন থেকে গ্রুপের লিংকে ক্লিক করলেও গ্রুপের এডমিন ব্যবহারকারীদের যাচাই করার সুযোগ পাবেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ জানায়, হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাডমিনদের অনেকেই গ্রুপে যুক্ত হতে আগ্রহী ব্যক্তিদের জন্য লিংক উন্মুক্ত করেন। এই লিংকে ক্লিক করে আগ্রহী ব্যক্তিরা গ্রুপের সদস্য হতে পারেন। এতে অনেক সময় দেখা যায় অবাঞ্ছিত ব্যক্তিরাও গ্রুপের সদস্য হয়ে পড়েন। ফলে অনেকসময়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হওয়ার পাশাপাশি গ্রুপের পরিবেশও নষ্ট হয়। এ সমস্যা সমাধানে লিংকের মাধ্যমে আবেদন করা ব্যক্তিদের পরিচয় যাচাই করে গ্রুপে যুক্ত করার সুবিধা চালু করেছে প্ল্যাটফর্মটি।
এদিকে, হোয়াটসঅ্যাপ ডেভেলপমেন্ট টিম ‘পুশ নেম’ নামের নতুন এক ফিচার নিয়ে কাজ করছে। ফোনে কারও কন্টাক্ট সংরক্ষণ না করা থাকলে হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটে সংশ্লিষ্ট ব্যবহারকারীর মেসেজ এলে নামের পরিবর্তে নম্বর দেখায়। তবে নতুন এই ফিচারের কারণে এখন থেকে নম্বরের পরিবর্তে নাম দেখাবে। নতুন এই আপডেট এলে গ্রুপ চ্যাটের সদস্যদের চিনতে সুবিধা হবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের।
গিজচায়নার প্রতিবেদন অনুযায়ী, কন্টাক্ট লিস্টে কারও নম্বর সংরক্ষণ করা না থাকলে অনেক সময়েই গ্রুপ চ্যাটে অপরিচিত মেসেজ দেখে তার পরিচয় জানতে হলে গ্রুপ ইনফোতে যেতে হয়। তবে নতুন এই ফিচার এলে এই ঝামেলা থেকে মুক্তি পাবে ব্যবহারকারীরা।
তবে আপাতত অ্যাপল আইওএস প্ল্যাটফর্মের বেটা সংস্করণে পাওয়া যাবে এই সুবিধা। পরবর্তীতে বেটা ব্যবহারকারীদের জন্য চালু করা হবে স্টেবল বেটা ভার্সন। এই দুই পর্ব শেষ হওয়ার পর সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু হবে পুশ নেম ফিচার। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই এই সুবিধা পাবেন সাধারণ ব্যবহারকারীরা।
এর আগে, পাঠিয়ে দেওয়া মেসেজ এডিটের সুবিধা আনে হোয়াটসঅ্যাপ। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকগ্যাজেটসের প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর পর তাতে ভুল চোখে পড়লে সেটি এডিট করার উপায় থাকে না। মেসেজটি ডিলিট করে নতুন করে আবার টাইপ করে পাঠাতে হয়। এই সমস্যারই সমাধান করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে আইফোনের বেটা সংস্করণে এই ফিচারটি এসেছে। এবার অ্যান্ড্রয়েডেও এই সুবিধা আসছে।
সব ব্যবহারকারী কবে থেকে এই ফিচার ব্যবহার করতে পারবেন, সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানা যায়নি। টেক্সট এডিটের জন্য ব্যবহারকারী পাবেন মোট ১৫ মিনিট। অর্থাৎ, কাউকে মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে যদি কোনো ভুল ধরা পড়ে, তাহলে তা এডিট করা যাবে। মেসেজের প্রাপক শুধু জানতে পারবেন যে মেসেজটি এডিট করা হয়েছে। তবে কী এডিট করেছেন, তা জানতে পারবেন না।
সাধারণত হোয়াটসঅ্যাপ গ্রুপে সদস্যদের নিজে থেকে যুক্ত করা বা অন্যদের মাধ্যমে যুক্ত করা ছাড়াও অন্য আরেকটি পদ্ধতি অবলম্বন করেন গ্রুপ এডমিন। অন্য পদ্ধতিটি হলো— গ্রুপের লিংক তৈরি করা। এই লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গেই গ্রুপে যুক্ত হয়ে যান ব্যবহারকারী। তবে এখন থেকে গ্রুপের লিংকে ক্লিক করলেও গ্রুপের এডমিন ব্যবহারকারীদের যাচাই করার সুযোগ পাবেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ জানায়, হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাডমিনদের অনেকেই গ্রুপে যুক্ত হতে আগ্রহী ব্যক্তিদের জন্য লিংক উন্মুক্ত করেন। এই লিংকে ক্লিক করে আগ্রহী ব্যক্তিরা গ্রুপের সদস্য হতে পারেন। এতে অনেক সময় দেখা যায় অবাঞ্ছিত ব্যক্তিরাও গ্রুপের সদস্য হয়ে পড়েন। ফলে অনেকসময়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হওয়ার পাশাপাশি গ্রুপের পরিবেশও নষ্ট হয়। এ সমস্যা সমাধানে লিংকের মাধ্যমে আবেদন করা ব্যক্তিদের পরিচয় যাচাই করে গ্রুপে যুক্ত করার সুবিধা চালু করেছে প্ল্যাটফর্মটি।
এদিকে, হোয়াটসঅ্যাপ ডেভেলপমেন্ট টিম ‘পুশ নেম’ নামের নতুন এক ফিচার নিয়ে কাজ করছে। ফোনে কারও কন্টাক্ট সংরক্ষণ না করা থাকলে হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটে সংশ্লিষ্ট ব্যবহারকারীর মেসেজ এলে নামের পরিবর্তে নম্বর দেখায়। তবে নতুন এই ফিচারের কারণে এখন থেকে নম্বরের পরিবর্তে নাম দেখাবে। নতুন এই আপডেট এলে গ্রুপ চ্যাটের সদস্যদের চিনতে সুবিধা হবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের।
গিজচায়নার প্রতিবেদন অনুযায়ী, কন্টাক্ট লিস্টে কারও নম্বর সংরক্ষণ করা না থাকলে অনেক সময়েই গ্রুপ চ্যাটে অপরিচিত মেসেজ দেখে তার পরিচয় জানতে হলে গ্রুপ ইনফোতে যেতে হয়। তবে নতুন এই ফিচার এলে এই ঝামেলা থেকে মুক্তি পাবে ব্যবহারকারীরা।
তবে আপাতত অ্যাপল আইওএস প্ল্যাটফর্মের বেটা সংস্করণে পাওয়া যাবে এই সুবিধা। পরবর্তীতে বেটা ব্যবহারকারীদের জন্য চালু করা হবে স্টেবল বেটা ভার্সন। এই দুই পর্ব শেষ হওয়ার পর সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু হবে পুশ নেম ফিচার। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই এই সুবিধা পাবেন সাধারণ ব্যবহারকারীরা।
এর আগে, পাঠিয়ে দেওয়া মেসেজ এডিটের সুবিধা আনে হোয়াটসঅ্যাপ। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকগ্যাজেটসের প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর পর তাতে ভুল চোখে পড়লে সেটি এডিট করার উপায় থাকে না। মেসেজটি ডিলিট করে নতুন করে আবার টাইপ করে পাঠাতে হয়। এই সমস্যারই সমাধান করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে আইফোনের বেটা সংস্করণে এই ফিচারটি এসেছে। এবার অ্যান্ড্রয়েডেও এই সুবিধা আসছে।
সব ব্যবহারকারী কবে থেকে এই ফিচার ব্যবহার করতে পারবেন, সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানা যায়নি। টেক্সট এডিটের জন্য ব্যবহারকারী পাবেন মোট ১৫ মিনিট। অর্থাৎ, কাউকে মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে যদি কোনো ভুল ধরা পড়ে, তাহলে তা এডিট করা যাবে। মেসেজের প্রাপক শুধু জানতে পারবেন যে মেসেজটি এডিট করা হয়েছে। তবে কী এডিট করেছেন, তা জানতে পারবেন না।
চীনে অতিসম্প্রতি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট ‘মানুস’ (যার মূল শব্দ ল্যাটিন থেকে আসা এবং অর্থ হাত) বৈশ্বিক প্রযুক্তি খাতকে চমকে দিয়েছে। এই এআই এজেন্ট নিজের সক্ষমতা প্রমাণ করেছে ঐতিহ্যগতভাবে হোয়াইট-কলার (বিশেষজ্ঞ) কর্মীদের সম্পাদিত কাজ নিজে করার মাধ্যমে। হংকংভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া...
১ ঘণ্টা আগেচীনা কোম্পানি ভিভো তার পরবর্তী বড় ফ্ল্যাগশিপ ফোন এক্স ২০০ আলট্রা উন্মোচনের জন্য প্রস্তুত। এটি চীনের বাজারে এপ্রিলের মাঝামাঝি থেকে শেষের দিকে আসতে পারে। ডিভাইসটি ইতিমধ্যে অনেক খবরের শিরোনামে উঠে এসেছে।
২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক নতুন ভিডিও লেন্স নিয়ে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপচ্যাপ। নিজস্ব এআই মডেল ব্যবহার করে এসব লেন্স তৈরি করেছে কোম্পানিটি। এটি ব্যবহারকারীদের আরও বিস্ময়কর এবং বিনোদনমূলক উপায়ে তাদের ছবি বা ভিডিও শেয়ার করার সুযোগ দেবে।
৩ ঘণ্টা আগেগুগলের নতুন স্মার্টফোন পিক্সেল ১০–এ একটি নতুন ক্যামেরা যুক্ত হতে পারে। ফোনটি দেখতে পিক্সেল ৯-এর মতোই হবে। এতে একটি ছোট পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে।
৫ ঘণ্টা আগে