প্রযুক্তি ডেস্ক
স্ন্যাপচ্যাটে কারও সঙ্গে ‘স্ট্রিক’ বজায় রাখতে হলে প্রতি ২৪ ঘণ্টায় অন্তত একটি করে ‘স্ন্যাপ’ পাঠাতে হয় তাকে। ভুলক্রমে একদিন ভুলে গেলে বা ব্যস্ততায় স্ন্যাপচ্যাট থেকে দূরে থাকলেই ভেঙে যাবে সেই স্ট্রিক। স্ট্রিক বজায় রাখার এই চর্চা স্ন্যাপচ্যাট ব্যবহারকারীদের মাঝে বেশ জনপ্রিয়। আর তাই স্ন্যাপচ্যাট নিয়ে এসেছে স্ট্রিকে বিরতি নেওয়ার সুবিধা। ফলে ব্যস্ত থাকলে স্ট্রিক বজায় রেখেই নেওয়া যাবে বিরতি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, স্ন্যাপচ্যাট ব্যবহারকারীরা একটি স্ট্রিক বিনামূল্যে পাবেন। যার মাধ্যমে একদিনের বিরতি নিতে পারবেন তাঁরা। অর্থাৎ, কেউ একদিন স্ন্যাপ না করলে ওই একদিনের জন্য পাবেন একটি ফ্রি 'স্ট্রিক'। যার মাধ্যমে স্ট্রিক বজায় রাখতে পারবেন ব্যবহারকারীরা।
এক ঘোষণায় স্ন্যাপচ্যাট বলে, ‘স্ট্রিক ভেঙে আপনার বন্ধুত্ব শীতল হওয়ার আর সুযোগ নেই। আজ থেকে আমরা স্ন্যাপচ্যাটে নতুন একটি সুবিধা পরীক্ষা করছি। এই সুবিধার মাধ্যমে আপনারা স্ট্রিকে এক দিনের বিরতি নিতে পারবেন এবং ওই একদিনের জন্য একটি স্ট্রিক বিনামূল্যে পাবেন।’
স্ন্যাপচ্যাট আরও জানায়, ব্যবহারকারীরা চাইলে অ্যাপ থেকে আরও স্ট্রিক যোগ করতে পারবেন। তবে অতিরিক্ত স্ট্রিক যুক্ত করার ক্ষেত্রে গুনতে হবে টাকা। যুক্তরাষ্ট্রে বসবাসরত ব্যবহারকারীদের প্রতি স্ট্রিকে খরচ করতে হবে ৯৯ সেন্ট।
সম্প্রতি, ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম স্ন্যাপচ্যাটে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট যুক্ত করার ঘোষণা দেয় স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ। এই চ্যাটবট ওপেনএআইয়ের চ্যাটজিপিটি প্রযুক্তির মাধ্যমে চলবে। চ্যাটবটটির নাম দেওয়া হয়েছে ‘মাই এআই’। চ্যাটবটটিতে জিপিটি প্রযুক্তির সর্বশেষ সংস্করণ- জিপিটি ৩ ব্যবহার করা হবে। তবে চ্যাটবটটি স্ন্যাপচ্যাটের জন্য আলাদাভাবে কাস্টোমাইজ করা থাকবে। আপাতত ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে এই চ্যাটবট সুবিধা চালুর করছে স্ন্যাপচ্যাট।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৭ ফেব্রুয়ারি) এক ব্লগ পোস্টে স্ন্যাপ ইনকরপোরেশন পরীক্ষামূলকভাবে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চালুর ঘোষণা দেয়। চলতি সপ্তাহে ‘মাই এআই’ চালু হবে। আপাতত ‘স্ন্যাপচ্যাট প্লাস’ সাবস্ক্রাইবাররা পরীক্ষামূলকভাবে এই চ্যাটবট ব্যবহারের সুবিধা পাবেন। স্ন্যাপচ্যাট প্লাস সাবস্ক্রাইবার হতে ব্যবহারকারীকে গুনতে হবে মাসে ৩ ডলার ৯৯ সেন্ট।
ভবিষ্যতে অ্যাপের জন্য চ্যাটবটটির উন্নয়নে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া জানাতে অনুরোধ করেছে স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ। এ ছাড়া, চ্যাটবটের ভুলের ব্যাপারে স্ন্যাপ স্পষ্ট করে বলেছে, “প্রাথমিক পর্যায়ে ‘মাই এআই’ ভুল করতে পারে।”
এর আগে, অগমেনটেড রিয়্যালিটির (এআর) লেন্স ফিল্টারে অডিও রেকোমেন্ডেশন টুল চালু করে স্ন্যাপচ্যাট। দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, নতুন টুলটি ব্যবহারকারীদের ছবি ও ভিডিওর বিষয় পর্যালোচনা করে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন অডিও ক্লিপ ব্যবহারের পরামর্শ দেবে। ফলে নির্মাতারা সহজেই ভিডিওতে বিভিন্ন গান বা অডিও ক্লিপ যুক্ত করার সুযোগ পাবেন। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসরত ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন।
লেন্স ফিল্টার কাজে লাগিয়ে ছবিতে থাকা চেহারা পরিবর্তনসহ বিভিন্ন ধরনের কৃত্রিম আবহ তৈরি করতে পারেন ব্যবহারকারীরা। নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীর সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করছে স্ন্যাপচ্যাট। বিগত বছর অ্যাপের ওয়েব সংস্করণ আনার ঘোষণা দেয় স্ন্যাপচ্যাট। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, মোবাইল ডিভাইস ও ওয়েব সংস্করণের মধ্যে সুবিধা অনুযায়ী যেকোনোটি বেছে নেওয়ার সুযোগ করে দিতেই ব্যবহারকারীদের জন্য এই ওয়েব সংস্করণ আনে স্ন্যাপচ্যাট।
স্ন্যাপচ্যাটে কারও সঙ্গে ‘স্ট্রিক’ বজায় রাখতে হলে প্রতি ২৪ ঘণ্টায় অন্তত একটি করে ‘স্ন্যাপ’ পাঠাতে হয় তাকে। ভুলক্রমে একদিন ভুলে গেলে বা ব্যস্ততায় স্ন্যাপচ্যাট থেকে দূরে থাকলেই ভেঙে যাবে সেই স্ট্রিক। স্ট্রিক বজায় রাখার এই চর্চা স্ন্যাপচ্যাট ব্যবহারকারীদের মাঝে বেশ জনপ্রিয়। আর তাই স্ন্যাপচ্যাট নিয়ে এসেছে স্ট্রিকে বিরতি নেওয়ার সুবিধা। ফলে ব্যস্ত থাকলে স্ট্রিক বজায় রেখেই নেওয়া যাবে বিরতি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, স্ন্যাপচ্যাট ব্যবহারকারীরা একটি স্ট্রিক বিনামূল্যে পাবেন। যার মাধ্যমে একদিনের বিরতি নিতে পারবেন তাঁরা। অর্থাৎ, কেউ একদিন স্ন্যাপ না করলে ওই একদিনের জন্য পাবেন একটি ফ্রি 'স্ট্রিক'। যার মাধ্যমে স্ট্রিক বজায় রাখতে পারবেন ব্যবহারকারীরা।
এক ঘোষণায় স্ন্যাপচ্যাট বলে, ‘স্ট্রিক ভেঙে আপনার বন্ধুত্ব শীতল হওয়ার আর সুযোগ নেই। আজ থেকে আমরা স্ন্যাপচ্যাটে নতুন একটি সুবিধা পরীক্ষা করছি। এই সুবিধার মাধ্যমে আপনারা স্ট্রিকে এক দিনের বিরতি নিতে পারবেন এবং ওই একদিনের জন্য একটি স্ট্রিক বিনামূল্যে পাবেন।’
স্ন্যাপচ্যাট আরও জানায়, ব্যবহারকারীরা চাইলে অ্যাপ থেকে আরও স্ট্রিক যোগ করতে পারবেন। তবে অতিরিক্ত স্ট্রিক যুক্ত করার ক্ষেত্রে গুনতে হবে টাকা। যুক্তরাষ্ট্রে বসবাসরত ব্যবহারকারীদের প্রতি স্ট্রিকে খরচ করতে হবে ৯৯ সেন্ট।
সম্প্রতি, ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম স্ন্যাপচ্যাটে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট যুক্ত করার ঘোষণা দেয় স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ। এই চ্যাটবট ওপেনএআইয়ের চ্যাটজিপিটি প্রযুক্তির মাধ্যমে চলবে। চ্যাটবটটির নাম দেওয়া হয়েছে ‘মাই এআই’। চ্যাটবটটিতে জিপিটি প্রযুক্তির সর্বশেষ সংস্করণ- জিপিটি ৩ ব্যবহার করা হবে। তবে চ্যাটবটটি স্ন্যাপচ্যাটের জন্য আলাদাভাবে কাস্টোমাইজ করা থাকবে। আপাতত ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে এই চ্যাটবট সুবিধা চালুর করছে স্ন্যাপচ্যাট।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৭ ফেব্রুয়ারি) এক ব্লগ পোস্টে স্ন্যাপ ইনকরপোরেশন পরীক্ষামূলকভাবে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চালুর ঘোষণা দেয়। চলতি সপ্তাহে ‘মাই এআই’ চালু হবে। আপাতত ‘স্ন্যাপচ্যাট প্লাস’ সাবস্ক্রাইবাররা পরীক্ষামূলকভাবে এই চ্যাটবট ব্যবহারের সুবিধা পাবেন। স্ন্যাপচ্যাট প্লাস সাবস্ক্রাইবার হতে ব্যবহারকারীকে গুনতে হবে মাসে ৩ ডলার ৯৯ সেন্ট।
ভবিষ্যতে অ্যাপের জন্য চ্যাটবটটির উন্নয়নে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া জানাতে অনুরোধ করেছে স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ। এ ছাড়া, চ্যাটবটের ভুলের ব্যাপারে স্ন্যাপ স্পষ্ট করে বলেছে, “প্রাথমিক পর্যায়ে ‘মাই এআই’ ভুল করতে পারে।”
এর আগে, অগমেনটেড রিয়্যালিটির (এআর) লেন্স ফিল্টারে অডিও রেকোমেন্ডেশন টুল চালু করে স্ন্যাপচ্যাট। দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, নতুন টুলটি ব্যবহারকারীদের ছবি ও ভিডিওর বিষয় পর্যালোচনা করে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন অডিও ক্লিপ ব্যবহারের পরামর্শ দেবে। ফলে নির্মাতারা সহজেই ভিডিওতে বিভিন্ন গান বা অডিও ক্লিপ যুক্ত করার সুযোগ পাবেন। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসরত ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন।
লেন্স ফিল্টার কাজে লাগিয়ে ছবিতে থাকা চেহারা পরিবর্তনসহ বিভিন্ন ধরনের কৃত্রিম আবহ তৈরি করতে পারেন ব্যবহারকারীরা। নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীর সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করছে স্ন্যাপচ্যাট। বিগত বছর অ্যাপের ওয়েব সংস্করণ আনার ঘোষণা দেয় স্ন্যাপচ্যাট। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, মোবাইল ডিভাইস ও ওয়েব সংস্করণের মধ্যে সুবিধা অনুযায়ী যেকোনোটি বেছে নেওয়ার সুযোগ করে দিতেই ব্যবহারকারীদের জন্য এই ওয়েব সংস্করণ আনে স্ন্যাপচ্যাট।
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
১৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
২ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
২ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
২ দিন আগে