অনলাইন ডেস্ক
দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো আরও আকর্ষণীয়ভাবে শেয়ার করা সুযোগ দেয় ফেসবুকের স্টোরি ফিচার। ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় বলে ফেসবুকের এই ফিচার বেশ জনপ্রিয়। অনেক সময় স্টোরিতে এমন ব্যক্তিগত বা সংবেদনশীল বিষয় শেয়ার করতে চান যা ফেসবুকের বন্ধু তালিকায় থাকা নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে স্টোরি লুকিয়ে রাখার প্রয়োজন হয়। তবে ফেসবুক স্টোরির প্রাইভেসি সেটিংস থেকে নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে স্টোরি সহজেই লুকানো রাখতে পারবেন।
ফেসবুক প্রোফাইল পাবলিক থাকলে এর স্টোরি ডিফল্টভাবে সবাই দেখতে পারেন ও প্রতিক্রিয়া দেখাতে পারেন। অপরদিকে ফ্রেন্ডস অপশন নির্বাচন করা স্টোরিগুলো শুধু ফেসবুক বন্ধুরা দেখতে পারেন। আবার ফেসবুক ফ্রেন্ডসের তালিকা থেকেও নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে ফেসবুক স্টোরি লুকানো যায়। কয়েক মিনিটের মধ্যেই এই সেটিংস পরিবর্তন করা সম্ভব।
ফেসবুক স্টোরি নির্দিষ্ট বন্ধুদের থেকে লুকিয়ে রাখবেন যেভাবে
১. আইওএস বা অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে ফেসবুক অ্যাপ খুলুন।
২. স্ক্রিনের বাম পাশে থাকা ‘ক্রিয়েট স্টোরি’ বা ‘+’ আইকোনে ট্যাপ করুন।
৩. ছবি তুলে বা ফোনের গ্যালারি থেকে পছন্দ মতো ছবি বা ভিডিও নির্বাচন করুন। প্রয়োজনমতো টেক্সট, ফিল্টার যুক্ত করে এডিট করে স্টোরি তৈরি করুন।
৪. স্টোরি তৈরি করার পর স্ক্রিনের ‘সেটিংস’ আইকোন খুঁজে বের করুন। এর পর ‘প্রাইভেসি’ অপশন নির্বাচন করুন।
৫. নতুন একটি পেজ চালু হবে। এই পেজে ফ্রেন্ডস, পাবলিক ও কাস্টম অপশন থাকবে।
৬. অপশনগুলো থেকে ফ্রেন্ডস অপশন নির্বাচন করুন। এর মাধ্যমে এই অপশনের নিচে থাকা ‘হাইড স্টোরি ফ্রম’ ফিচারটি সক্রিয় হবে। ফিচারটি সক্রিয় হলে এতে ট্যাপ করুন।
৭. এখন ফেসবুক বন্ধুদের একটি তালিকা দেখাবে। যেসব ফেসবুক বন্ধুদের কাছ থেকে স্টোরি লুকাতে চান তাদের নামের ওপর ট্যাপ করে নির্বাচন করুন।
৮. বাছাই শেষ হলে ওপরের দিকে থাকা ‘ডান’ অপশনে ট্যাপ করুন।
৯. এরপর সেভ অপশনে ট্যাপ করুন। এভাবে বাছাই করা ব্যক্তিরা ফেসবুকের স্টোরি দেখতে পারবে না।
স্টোরির প্রাইভেসি সেটিংস ফেসবুক পোস্ট থেকে আলাদা। এই পরিবর্তন ফেসবুকের পোস্টের ক্ষেত্রে কাজ করবে না।
এ ছাড়া ফেসবুকের বন্ধু তালিকায় থাকা কারও প্রোফাইল আগে থেকে রেস্ট্রিক করে রাখলে তারা স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক স্টোরি দেখতে পারবে না।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে ও ফেসবুক
দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো আরও আকর্ষণীয়ভাবে শেয়ার করা সুযোগ দেয় ফেসবুকের স্টোরি ফিচার। ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় বলে ফেসবুকের এই ফিচার বেশ জনপ্রিয়। অনেক সময় স্টোরিতে এমন ব্যক্তিগত বা সংবেদনশীল বিষয় শেয়ার করতে চান যা ফেসবুকের বন্ধু তালিকায় থাকা নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে স্টোরি লুকিয়ে রাখার প্রয়োজন হয়। তবে ফেসবুক স্টোরির প্রাইভেসি সেটিংস থেকে নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে স্টোরি সহজেই লুকানো রাখতে পারবেন।
ফেসবুক প্রোফাইল পাবলিক থাকলে এর স্টোরি ডিফল্টভাবে সবাই দেখতে পারেন ও প্রতিক্রিয়া দেখাতে পারেন। অপরদিকে ফ্রেন্ডস অপশন নির্বাচন করা স্টোরিগুলো শুধু ফেসবুক বন্ধুরা দেখতে পারেন। আবার ফেসবুক ফ্রেন্ডসের তালিকা থেকেও নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে ফেসবুক স্টোরি লুকানো যায়। কয়েক মিনিটের মধ্যেই এই সেটিংস পরিবর্তন করা সম্ভব।
ফেসবুক স্টোরি নির্দিষ্ট বন্ধুদের থেকে লুকিয়ে রাখবেন যেভাবে
১. আইওএস বা অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে ফেসবুক অ্যাপ খুলুন।
২. স্ক্রিনের বাম পাশে থাকা ‘ক্রিয়েট স্টোরি’ বা ‘+’ আইকোনে ট্যাপ করুন।
৩. ছবি তুলে বা ফোনের গ্যালারি থেকে পছন্দ মতো ছবি বা ভিডিও নির্বাচন করুন। প্রয়োজনমতো টেক্সট, ফিল্টার যুক্ত করে এডিট করে স্টোরি তৈরি করুন।
৪. স্টোরি তৈরি করার পর স্ক্রিনের ‘সেটিংস’ আইকোন খুঁজে বের করুন। এর পর ‘প্রাইভেসি’ অপশন নির্বাচন করুন।
৫. নতুন একটি পেজ চালু হবে। এই পেজে ফ্রেন্ডস, পাবলিক ও কাস্টম অপশন থাকবে।
৬. অপশনগুলো থেকে ফ্রেন্ডস অপশন নির্বাচন করুন। এর মাধ্যমে এই অপশনের নিচে থাকা ‘হাইড স্টোরি ফ্রম’ ফিচারটি সক্রিয় হবে। ফিচারটি সক্রিয় হলে এতে ট্যাপ করুন।
৭. এখন ফেসবুক বন্ধুদের একটি তালিকা দেখাবে। যেসব ফেসবুক বন্ধুদের কাছ থেকে স্টোরি লুকাতে চান তাদের নামের ওপর ট্যাপ করে নির্বাচন করুন।
৮. বাছাই শেষ হলে ওপরের দিকে থাকা ‘ডান’ অপশনে ট্যাপ করুন।
৯. এরপর সেভ অপশনে ট্যাপ করুন। এভাবে বাছাই করা ব্যক্তিরা ফেসবুকের স্টোরি দেখতে পারবে না।
স্টোরির প্রাইভেসি সেটিংস ফেসবুক পোস্ট থেকে আলাদা। এই পরিবর্তন ফেসবুকের পোস্টের ক্ষেত্রে কাজ করবে না।
এ ছাড়া ফেসবুকের বন্ধু তালিকায় থাকা কারও প্রোফাইল আগে থেকে রেস্ট্রিক করে রাখলে তারা স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক স্টোরি দেখতে পারবে না।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে ও ফেসবুক
নতুন বছরের শুরুতে একাধিক সংকল্প বা রেজল্যুশন নির্ধারণ করেন অনেকেই। বছরের প্রথম দিন থেকেই নতুন অভ্যাস গঠন ও পুরোনো বদভ্যাস বাদ দেওয়ার চেষ্টা করা হয়। তবে এসব সংকল্প বাস্তবায়নের জন্য আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়াই যায়। সংকল্পগুলো ডায়েরি থেকে বাস্তবে রূপ নিতে সাহায্য করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা...
১৬ ঘণ্টা আগেচলতি বছরের প্রথম ত্রৈমাসিকে চতুর্থ প্রজন্মের আইফোন এসই উন্মোচিত হওয়ার আশা করা হচ্ছে। এর আগেই মডেলটি নিয়ে বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে, যার মধ্যে ডিজাইন এবং স্পেসিফিকেশন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। তবে নতুন একটি তথ্যসূত্র অনুযায়ী, আইফোন এসই ৪ এর নাম পরিবর্তন করবে অ্যাপল। সাশ্রয়ী বাজ
১৯ ঘণ্টা আগেবিশ্বের সেরা বৈদ্যুতিক গাড়ি (ইভি) প্রস্তুতকারক হওয়ার জন্য ইলন মাস্কের টেসলার সঙ্গে প্রতিযোগিতা করছে চীনের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। তবে এই প্রতিযোগিতায় নিজের অবস্থার আরও শক্তিশালি করেছে কোম্পানিটি। কারণ গত বছরের শেষদিকে বিওয়াইডি–এর ইভি বিক্রি রেকর্ড পরিমাণে বেড়েছে।
১ দিন আগেবিশ্বের বিভিন্ন দেশের ওপর প্রযুক্তিগত নির্ভরশীলতা কমাতে চেষ্টা করছে রাশিয়া। এরই ধারাবাহিকতায় গেমিং কনসোল তৈরির উদ্যোগ নিয়েছে দেশটি। গত ২৫ শে ডিসেম্বর ঘরোয়া ভিডিও গেইম কনসোল সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেছেন রাশিয়ার ‘স্টেট ডুমা কমিটি অন ইনফরমেশন পলিসি’র ডেপুটি চেয়ারম্যান অ্যান্টন গোরেলকিন। শিল্প ও বাণ
১ দিন আগে