Ajker Patrika

কিশোর-কিশোরীদের জন্য ‘ভিআর সোশ্যাল প্ল্যাটফর্ম’ আনছে মেটা 

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১৩: ৩৮
কিশোর-কিশোরীদের জন্য ‘ভিআর সোশ্যাল প্ল্যাটফর্ম’ আনছে মেটা 

আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার কিশোর-কিশোরীদের জন্য ‘হরাইজন ওয়ার্ল্ডস’ নামের সোশ্যাল ভিআর প্ল্যাটফর্ম আনছে মেটা। গত মঙ্গলবার (১৮ এপ্রিল) এ ঘোষণা দিয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা। প্ল্যাটফর্মে নিরাপদ অভিজ্ঞতা দিতে কিছু অতিরিক্ত বৈশিষ্ট্যও থাকবে এতে।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, কিশোর-কিশোরীদের বয়স ১৩ থেকে ১৭ বছর নির্ধারণ করেছে মেটা। নতুন এই প্ল্যাটফর্মে প্রোফাইল ডিফল্ট হিসেবে গোপন থাকবে। এ ছাড়া, সম্মতি ছাড়া কোনো ব্যবহারকারীর অনলাইন স্ট্যাটাসও দেখানো হবে না। পাশাপাশি ডিফল্ট হিসেবেই বিভিন্ন অপরিচিত ব্যবহারকারীদের কণ্ঠস্বরকে ‘শান্ত, বন্ধুত্বপূর্ণ শব্দে’ রূপান্তর করবে ‘ভয়েস মোড’ ফিচার। ‘পিপল ইউ মাইট নো’ ট্যাবে কোনো অপরিচিত প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রোফাইল দেখবে না কিশোর-কিশোরীরা। 

সম্প্রতি অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়্যালিটি নিয়ে সর্বশেষ পরিকল্পনা কর্মীদের জানিয়েছে টেক জায়ান্ট মেটা। প্রতিষ্ঠানটি নিজেদের এআর গ্লাস আনার ব্যাপারে এর সম্ভাব্য সময় ঘোষণা করে। নতুন এই এআর গ্লাস ২০২৪ সালে কর্মীদের পরীক্ষার জন্য উন্মুক্ত হবে। ২০২৭ সালে বাজারে আনা হবে এটি। 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে পুরোদস্তুর এআর গ্লাস আনার পরিকল্পনা জানিয়েছে মেটা। মাঝে অন্যান্য এআর গ্লাস আনা হলেও ২০২৭ সালে উন্মোচন হতে যাওয়া গ্লাসই মোড় ঘুরিয়ে দেবে বলে আশা মার্ক জাকারবার্গের। 

এর আগে, টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে একটি টেক্সট বেজড প্ল্যাটফর্ম আনার ঘোষণাও দেয় মেটা। নতুন এই প্ল্যাটফর্মের সঙ্গে অনেকটাই মিল থাকবে টুইটারের আরেক প্রতিদ্বন্দ্বী মাইক্রো ব্লগিং সাইট মাস্টডনের। 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, মেটার এক মুখপাত্র বলেন, ‘আমরা শুধু টেক্সটভিত্তিক একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি। আমরা মনে করি সেখানে ব্যবহারকারীরা বিভিন্ন বিষয়ে সময়মতো আপডেট দিতে পারবেন।’

শুরুতে ধারণা করা হয়েছিল, নতুন এই টেক্সটভিত্তিক প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের সঙ্গে সংযুক্ত থাকবে। এতে করে ইনস্টাগ্রামে লগইনের তথ্য দিয়েই ওই প্ল্যাটফর্মে লগইন করা যেত। তবে নতুন তথ্য অনুযায়ী, মেটার নতুন এই প্ল্যাটফর্মটি একেবারেই স্বতন্ত্র একটি প্ল্যাটফর্ম হতে যাচ্ছে। ‘পি৯২’ কোড নামের এই প্ল্যাটফর্ম তৈরির কাজ চলছে। তবে কবে তা উন্মোচন করা হবে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত