প্রযুক্তি ডেস্ক
আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার কিশোর-কিশোরীদের জন্য ‘হরাইজন ওয়ার্ল্ডস’ নামের সোশ্যাল ভিআর প্ল্যাটফর্ম আনছে মেটা। গত মঙ্গলবার (১৮ এপ্রিল) এ ঘোষণা দিয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা। প্ল্যাটফর্মে নিরাপদ অভিজ্ঞতা দিতে কিছু অতিরিক্ত বৈশিষ্ট্যও থাকবে এতে।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, কিশোর-কিশোরীদের বয়স ১৩ থেকে ১৭ বছর নির্ধারণ করেছে মেটা। নতুন এই প্ল্যাটফর্মে প্রোফাইল ডিফল্ট হিসেবে গোপন থাকবে। এ ছাড়া, সম্মতি ছাড়া কোনো ব্যবহারকারীর অনলাইন স্ট্যাটাসও দেখানো হবে না। পাশাপাশি ডিফল্ট হিসেবেই বিভিন্ন অপরিচিত ব্যবহারকারীদের কণ্ঠস্বরকে ‘শান্ত, বন্ধুত্বপূর্ণ শব্দে’ রূপান্তর করবে ‘ভয়েস মোড’ ফিচার। ‘পিপল ইউ মাইট নো’ ট্যাবে কোনো অপরিচিত প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রোফাইল দেখবে না কিশোর-কিশোরীরা।
সম্প্রতি অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়্যালিটি নিয়ে সর্বশেষ পরিকল্পনা কর্মীদের জানিয়েছে টেক জায়ান্ট মেটা। প্রতিষ্ঠানটি নিজেদের এআর গ্লাস আনার ব্যাপারে এর সম্ভাব্য সময় ঘোষণা করে। নতুন এই এআর গ্লাস ২০২৪ সালে কর্মীদের পরীক্ষার জন্য উন্মুক্ত হবে। ২০২৭ সালে বাজারে আনা হবে এটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে পুরোদস্তুর এআর গ্লাস আনার পরিকল্পনা জানিয়েছে মেটা। মাঝে অন্যান্য এআর গ্লাস আনা হলেও ২০২৭ সালে উন্মোচন হতে যাওয়া গ্লাসই মোড় ঘুরিয়ে দেবে বলে আশা মার্ক জাকারবার্গের।
এর আগে, টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে একটি টেক্সট বেজড প্ল্যাটফর্ম আনার ঘোষণাও দেয় মেটা। নতুন এই প্ল্যাটফর্মের সঙ্গে অনেকটাই মিল থাকবে টুইটারের আরেক প্রতিদ্বন্দ্বী মাইক্রো ব্লগিং সাইট মাস্টডনের।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, মেটার এক মুখপাত্র বলেন, ‘আমরা শুধু টেক্সটভিত্তিক একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি। আমরা মনে করি সেখানে ব্যবহারকারীরা বিভিন্ন বিষয়ে সময়মতো আপডেট দিতে পারবেন।’
শুরুতে ধারণা করা হয়েছিল, নতুন এই টেক্সটভিত্তিক প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের সঙ্গে সংযুক্ত থাকবে। এতে করে ইনস্টাগ্রামে লগইনের তথ্য দিয়েই ওই প্ল্যাটফর্মে লগইন করা যেত। তবে নতুন তথ্য অনুযায়ী, মেটার নতুন এই প্ল্যাটফর্মটি একেবারেই স্বতন্ত্র একটি প্ল্যাটফর্ম হতে যাচ্ছে। ‘পি৯২’ কোড নামের এই প্ল্যাটফর্ম তৈরির কাজ চলছে। তবে কবে তা উন্মোচন করা হবে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার কিশোর-কিশোরীদের জন্য ‘হরাইজন ওয়ার্ল্ডস’ নামের সোশ্যাল ভিআর প্ল্যাটফর্ম আনছে মেটা। গত মঙ্গলবার (১৮ এপ্রিল) এ ঘোষণা দিয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা। প্ল্যাটফর্মে নিরাপদ অভিজ্ঞতা দিতে কিছু অতিরিক্ত বৈশিষ্ট্যও থাকবে এতে।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, কিশোর-কিশোরীদের বয়স ১৩ থেকে ১৭ বছর নির্ধারণ করেছে মেটা। নতুন এই প্ল্যাটফর্মে প্রোফাইল ডিফল্ট হিসেবে গোপন থাকবে। এ ছাড়া, সম্মতি ছাড়া কোনো ব্যবহারকারীর অনলাইন স্ট্যাটাসও দেখানো হবে না। পাশাপাশি ডিফল্ট হিসেবেই বিভিন্ন অপরিচিত ব্যবহারকারীদের কণ্ঠস্বরকে ‘শান্ত, বন্ধুত্বপূর্ণ শব্দে’ রূপান্তর করবে ‘ভয়েস মোড’ ফিচার। ‘পিপল ইউ মাইট নো’ ট্যাবে কোনো অপরিচিত প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রোফাইল দেখবে না কিশোর-কিশোরীরা।
সম্প্রতি অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়্যালিটি নিয়ে সর্বশেষ পরিকল্পনা কর্মীদের জানিয়েছে টেক জায়ান্ট মেটা। প্রতিষ্ঠানটি নিজেদের এআর গ্লাস আনার ব্যাপারে এর সম্ভাব্য সময় ঘোষণা করে। নতুন এই এআর গ্লাস ২০২৪ সালে কর্মীদের পরীক্ষার জন্য উন্মুক্ত হবে। ২০২৭ সালে বাজারে আনা হবে এটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে পুরোদস্তুর এআর গ্লাস আনার পরিকল্পনা জানিয়েছে মেটা। মাঝে অন্যান্য এআর গ্লাস আনা হলেও ২০২৭ সালে উন্মোচন হতে যাওয়া গ্লাসই মোড় ঘুরিয়ে দেবে বলে আশা মার্ক জাকারবার্গের।
এর আগে, টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে একটি টেক্সট বেজড প্ল্যাটফর্ম আনার ঘোষণাও দেয় মেটা। নতুন এই প্ল্যাটফর্মের সঙ্গে অনেকটাই মিল থাকবে টুইটারের আরেক প্রতিদ্বন্দ্বী মাইক্রো ব্লগিং সাইট মাস্টডনের।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, মেটার এক মুখপাত্র বলেন, ‘আমরা শুধু টেক্সটভিত্তিক একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি। আমরা মনে করি সেখানে ব্যবহারকারীরা বিভিন্ন বিষয়ে সময়মতো আপডেট দিতে পারবেন।’
শুরুতে ধারণা করা হয়েছিল, নতুন এই টেক্সটভিত্তিক প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের সঙ্গে সংযুক্ত থাকবে। এতে করে ইনস্টাগ্রামে লগইনের তথ্য দিয়েই ওই প্ল্যাটফর্মে লগইন করা যেত। তবে নতুন তথ্য অনুযায়ী, মেটার নতুন এই প্ল্যাটফর্মটি একেবারেই স্বতন্ত্র একটি প্ল্যাটফর্ম হতে যাচ্ছে। ‘পি৯২’ কোড নামের এই প্ল্যাটফর্ম তৈরির কাজ চলছে। তবে কবে তা উন্মোচন করা হবে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
১১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
১২ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১৪ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১৪ ঘণ্টা আগে