প্রযুক্তি ডেস্ক
কনটেন্ট নির্মাতাদের জন্য প্রতিনিয়ত বিভিন্ন ফিচার আনছে ইউটিউব। এবার নতুন আরেকটি ফিচার আনার ঘোষণা দিয়েছে এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজের ‘কাস্টম রেডিও স্টেশন’ তৈরির সুবিধা পাবেন। এই ফিচার চালুর আগে বিদ্যমান বিভিন্ন প্লেলিস্ট, রেডিও বা অ্যালবাম থেকে বাছাই করে গান শোনার সুযোগ পেতেন ব্যবহারকারীরা। তবে এখন থেকে শুরু থেকেই নিজস্ব রেডিও তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সর্বোচ্চ ৩০জন পর্যন্ত শিল্পী বাছাই করে নিজস্ব ‘রেডিও স্টেশন’ বানাতে পারবেন। পাশাপাশি, কোন শিল্পীর গান কত ঘন ঘন উপস্থিত হবেন, তাও ঠিক করা যাবে। রেডিওতে কেবল ব্যবহারকারীর বাছাই করা শিল্পীদের গানই থাকবে, নাকি এতে তিনি একই ধরনের অন্যান্য শিল্পীর গান স্টেশনে যোগ করতে চান— সেটিও ঠিক করতে পারবেন।
স্পটিফাই ও অ্যাপল মিউজিকের মতো জনপ্রিয় স্ট্রিমিং সেবা গুলোয় ব্যবহারকারীরা নির্দিষ্ট কোনো গান বা শিল্পীর ওপর ভিত্তি করে প্লেলিস্ট তৈরির সুবিধা পেয়ে আসছেন। সম্প্রতি, ‘গো লাইভ টুগেদার’ ফিচার চালু করেছে ইউটিউব। এই ফিচার ব্যবহার করে স্মার্টফোনের মাধ্যমে দুজন কনটেন্ট নির্মাতা একসঙ্গে (কো-স্ট্রিম) লাইভে আসতে পারবেন।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ‘গো লাইভ টুগেদার’ ফিচারটি ব্যবহার করে একজন কনটেন্ট নির্মাতা লাইভে এসে আরেকজন কনটেন্ট নির্মাতাকে লাইভে যুক্ত হতে আমন্ত্রণ জানাতে পারবেন। ফিচারটি এখন শুধুমাত্র স্মার্টফোনের ইউটিউব অ্যাপ থেকে ব্যবহারের সুযোগ থাকলেও ভবিষ্যতে ওয়েব সংস্করণেও ব্যবহার করা যাবে।
‘টিম ইউটিউব’ টুইটার অ্যাকাউন্ট থেকে এক পোস্টে বলা হয়, ‘দুজন কনটেন্ট নির্মাতা সহজে লাইভে আসার জন্য চালু করা হয়েছে ‘গো লাইভ টুগেদার’ ফিচার। এর সবকিছুই হবে স্মার্টফোনে। ৫০ এর বেশি সাবস্ক্রাইবার হলেই যেকোনো কনটেন্ট নির্মাতা নতুন ফিচারটি ব্যবহার করতে পারবেন।’ স্মার্টফোনের ইউটিউব অ্যাপের নিচে ‘ক্রিয়েট’ অপশনে ক্লিক করলে ‘গো লাইভ টুগেদার’ ফিচারটি ব্যবহার করা যাবে।
গত ১ ফেব্রুয়ারি থেকে নতুন ‘পার্টনার প্রোগ্রাম’ চুক্তির অংশ হিসেবে ইউটিউবে ‘শর্টস’ নির্মাতারা আয় করা শুরু করেছেন। ইউটিউব শর্টস ইউটিউবের একটি ফিচার, এই ফিচারে ৬০ সেকেন্ডের কম ব্যাপ্তির ভিডিও আপলোড করা যায়। সাধারণত ইউটিউব ভিডিও আপলোড করার জন্য ভিডিও রেকর্ড এবং সম্পাদনা আলাদাভাবে করার প্রয়োজন হয়। তবে, ইউটিউব শর্টস সরাসরি মোবাইলের ইউটিউব অ্যাপ থেকে রেকর্ড এবং এডিট করে আপলোড করা যায়।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ইউটিউব জানিয়েছিল, ইউটিউব শর্টসের ভিডিওতে বিজ্ঞাপন দেখানো হবে। আর এই বিজ্ঞাপন থেকে আয়ের ৪৫ শতাংশ পাবেন নির্মাতা। ইউটিউবের নতুন পার্টনার প্রোগ্রামের শর্তাবলি মেনে নিতে নির্মাতারা সময় পাচ্ছেন আগামী ১০ জুলাই পর্যন্ত। পরিবর্তনের অংশ হিসেবে ইউটিউব নতুন ‘মনিটাইজেশন মডিউল’ চালু করছে। ফলে নির্মাতারা ইউটিউবে সহজ নিয়মে অর্থ উপার্জনের সুবিধা পাবেন।
শর্টসের মাধ্যমে আয় করতে হলে শর্টস নির্মাতাদের কমপক্ষে ১ হাজার সাবস্ক্রাইবার এবং বিগত ৯০ দিনের মধ্যে চ্যানেলের সব শর্টস মিলিয়ে ১ কোটির বেশি ভিউ থাকতে হবে। তখনই তাঁরা নতুন ‘শর্টস মনিটাইজেশন মডিউল’ গ্রহণ করতে পারবেন।
কনটেন্ট নির্মাতাদের জন্য প্রতিনিয়ত বিভিন্ন ফিচার আনছে ইউটিউব। এবার নতুন আরেকটি ফিচার আনার ঘোষণা দিয়েছে এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজের ‘কাস্টম রেডিও স্টেশন’ তৈরির সুবিধা পাবেন। এই ফিচার চালুর আগে বিদ্যমান বিভিন্ন প্লেলিস্ট, রেডিও বা অ্যালবাম থেকে বাছাই করে গান শোনার সুযোগ পেতেন ব্যবহারকারীরা। তবে এখন থেকে শুরু থেকেই নিজস্ব রেডিও তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সর্বোচ্চ ৩০জন পর্যন্ত শিল্পী বাছাই করে নিজস্ব ‘রেডিও স্টেশন’ বানাতে পারবেন। পাশাপাশি, কোন শিল্পীর গান কত ঘন ঘন উপস্থিত হবেন, তাও ঠিক করা যাবে। রেডিওতে কেবল ব্যবহারকারীর বাছাই করা শিল্পীদের গানই থাকবে, নাকি এতে তিনি একই ধরনের অন্যান্য শিল্পীর গান স্টেশনে যোগ করতে চান— সেটিও ঠিক করতে পারবেন।
স্পটিফাই ও অ্যাপল মিউজিকের মতো জনপ্রিয় স্ট্রিমিং সেবা গুলোয় ব্যবহারকারীরা নির্দিষ্ট কোনো গান বা শিল্পীর ওপর ভিত্তি করে প্লেলিস্ট তৈরির সুবিধা পেয়ে আসছেন। সম্প্রতি, ‘গো লাইভ টুগেদার’ ফিচার চালু করেছে ইউটিউব। এই ফিচার ব্যবহার করে স্মার্টফোনের মাধ্যমে দুজন কনটেন্ট নির্মাতা একসঙ্গে (কো-স্ট্রিম) লাইভে আসতে পারবেন।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ‘গো লাইভ টুগেদার’ ফিচারটি ব্যবহার করে একজন কনটেন্ট নির্মাতা লাইভে এসে আরেকজন কনটেন্ট নির্মাতাকে লাইভে যুক্ত হতে আমন্ত্রণ জানাতে পারবেন। ফিচারটি এখন শুধুমাত্র স্মার্টফোনের ইউটিউব অ্যাপ থেকে ব্যবহারের সুযোগ থাকলেও ভবিষ্যতে ওয়েব সংস্করণেও ব্যবহার করা যাবে।
‘টিম ইউটিউব’ টুইটার অ্যাকাউন্ট থেকে এক পোস্টে বলা হয়, ‘দুজন কনটেন্ট নির্মাতা সহজে লাইভে আসার জন্য চালু করা হয়েছে ‘গো লাইভ টুগেদার’ ফিচার। এর সবকিছুই হবে স্মার্টফোনে। ৫০ এর বেশি সাবস্ক্রাইবার হলেই যেকোনো কনটেন্ট নির্মাতা নতুন ফিচারটি ব্যবহার করতে পারবেন।’ স্মার্টফোনের ইউটিউব অ্যাপের নিচে ‘ক্রিয়েট’ অপশনে ক্লিক করলে ‘গো লাইভ টুগেদার’ ফিচারটি ব্যবহার করা যাবে।
গত ১ ফেব্রুয়ারি থেকে নতুন ‘পার্টনার প্রোগ্রাম’ চুক্তির অংশ হিসেবে ইউটিউবে ‘শর্টস’ নির্মাতারা আয় করা শুরু করেছেন। ইউটিউব শর্টস ইউটিউবের একটি ফিচার, এই ফিচারে ৬০ সেকেন্ডের কম ব্যাপ্তির ভিডিও আপলোড করা যায়। সাধারণত ইউটিউব ভিডিও আপলোড করার জন্য ভিডিও রেকর্ড এবং সম্পাদনা আলাদাভাবে করার প্রয়োজন হয়। তবে, ইউটিউব শর্টস সরাসরি মোবাইলের ইউটিউব অ্যাপ থেকে রেকর্ড এবং এডিট করে আপলোড করা যায়।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ইউটিউব জানিয়েছিল, ইউটিউব শর্টসের ভিডিওতে বিজ্ঞাপন দেখানো হবে। আর এই বিজ্ঞাপন থেকে আয়ের ৪৫ শতাংশ পাবেন নির্মাতা। ইউটিউবের নতুন পার্টনার প্রোগ্রামের শর্তাবলি মেনে নিতে নির্মাতারা সময় পাচ্ছেন আগামী ১০ জুলাই পর্যন্ত। পরিবর্তনের অংশ হিসেবে ইউটিউব নতুন ‘মনিটাইজেশন মডিউল’ চালু করছে। ফলে নির্মাতারা ইউটিউবে সহজ নিয়মে অর্থ উপার্জনের সুবিধা পাবেন।
শর্টসের মাধ্যমে আয় করতে হলে শর্টস নির্মাতাদের কমপক্ষে ১ হাজার সাবস্ক্রাইবার এবং বিগত ৯০ দিনের মধ্যে চ্যানেলের সব শর্টস মিলিয়ে ১ কোটির বেশি ভিউ থাকতে হবে। তখনই তাঁরা নতুন ‘শর্টস মনিটাইজেশন মডিউল’ গ্রহণ করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট একটি বিশেষ ধরনের অ্যাকাউন্ট, যা ব্যবসায়িক উদ্দেশ্যে তৈরি করা হয়। এটি সাধারণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মতো হলেও এর মধ্যে বেশ কিছু অতিরিক্ত ফিচার রয়েছে। এই অ্যাকাউন্টের মাধ্যমে ব্যবসায়ীরা তাঁদের পণ্য বা সেবা-সম্পর্কিত তথ্য গ্রাহকদের কাছে দ্রুত এবং পেশাদারভাবে পৌঁছাতে পারেন
১ দিন আগেচীনে অতিসম্প্রতি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট ‘মানুস’ (যার মূল শব্দ ল্যাটিন থেকে আসা এবং অর্থ হাত) বৈশ্বিক প্রযুক্তি খাতকে চমকে দিয়েছে। এই এআই এজেন্ট নিজের সক্ষমতা প্রমাণ করেছে ঐতিহ্যগতভাবে হোয়াইট-কলার (বিশেষজ্ঞ) কর্মীদের সম্পাদিত কাজ নিজে করার মাধ্যমে। হংকংভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া...
২ দিন আগেচীনা কোম্পানি ভিভো তার পরবর্তী বড় ফ্ল্যাগশিপ ফোন এক্স ২০০ আলট্রা উন্মোচনের জন্য প্রস্তুত। এটি চীনের বাজারে এপ্রিলের মাঝামাঝি থেকে শেষের দিকে আসতে পারে। ডিভাইসটি ইতিমধ্যে অনেক খবরের শিরোনামে উঠে এসেছে।
২ দিন আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক নতুন ভিডিও লেন্স নিয়ে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপচ্যাপ। নিজস্ব এআই মডেল ব্যবহার করে এসব লেন্স তৈরি করেছে কোম্পানিটি। এটি ব্যবহারকারীদের আরও বিস্ময়কর এবং বিনোদনমূলক উপায়ে তাদের ছবি বা ভিডিও শেয়ার করার সুযোগ দেবে।
২ দিন আগে